Monday 31 July 2017

Usb disk security with License key নিয়ে নিন ফ্রিতে


আপনার পিসি কে সুরক্ষিত করুন নানা প্রকার ক্ষতিকর দিক থেকে ,যে সমস্যা গুলো হয় কোন Usb Flash Drive, Pendrive & Memory পিসিতে কানেক্ট করলে, 




 usb disk security 2017 কে আপনার laptop security হিসাবে ব্যাবহার করার জন্যও উত্তম।
আমারা অনেকেই আছি যাদের ইচ্ছে থাকলেও usb disk security full Versionব্যাবহার করতে পারি না, কেননা এটির সব ফিচার গুলো ব্যাবহার করতে হলে আমাদের কে টাকা দিয়ে লাইসেন্স করে নিতে হয়। তাদের কথা চিন্তা করে এই Full version Usb Disk Security শেয়ার করলাম। আপনি চাইলে Disk security দিয়ে Usb তে পাসওয়ার্ড সেটে দিতে পারেন যার ফলে, কেউ আপনার অনুমতি ব্যাবতিত Usb Drive প্রবেশ করালেও লাভ হবে না। কোন Data নিতে পারবে না পাসওয়ার্ড ছাড়া।


আমরা এখন সবাই কম-বেশি ইন্টারনেট ব্যাবহার করি, আর এতেই ঘটে আসল বিপদ, আমাদের অজান্তেই নানান ভাবে ডুকে পরে Virus ,আর এই থেকে রক্ষা করার জন্যেও রয়েছে Usb Disk Security তে সিস্টেম।



 Download Usb disk security Click Here

Labels: , , ,

ঠিক Time এ বন্ধ হবে আপনার পিসি

আমরা অনেকেই অনেক রকম টিপস খাটিয়ে অটোমেটিক পিসি বন্ধ করার নিয়ম শিখেছি। কিন্তু আজ আমি আপনাদের যে সফট দিব তা কিন্তু কম না।আমার কাছে ভাল লেগেছে। আপনার ভাল না লেগে যাবে কই। আশা করি ভাল লাগবে। 




আমরা সবাই কম বেশি নেট থেকে বড় ফাইল, মুভি , অপারেটিং সিস্টেম ডাউনলোড দেই। এসব এর সাইজ বড় বলে অনেক সময় লাগে। যার ফলে পিসি  কে অনেক সময় ৪,৫ ঘন্টা চালু রাখতে হয়।
 অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে।  এতে পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়। কিন্তু আপনি  একটু বুদ্ধি খাটালেই আপনার পিসি নিজে নিজে বন্ধ করাতে পারেন। তাহলে আসুন নিয়মটা শিখে নেই । 

ধরুন আপনি একটা কিছু ডাউনলোড দিলেন। দেখলেন শেষ হতে 3
 ঘন্টা লাগবে। এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন। তখন আপনাকে যা করতে হবে তা হল।

প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য। তারপর চালু করুন।




Labels: , , ,

Sunday 30 July 2017

Team Viewer দিয়ে আপনার বন্ধুর পিসিতে

আমি আপনাদের আজকে সে সফট এর কথা বলতে চাই তার নাম হলো Team Viewerএএটা দিয়ে আপনি খুব সহজে আপনার পিসি বা ল্যাপটপ থেকে আপনার বন্ধুর পিসি বা ল্যাপটপ নিয়ন্ত্রন এবং তার পিসির যে কোন সমস্যার সমাধান করতে পারবেন। আপনারা হয়ত অনেকে এই সফট টি ব্যবহার করেছেন। যারা ব্যবহার করেছেন তদেরকে বলার প্রয়োজন নাই এটি শুধু যারা যানেন না তাদের জন্য। আর সফট টি একবারেই ছোট একটি সফট আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। 



এটির আরো সুবিধা হলো আপনি আপনার অফিসিয়াল মিটিং অথবা ট্রেনিং এই সফট এর মাধ্যেমে করতে পারবেন। অবশ্য সবার নেট কানেকশন থাকতে হবে। আপনি চাইলে এটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। এবং কিভাবে ইনিষ্টল দিবেন তা আমি দেখাবা।

