Wednesday 8 January 2020

কিভাবে গুগল এডসেন্স "Google Adsense" এর টাকা হাতে পাবেন

connect_bank_account_to_google_adsense_payment
আগে অনলাইনের টাকা দেশে আনতে অনেক ঝামেলা পোহাতে হতোকিন্তু এখন আর কোন ঝামেলা পোহাতে হয় না। আপনার কষ্টার্জিত টাকা খুব সহজেই আপনার হাতে পেয়ে যাবেন। Google Adsense সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়আবার চেইক ও পাঠায়।



বাংলাদেশে যে ব্যাংক গুলো সুইফট কোড প্রদান করে তাদের যেকোন একটির মাধ্যমেই আপনি Adsense টাকা নিতে পারবেন। তবে অবশ্যই যে ব্যাংক যুক্ত করতে চাচ্ছেন আগে সেই ব্যাংকে খুজ নিয়ে জানেন, তারা SWIFT COAD প্রদান করে কিনা।

তারপর Google Adsene 
এর সেটিং এ গিয়ে ব্যাংকে এর সকল ইনিফরমেশন সঠিকভাবে প্রদান করুন। 
Google Adsense এ যখন আপনার কমপক্ষে ১০০ ডলার জমা হবে, সেই  মাসের ২০-২৬ তারিখের মধ্যে আপনার সেই এড করা ব্যাংকে ডলার চলে যাবে।

# আপনার ব্যাংকের SWIFT COAD দেখতে এখানে দেখতে পারেনঃ ALL Swift Codes ofBangladeshi Banks

Labels: , , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home