Tuesday 21 January 2020

ট্রেনের টিকিট কাটুন অনলাইনে(New-Updates A To Z)

Buy online Train Titcket BD
Buy online Train Titcket BD
বাংলাদেশে মোটামোটি অনেকদিন আগে থেকেই ট্রেনের অনলাইন টিকিট ক্রয়(Buy online Train Titcket) করার সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু অনেক মানুষই এই ব্যাবপারে অজ্ঞ নয়, কিভাবে টিকিট কাটবে বা ট্রেনে উঠে টি-টি কে কিভাবে প্রমাণ দিবে সে টিকিট কেটেছে নির্দিষ্ট সিটের জন্য?? তাই আজকে এই ব্যাবপারে বিস্তারিত আলোচনা করব।




অনলাইনে ট্রেনের টিকিট কাটার ২টি পদ্ধতি রয়েছেঃ
১) Apps এর মাধ্যমে, যেটি আপনি GooglePlay Store এ পেয়ে যাবেন খুব সহজেই।
২) ওয়েব এর মাধ্যমে, যেকোন Browser ব্যাবহার করে। আজ আমি আলোচনা করব, কিভাবে Web এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে হবে।


যে যে সুবিধাগুলো পাচ্ছেনঃ
১) আপনার নির্দিষ্ট স্থান এ যেতে কত টাকা ভাড়া লাগবে তা দেখতে পারবেন।
২) আপনি যে তারিখে ভ্রমণ করবেন তার সর্বোচ্চ ১০ দিন আগে টিকিট ক্রয় করতে পাবেন।
৩) আপনার পছন্দমতো সিট বাছাই করতে পারবেন(যদি না আগে থেই কেউ ক্রয় করে না থাকে)।
৪) অনলাইনে টিকিট কেনা টাকা পরিশোধ করতে পারবেন bkash, Rocket, Debit card অথবা Credit card এর মাধ্যমে।


### প্রথমেই যাবেন Bangladesh Railway এর অফিশিয়াল সাইট এ... https://www.esheba.cnsbd.com
online_Titcket_buy_bd_by_bkash

এখন ছবিতে দেখানো যায়গায় ক্লিক করে Register করতে হবে(শুধুমাত্র প্রথম বার টিকেট কাটার জন্য, পরবর্তিতে শুধু Login করার মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

# যাবতিয় তথ্য দিয়ে ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন।
online_Titcket_buy_bd_by_bkash
# আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে, সেটি নির্ভুল্ভাবে উপরের আসা পেইজটি দিতে Verify করুন।

# রেজিষ্ট্রেশন এর প্রক্রিয়া শেষ, এখন আপনি কোথায় থেকে কোথায় যাবেন, কয় তারিখের টিকিট নিবেন, কয়জন পেসেঞ্জার এর টিকিট ক্রয় করতে চান, অপ্রাপ্ত বয়ষ্ক বাচ্চা আছে কিনা, সব তথ্য সঠিক মতো দিয়ে Find এ ক্লিক করুন।
online_Titcket_buy_bd_by_bkash


# এখন আপনি আপনার গন্তব্যস্থান এর জন্য কয়টি ট্রেন রয়েছে, কয়টায় ট্রেন রয়েছে, বিস্তারিত তথ্য দেখতে পারবেন(ভাড়া সহ)। আপনি যেই সময়ে যেতে চাচ্ছেন সেই সিডিউলের উপর Details এ ক্লিক করবেন।
 online_Titcket_buy_bd_by_bkash



# Purchase এ ক্লিক করুন।

online_Titcket_buy_bd_by_bkash



# Buy Titcket এ ক্লিক করুন।
online_Titcket_buy_bd_by_bkash



# Payment যেটিদিয়ে করবেন সেটি সিলেক্ট করুন।
online_Titcket_buy_bd_by_bkash


online_Titcket_buy_bd_by_bkash

online_Titcket_buy_bd_by_bkash


# এখন ছবিতে দেখানো যায়গায় ক্লিক করে Register করতে হবে(শুধুমাত্র প্রথম বার টিকেট কাটার জন্য, পরবর্তিতে শুধু Login করার মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