প্রথমে সফট ডাউনলোড করে নিয়ে ডাবল ক্লিক করুন। ্ডাউনলোড করুন Click Here


Labels: , , ,

Windows-7 Genuine করুন ১ মিনিটে

আজকে  আপনাদের সাথে শেয়ারকরবো কি ভাবেএক ক্লিকে আপনিউইন্ডোজ সেভেন জেনুয়েনকরবেন। এটার জন্যউন্ডোঞ্জ লোডার ব্যবহারেরপ্রয়োজন নেই। আপনারা আমার কথামত কাজ করেদেখুন কাজে দিবেএবং আমার কম্পিউটারকেনার পর যখনএক মাস পরেপরে সেটাপ দিতেদিতে বিরক্ত হয়েযেতাম তখন এইসফটওয়্যার টা পাই।


তাই আজকে আপনাদেরসাথে শেয়ার করলাম

কার্যপ্রনালীঃ
·         প্রথমেইন্টারনেট ব্রাউজার ওপেনকরবেন
·         ডাউনলোড লিংক কপিকরে সার্চ দিবেন
·         জিপ ফাইলডাউনলোড করবেন
·         ফোল্ডারেটি পাসওয়ার্ড দিয়ে আবারএক্সট্রাক্ট করবেন
·                                             Password: allsectionbd.blogspot.com
·         ভিতরে রিমুভওয়াট সফটওয়্যার পাবেনতার রাইট বাটনেক্লিক করে Run As Administrator ক্লিককরবেন
·         Remove Wat নামেলেখা দেখবেন,ওখানেক্লিক করে কিছুসময় অপেক্ষা করবেনকম্পিউটার রিস্টার্ট নিয়েচালু হবে।এবং উইন্ডোজসেভেন জেনুয়েন হয়েযাবে

Download Link/ডাউনলোড লিংকঃ
https://drive.google.com/file/d/0B1cvSvwYxx_yaldGRF9ickVCRUE/view?usp=sharing
আপনি চাইলে এই ব্লগটির PDF File ডাউনলোড করতে পারেন।  Download File

এর পরেও যদিকারো লেখা পরেবুঝতে এবং কাজগুলি করতে অসুবিধাহয়ে থাকে তারাইউটিউব থেকে আমারক্রিয়েট করা ভিডিওটাদেখে নিবেন,

আশাকরি এর পরেজীবনেও আপনাকে উইন্ডোজজেনুয়েনের এসএমএস দিবেনা কিংবা ঝামেলাওবা পিসি স্লোকরবে না

অবশ্যই আপনারা কন্ট্রোলপ্যানেল থেকে Windows Updateঅফ করে দিবেন

বুঝার জন্য কিছু Image দেওয়া হল নিচে

















Labels: , ,

IDM Download manager ফ্রি ফাইল এবং কী-Download করুন ধুমছে

আমরা যারা ইন্টারনেট ব্যাবহারকারী রয়েছি তারা সবাই এই Software এর নামের সাথে কোন না কোনভাবে পরিচিত রয়েছি “Internet Download Manager” Internet Download Manager গুলোর মধ্যে সবচেয়ে বেশি ফিচার এবং নানা রকম সুবিধা রয়েছে ‘IDM Download Manager’ এর ভিতরে। তাই আমি আপনাদের জন্য Internet Download Manager(IDM) এর ফুল ভার্সন শেয়ার করলাম।
আমরা সাধারণত IDM ডাউনলোড করি কিন্তু আমাদের মত দেশের মানুষদের অনেকেই এ সফটওয়্যারটি কিনে ব্যবহার করতে পারি না। তাই আমরা IDM এর Crackড ভার্সন ব্যবহার করি।কিন্তু এর Crack করা খুব ঝামেলার ব্যাপার তাছাড়াও অনেক সময় Crack ভার্সন ব্যবহার করলেও Fake serial সমস্যা দেখায়।তাই আপনাদের জন্য নিয়ে আসলাম IDM এর নতুন ভার্সন IDM 6.25 Full cracked silent installer. যা এক ক্লিকে ইনষ্টল হবে। ।