যাবতিয় তথ্য দিয়ে পেমেন্ট করার পর। আপনার Email চেইক করুন, ই-মেইলে আসা টিকিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।


বিঃদ্রঃ আপনি নিজে যদি ভ্রমণ করেন তবে শুধু প্রিন্টেড কপিটি নিয়ে ট্রেনে ভ্রমণ করতে পারেন, কিন্তু আপনি যদি অন্যকারো জন্য টিকিট ক্রয় করেন, তবে সেই ব্যাক্তি কে, প্রিন্টেড কপিটি নিয়ে ভ্রমণের আগে টিকিট কাউন্টার থেকে কপি দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে।

Labels: , , , ,

Wednesday 15 January 2020

কিভাবে Keyword Strategy তৈরি করবেন?

latest_Keyword_Strategy
Latest Keyword Strategy 2020


Keyword Search এর মাধ্যমে প্রতিদিন লাখ-লাখ Consumar অনলাইনে ব্যাবসা খুজেন। যে Keyword টি তৈরি করতে চাচ্ছি সেটি যেন আমাদের Busniess/Service এর সাথে সামঞ্জস্য থাকে। যেহেতু এই Keyword টি পৃথিবীর নানান প্রান্ত থেকে কঞ্জুমাররা Search করবেন।
মনে রাখতে হবে যে এই বিশেষ Keyword দিয়েই মানুষ আমাদের Website টি খুজে পাবেন 
 

তাই Keyword টি অবশ্যই সহজ এ সাবলীল হতে হবে। আমাদের Website টি এমনভাবে Optimized করতে হবে যেন আমাদের Website এর বিভিন্ন পজিশান এ আমাদের Keyword টি রিফ্রেক্স করে। আর এই Keyword গুলো অবশ্যই আমাদের Title এবং Description এ রাখতে হবে। সহজভেব বলতে গেলে Keyword গুলো আমাদের সব যায়গায় ব্যাবহার করতে হবে, তাহলেই আমরা কোন Website/Post Rank করতে পারব। মনে রাখতে হবে , Search Engine কে যত বেশি আমাদের Website সম্পর্কে সুষ্ঠ ধারণা দিতে পারব তত ভিজিটর আমাদের Website এ ড্রাইভ করবে।

Keyword হলো যেকোন Website এর প্রাণ, সাঠিক Keyword ব্যাবহারের মাধ্যমে Website কে search Engine এর প্রথম পেইজে আনা কোন ব্যাপার নয়, আর বুঝতেই পেরেছেন, সার্চ-ইঞ্জিনের প্রথম পেইজে আনা মানে প্রচুর ট্রাফিক পাওয়া। 


উদাহরণ সরূপঃ

কোন Website এর Keyword যদি হয়...
Free outsourcing e-books
100 Free outsourcing e-books Forever


আর সাইটটির Description হওয়া উচিত প্রায় এমনঃ

You can Download 100 outsourcing e-books without any kind of Fee.



লক্ষ্য করে দেখবেন, আমি Title আর Description এ কিভাবে Keyword ব্যাবহার করেছি। আমাদের Website এর Description  Keyword এর রিফ্রেক্স ঘটাতে হবে। এতে Search Engine ভালোভাবে ধারনা পাবে আমাদের Website টি সম্পর্কে। আমরা যদি আমাদের website টি ১০০% Search Engine Friendly করতে পারি তবে ব্যাপক ভালো ফলাফল পাব।

আর webite টি ১০০% Search Engine Friendly করতে Seoprofiler.com এ দিয়ে ফ্রি একাউন্ট খুলে নিন। এখান থেকে ফ্রিতে আপনার Website এর Rank দেখতে পারবেন এবং SEO এর জন্য প্রয়োজনীয় Tips পাবেন, শুধু তাই না এই Seoprofiler.com আপনাকে প্রথমিক ভাবে কিছু Backlinks দিয়েও সাহায্য করবে। আর Backlinks একটা সাইটের জন্য ততটা জরুরি, মানুষের বেচে থাকার জন্য অক্সিজেন যতটা জরুরী, আপনার Website এ যতো High Quality Backlinks থাকবে, সার্চ-ইঞ্জিন আপনার Website টি কে তত গুরুত্বপূর্ণ মনে করবে। 


আরো দেখতে পারেনঃ


এছাড়া Website এর Link নিয়মিত স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করতে হবে, Facebook, Linkedin, Digg, Reddit, ইত্যাদিতে,  Keyword  এর একটা রিফ্লেক্স ঘটাতে হবে। 
আর Website জন্য যেই স্যোসিয়াল মিডিয়াতে একাউন্ট খুলুন না কেনো, সমসয় লক্ষ্য রাখবেন, প্রফাইলে যত তথ্য চাওয়া হবে সব কিছু দিতে, যেনো কোন টা খালি/ব্লাংক না থাকে। এই ভাবে চালিয়ে যেতে পারবে প্রচুর ভিজিটর পেয়ে যাবেন। একটি Website এর জন্য SEO এর গুরুত্ব অপরসীম। শুধু Website এর লিঙ্ক না, আপনার Website এর পোষ্ট গুলোর link ও নিয়মিত স্যোসিয়াল সাইটগুলোতে শেয়ার করুন। 

কিভাবে শেয়ার করবেন তার কিছু উদাহণ নিতে দেওয়া হলোঃ

Download Latest outsourcing book Here
www.____________.com/_____________

অথবা

Best bangle outsourcing Book-Direct Download
www.____________.com/_____________


Keyword Strategy তৈরিঃ

১) প্রথমে আপনার প্রডাক্ট/সার্ভিস সেই সম্পর্কেই লিখতে চাচ্ছেন সেই সম্পর্কে  কিছু সংগতিপূর্ণ Keyword এর লিষ্ট তৈরি করুন। মনে মনে ভাবুন, যেই বিষয়টি নিয়ে লিখতে চাচ্ছেন, সেই বিষয়টি খুজে পেতে আপনি কি কি লিখে সার্চ-ইঞ্জিনে লিখে সার্চ করতে পারেন???? কেননা কেউ কিছু খুজতে গেলে এই Keyword গুলোই ব্যবাহার করেই সেই বিষয়গুলো পাবে। 
keywod Strategy

২) Keyword নির্বাচনে সবচেয়ে বেশু গুরুত্ব দিতে হবে। আপনার বিজনেস যদি মিডিয়াম/ ছোট আকারে হয়ে থাকে তবে Low competitive Keyword বাছাই করতে হবে। কেননা যদি High Competitive Keyword ব্যাবহার করেন তবে আপনার সাইট/প্রডাক্ট Rank করাতে অনেক সমস্যা হবে। সঠিক Keyword বাছাই করার জন্য হাজার-হাজার Website রয়েছে, তবে সেগুলো ফ্রি-তে কিছুই প্রভাইড করবে না, আপনাকে নির্দিষ্ট পরিমান ডলারদিয়ে ব্যাবহার করতে হবে। তবে ভালো-ভাবে সর্বোত্তম Keyword খুজে বের করতে হলে, Google.com/awords এর Keyword Planner ব্যাবহার করতে হবে, এখন থাকে আপনার Keyword বিশ্লেষণ করতে পারবেন, যেহেতু আপনি ফ্রি-ব্যাবহার করবেন সেক্ষেত্র আপনাকে একটু মাথা খাটাতে হবে। তবে ভালো রেজাল্ট পাবেন এটা ১০০%। keywod Strategy