For Download Google Drive:  
https://drive.google.com/file/d/0B1cvSvwYxx_yMzRoMG10YzhadEk/view?usp=sharing
ব্লগটি PDF ফাইল হিসাবে ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন DownloadFile
 Installing Process Picture
ডাউনলোড করা ফাইলটির উপর ডাবল ক্লিক করলে ইন্সটেলেশন শুরু হবে


Labels: , , , ,

Saturday 29 July 2017

আপনার মেমোরী কার্ড/পেনড্রাইভ Formate নিচ্ছে না(নিয়ে নিন সমাধান)

প্রথমে My Computer এর রাইট বাটনে ক্লিক করে Manage এ ক্লিক করুন। এবার , Disk Management এ ক্লিক করুন। তাহলে মেমোরি কার্ড/পেন্ড্রাইভ শো করবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে Format এ ক্লিক করে Format দিন।

ব্যাস ছোট একটি কাজ হয়ে গেল। এবং বড় সমস্যা থেকে মুক্তি পেলাম।

সাথে থাকার জন্য ধন্যবাদ।


বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন বা এই ভিডিওটি দেখুন । সমস্যা সমাধান হবেই।

Labels: , ,

নতুনরা যেভাবে ব্লগিং করে ইনকাম করবেন



প্রথমে আপনাকে Decision নিতে হবে আপনি কোন প্লাটফর্মে কাজ করবেন। ওয়ার্ডপ্রেস এ নাকি ব্লগারে। এখন যারা নতুন ব্লগিং এ আসতেছে সবাই ওয়ার্ডপ্রেস দিয়ে ই সাইট বানাচ্ছে। আর এদের প্রায় ৮২ মিলিয়ন একটিভ মেম্বার রয়েছে, আরো রয়েছে অনেক প্লাগিন, এড-অন্স, যা দিয়ে আপনি আপনার সাইটকে ফুললি কাস্টমাইজ করতে পারবেন, আরো অনেক ফ্রি থিম ও পাবেন।


আপনি চাইলে গুগোল এর ব্লগার ও ব্যাবহার করতে পারেন এটাতেও অনেক ফিচার রয়েছে। তবে আমি বলব ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে ই-সাইট খুলতে।
  তারপর আপনার দরকার হবে ডোমেইল হোস্টং এরডোমেন হল একটি নাম। আপনার একটি নাম আছে যেই নামটি ধরে আপনাকে সবাই ডাকে ঠিক এমনিভাবে ওয়েবসাইট এর ও একটি নাম থাকে এই নামটিকেই বলা হয় ডোমেইন।  আর হোস্টিং হল এক কথায় বলতে গেলে ওয়েব হোস্টং হল একটি জায়গা যেখানে ওয়েব সাইট টি রাখা হয়। আর একটু যদি সহজ ভাবে বলা যায় তাহলে বলা যায়, একটি ওয়েব সাইট একটি কম্পিউটারে সংরক্ষন করা হয়। যেইভাবে আপনার বাড়িতে কোন জিনিস সংগ্রহ করেন। আপনারা Bluehost, HostGator, godady থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন।


কেমন ইনকাম হয় ব্লগিং করে ??
·        আপনারা যারা মোটামোটি ইন্টারনেট ব্যাহার করেন সাবাই  techcrunch ওয়েব সাইট টি চিনেন এটা একটা পপুলার ব্লগসাইট এই সাইটের প্রতি বছর ইনকাম  $1,000000 ডলার, তারপর mashble.com, perehilton.com, huffington post ও সেইম এমাউন্ট ইনকাম করে থাকে। এরা সাইট চালাতে পেইড রাইটার হায়ার করে তাদের সাইটে লেখার জন্য আর আমাদের বাংলাদেশে ও অনেক সফল ব্লগার আছে যারা কিনা মোটামোটি ৫-৬ হাজার ডলার ইনকাম করে থাকে প্রতিমাসে শুধু মাত্র ব্লগিং করে।