৩) প্রথমেই বলেছি Keyword নির্বাচন করার পর,  Keyword এর ব্যাবহার করতে হবে বিভিন্ন যায়গায়, শুধু তাই নয়, আপনার Website/Post Rank করাতে ছবি/Image এর ভূমিকা অনেক, তাই সঙ্গতিপূর্ণ ইমেজ ব্যাবহার করুন, এবং ইমেজে Alt Text যুক্ত করুন। এই Alt Text এর Keyword এর রিফ্লেক্স ঘটাতে হবে এবং Title ব্যাবহার করতে হবে। keywod Strategy

আশাকরি Keyword Keyword Strategy সম্পর্কে মোটামোটি একটা ধারনা দিতে পেরেছি, যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোন প্রশ্ন থেকে তবে কমেন্ট এ জানতে ভুলবেন না। ধন্যবাদ।


আরো বিস্তারিত ভাবে
SEO শিখতে এখানে ক্লিক করুন...

Labels: , , , , , ,

Monday 13 January 2020

আপনার ওয়েবসাইট টি ৫০ টি সার্চ-ইঞ্জিনে যুক্ত করুন (Latest Update)

how-to-submit-your-website-on-search-engine
How to Submit Your Website to Search Engines

সার্চ-ইঞ্জিন(Search Engine) এর গুরুত্ব কতটুকে শুধু আমরাই যানি যারা ছোট খাটো বা বড় কোন ওয়েবসাইট /ব্লগ /ফোরামে কম-বেশি লিখা-লিখি করি। এই পৃথিবিতে হাজার-কোটি ওয়েবসাইট রয়েছে নানান বিষয়ের উপর এই হাজার-কোটি ওয়েবসাইটের নাম কারো পক্ষেই মনে রাখা সম্ভব নয়।

তাই আমরা সার্চ ইঞ্জিনের(Search Engine) সাহায্য নিয়ে থাকি নির্দিষ্ট কোন টপিক এর ওয়েবসাইট খুজার জন্য। 

তাই যাদের ওয়েবসাইট রয়েছে, তাদের ক্ষেত্রে তার ওয়েবসাইট টি Most Popular সার্চ-ইঞ্জিন ওয়েবসাইট গুলোতে যুক্ত করার ভূমিকা অপরসিম। কেননা সার্চ-ইঞ্জিন(Search Engine) এর সাহায্য নিয়েই সাধারন মানুষ আপনার কন্টেন্ট গুলো দেখতে পারবে, আর যদি সার্চ-ইঞ্জিনে(Search Engine) আপনার ওয়েবসাইট টি তে যুক্ত করা না থাকে, কেউ আপনার সাইট টিতে ভিজিট করবে না। আপনার সাইট থেকবে Traffic শুন্য, যা কারো জন্যই ভালো সংবাদ নয়।

তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ৫০ টি সার্চ-ইঞ্জিনের(Search Engine) ডাইরেক্ট লিংক, যার মাধ্যমের আপনি আপনার ওয়েবসাইট টি খুব দ্রুত আর অল্প সময়ের মধ্যে সার্চ-ইঞ্জিনের যুক্ত করতে পারবেন।

বিঃদ্রঃ সার্চ-ইঞ্জিনের(Search Engine) ওয়েবসাইট যুক্ত করার সাথে সাথে ঐ নির্দিষ্ট সার্চ-ইঞ্জিনে আপনার ওয়েবসাইট টি পাবেন না, কননা আপনার সাইট টি যুক্ত হতে কিছুটা সময় লাগবে যতক্ষন না পর্যন্ত ঐ নির্দিষ্ট সাইট টি আপনার ওয়েবসাইট Crawl করছে।


Submit Your Website To Search Engine

1. Google
Bing
3 Yahoo!
31 Anoox
ASR
12 !tzalist
37 Skoobe
13 Subjex
14 9Sites
39 IS
15 Jayde
18 Submission4U
43 Wotbox
44 Skaffe
20 Pegasus Directory
22 Gimpsy
47 SoMuch
23 Amfibi



More Related:

Backlink কি?

keyword research কি?

Nofollow link গুলো চিনার উপায়

Keyword Research করার জনপ্রিয় Tools গুলো

Backling থাকা সত্ত্বেও Search রেজাল্ট খারাপ পওয়ার কারন?

Backlink তৈরি করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট গুলোখুজার পদ্ধতি

Download High Quality Backlink In Excel File(আপডেটেড)

কিভাবে High Quality Backlinks তৈরি করব (৮০ Profile Creation Sites)

জেনে নিন ১০ টি SEO কৌশল(২০১৭-২০১৮)

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং আগ্রহীদের জন্য কিছু টিপস(How to Start Your Freelance Career and be Your Own Boss)

 



 কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে সাহায্য করবেন



Labels: , , , , , ,

প্রধানমন্ত্রীর বেতন কত?

প্রধানমন্ত্রীর-বেতন-কত-সুযোগ-সুবিধা-কি
শেখ হাসিনা বেতন
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন নিয়ে আমাদের অনেকের মনের ভেতর প্রশ্ন ঘোড়-পাক খায়কেননা প্রশ্নটা অস্বাভিক নয়। এক সময় আমারো এই কথাটি বেশ কিছুদিন ঘোড়পাক খেয়েছে।


প্রধানমন্ত্রীর বেতন নির্ধারণ করা হয় জাতীয় বেতন কাঠামো অনুযায়ী।







সর্বশেষ বেতন কাঠামো অনুযায়ী বাংলাদশের প্রধানমন্ত্রীর বেতন নির্ধারণ করা হয়েছেঃ
,১৫,০০০৳ (এক লক্ষ পনের হাজার টাকা মাত্র)



এই বেতন বাদে যে সব সুবিধা পেয়ে থাকেন প্রধানমন্ত্রীঃ

১) দৈনিক ভাতা: ৩,০০০৳ (তিন হাজার টাকা মাত্র)।
২) নিয়ামক ভাতা: মাসিক ১০,০০০৳ (দশ হাজার টাকা মাত্র)।
৩) বাড়ি ভাড়াঃ মাসিক ১,০০,০০০৳ (এক লক্ষ টাকা মাত্র)
৪) স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা।
৫)মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা।


Read More:



৬) প্রধানমন্ত্রী বা মন্ত্রীপ্রতিমন্ত্রী বা উপমন্ত্রী  তাদের বেতনের কোন টাকা সরকারকে কর প্রধান করতে হয় না।
৭) প্রধানমন্ত্রী তার নিজের ব্যাবহার করার লক্ষ্যে বাহিরের দেশ থেকে গাড়ি বিনা শুল্কে নিয়ে আসতে পারবেন।


বিদুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল সহ যাবতীয় খরচ সরকার বহন করে।


Labels: , , ,

Wednesday 8 January 2020

Google Adsense দিয়ে টাকা ইনকাম (A To z টিউটোরিয়াল)

Google_Adsense_দিয়ে_টাকা_ইনকাম_A_To_z_টিউটোরিয়াল

নতুনদের মনে গুগল এডসেন্স"Google Adsense" নিয়ে জল্পনা-কল্পনার শেষ নয়তাই আগের মতো আবারো গুগল এডসেন্স "Google Adsense" নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করলাম।


আশা করি এই ধারাবাহিক টিউটোরিয়াল গুলো যারা দেখবেন তাদের অবশ্যই গুগল এডসেন্স "Google Adsense" সম্পর্কে জ্ঞানের পিপাসা মিটবে।


গুগল এডসেন্স"Google Adsense"  #Google এর একটি সেবা প্রদানকারী  সার্ভিস। এই গুগল এডসেন্স এর যাত্রা শুরু হয়েছিলো ১৮ জুন ২০১৩ সালে।  যে সার্ভিসটির মাধ্যমে যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান ইন্টারনেটে তাদের প্রডাক্ট বা যেকোন বিষয়ে বিজ্ঞাপন দিতে পারবেন।