এখন আপনি কি কি টপিক নিয়ে ব্লগিং করলে সফল হবেন তারাতারি ??
১।  How to, আমরা যাখন কিছু শিখতে চাই তখন গুগল বা ইউটিউবে গিয়ে সার্চ দেই how to ব্লা ব্লা ব্লা, এটা একটা পপুলার হট টপিক। এই টপিক নিয়ে ব্লগিং করতে পারেন।
২। Politics এটিও একটি পপুলার টপিক। রাজনৈতিক টপিকটা সারা বছর ই কোন না কোন দেশে লেগেই থাকে। এই টা একটা টপিক।
৩। Beginner guides এটাও একটা হট টপিক।আপনি অনলাইনে ইনকাম এর অনেক উপায় জানেন তাহলে এই গুলোর উপর আপনি ব্লগিং করতে পারেন। তখন লিখবেন অমুক কাজের বিগেনার গাইড।
৪। Product reviews যে কোন নতুন পণ্য যেমন নতুন মোবাইল, নতুন পিসি, লেপটপ এই গুলোর রিভিও দিতে পারেন। যারা এমাজন নিয়ে কাজ করে তাদের এই ধরনের পোডাক্ট রিভিও সাইটের প্রয়োজন হয়।
৫। Tech Support যদি টেকনোলজি নিয়ে সাপর্ট দিতে চান তাহলে বিভিন্ন কম্পানির হার্ডওয়্যার, সফটওয়্যার এর টেকনোলজি সাপোর্ট নিয়েও ব্লগিং করতে পারেন।
রেগুলার পোস্টঃ

যখন আপনি ব্লগ খুলে ফেলবেন তখন সেখানে রেগুলার পোস্ট দিতে হবে এতে করে আপনার ব্লগের পাঠকেরা আপনার সাইটেই থাকবে উপরে যে সাইট গুলো দিলাম ভিজিট করে দেখবেন তারা প্রতিদিন নতুন নতুন পোস্ট দিতেছে।যার কারনে তারা এতো জনপ্রিয়তা পেয়েছে।
আপনার ব্লগ সাইট প্রমোট করবেন যেভাবেঃ

শুধু সাইট বানিয়ে বসে থাকলেই চলবেনা এটাকে সবখানে ছাড়তে হবে আর না হয় ভিজিটর আসবেনা। আর ভিজিটর না আসলে আপনার ইনকাম ও হবে না। ব্লগ কমেন, আপনার ব্লগ সাইট রিলেটেড সাইটে আপনি ব্লগ কমেন্ট করতে পারেন, আর যখন কমেন্ট করবেন আপনার সাইটের লিংক টা ও দিয়ে দিবেন।
Guest blog:

যাদের ভাল ও পপুলার ব্লগ আছে আপনি তাদের সাথে কন্টাক করে বলতে পারেন যে আপনি তার জন্য ফ্রিতে আর্টিকেল লিখে দিবেন আর সে যখন পোষ্ট করবে তখন বলবেন আপনার সাইটের লিংটি যেনো দিয়ে দেয়। তবে সেই লোকের সাইট আর আপনার সাইট রিলেটেড হতে হবে। ফেইজবুক,টুইটার, ইউটিউব, এ প্রসার ঘটাতে পারেন।
Social bookmarking site:

 এই সাইটগুলোতে আপনি আপনার লিংক শেয়ার করতে পারেন সাইটগুলো হল dig, stumbleupon, buzz, yahho, fark, mix.com এতে করে আপনার সাইটের ভিজিটর বাড়বে।

কিভাবে আপনার ব্লগ সাইট থেকে ইনকাম করবেনঃ
১। ভালো কন্টেন্ট।
২। অনেক ভিজিটর।
এইগুলি যদি থাকে তাহলে আপনার সাইটে আপনি গুগোল এডসেন্স ব্যাবহার করতে পারেন। এটি ব্যাবহার করার জন্য আপনার সাইটে ভালো ভিজিটর লাগবে , মান সম্মত কপি পেস্ট ছাড়া আর্টিকেল পাবলিশ করতে হবে। আর ৭০% ট্রাফিক সার্জ ইঞ্জিন থেকে আসতে হবে আর আপনার ভালো এসইও জানতে হবে, ভয় পাওয়ার কিছুই নেই SEO নিয়ে google.com এ গিয়ে লিখবেন Seo bangle tutorial সব আপনার সামনে চলে আসবে।
ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে।  _______________জল তরঙ্গ_______  



Labels: , , , ,