গুগল এডসেন্স Google Asense" এর কাজ ২ শ্রেণীর মানুষদের নিয়েঃ

১) Advertiser (এরা গুগল এডসেন্স "Google Adsense" কে টাকা প্রদান করেতাদের বিজ্ঞাপন ইন্টারনেটে দেখানোর জন্য।
২) Publisher যারা গুগল এডসেন্স "Google Adsense"এর বিজ্ঞাপন ( যেই বিজ্ঞাপনের জন্য Advertiser গুগল এডসেন্স কে টাকা প্রদান করল) তাদের ব্লক/ওয়েবসাইট/এপ্স/ ইউটিউব চ্যানেল এ  প্রদর্শন করবেন।

 # এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, Advertiser বা Publisher কেউ কাউকে চিনবে না বা জানবেও না। এইদুইয়ের মধ্যে সংযোগ  স্থাপনকারী প্রতিস্থান হিসাবে কাজ করবে  গুগল এডসেন্স " Google Adsense"



নিচের চিত্রটি দেখলে আশা করি মোটামোটি একটি ধারনা চলে আসবে!

online_incom_bd_google_adsense


গুগল এডসেন্স পাবলিশারদের একাউন্টে সর্বনিম্ন ১০০ ডলার জমা হলে এই টাকা উত্তোলনের সুযোগ  দেয়। এটি একটি নির্ভরযোগ্য Ads Network সাইট। সারা বিশ্বে অনেক মানুষ আজ স্বাবলম্বী পাবলিসার হিসাবে টাকা কামিয়ে। 


আশা করি গুগল এডসেন্স কি তা সহজ ভাষায় বুঝাতে পেরেছি। আপনার বাকী প্রশ্নের উত্তর এই আর্টিকেলের উপরে দেওয়া আছেআর্টিকেল গুলো ১ থেকে ৭ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়ে বুঝতে পারলে আপনি মোটামোটি গুগল এডসেন্স"Google Adsense" সম্পর্কে/ কিভাবে কাজ করে/ কিভাবে টাকা কামাবেন সব কিছু বুঝতে পারবেন।

অনেকেই দেখি গুগলে ডুকলেই "Online Income Bd, Online Job bd নিয়ে ব্যাস্ত থাকে টাকা ইনকাম করার জন্যঅবশেষে সময় আর মেগাবাইট দুটোই বৃথা যায়তাই যে কোন একটা কাজ ভালোভাবে করতে শিখুন অনলাইন থেকে টাকা ইনকাম সময়ের ব্যাবধান মাত্র। 

             

Labels: , , , , , , , ,

কিভাবে গুগল এডসেন্স "Google Adsense" এর টাকা হাতে পাবেন

connect_bank_account_to_google_adsense_payment
আগে অনলাইনের টাকা দেশে আনতে অনেক ঝামেলা পোহাতে হতোকিন্তু এখন আর কোন ঝামেলা পোহাতে হয় না। আপনার কষ্টার্জিত টাকা খুব সহজেই আপনার হাতে পেয়ে যাবেন। Google Adsense সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়আবার চেইক ও পাঠায়।



বাংলাদেশে যে ব্যাংক গুলো সুইফট কোড প্রদান করে তাদের যেকোন একটির মাধ্যমেই আপনি Adsense টাকা নিতে পারবেন। তবে অবশ্যই যে ব্যাংক যুক্ত করতে চাচ্ছেন আগে সেই ব্যাংকে খুজ নিয়ে জানেন, তারা SWIFT COAD প্রদান করে কিনা।

তারপর Google Adsene 
এর সেটিং এ গিয়ে ব্যাংকে এর সকল ইনিফরমেশন সঠিকভাবে প্রদান করুন। 
Google Adsense এ যখন আপনার কমপক্ষে ১০০ ডলার জমা হবে, সেই  মাসের ২০-২৬ তারিখের মধ্যে আপনার সেই এড করা ব্যাংকে ডলার চলে যাবে।

# আপনার ব্যাংকের SWIFT COAD দেখতে এখানে দেখতে পারেনঃ ALL Swift Codes ofBangladeshi Banks

Labels: , , , , , , , ,