Saturday 22 February 2020

একনজরে ঢাকার পাইকারী মার্কেট গুলো ও কি কি পাওয়া যায়?

ঢাকার পাইকারী মার্কেট গুলো
ঢাকার পাইকারী মার্কেট গুলো


আমরা অনেক সময় নিজের ব্যাবসা বা নিজের অন্য কোন প্রয়োজনে কাঙ্খিত জিনিসের পাইকারী বাজার খুজি কিন্তু ধারনা না থাকার কারনে অনেক বিপাকে পড়তে হয়, তাই আমি ঢাকার এমন কিছু পাইকারী বাজারের কথা শেয়া করব এবং সেখানে কি কি পাবেন তাও জানতে পারবেন।  এইসব পাইকারী বাজার শুধু ঢাকায় না এর নাম পুরো বাংলাদেশ খ্যাত।


১) বঙ্গবাজার / পাইকারীবাজার

১) গেঞ্জি
৫) সোয়েটার
৯) জিপার
২) প্যান্ট
৬) জাঙ্গিয়া
১০) শাড়ি
৩)জামা
৭) সুতা
১১) পাদুকা সামগ্রী
৪) জ্যাকেট
৮) বোতাম
১২) আরো অন্যান্য সামগ্রী

বিঃদ্রঃ বঙ্গবাজার এ পাইকারী দরে এইসব পণ্যে কিনতে পারবেন খুব অল্প দামে।

২) নবাবপুর/ নিমতলো পেট মার্কেট/ ষ্টেডিয়াম মার্কেট / পাইকারীবাজার

১)ফেব্রিকস
৫) ইলেকট্রনিকস সামগ্রী
৯) মোবাইল
২)গার্মেন্টস এক্সেসরিজ
৬) পশু পাখির বাচ্চা
১০) কম্পিউটার
৩) কৃষি যন্ত্রপাতি
৭) খাবার পানির পাত্র
১১) অন্যান্য ইলেক্ট্রনিক্স
৪)শিল্প যন্ত্রপাতি
৮) খামারের যন্ত্রপাতি ব্রুডার

এই মার্কেটে আরো পাচ্ছেন
এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, কালার টেলিভিশন (লিড, এলসিডি ও সিআরটি), মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, রাইস কুকার, টোস্টার, সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার, আয়রন, ষ্টীল ক্যামেরা, মুভি ক্যামেরা, মোবাইল ফোন, চার্জার, মেমোরী কার্ড, টিভি কার্ড, ডিস এন্টেনা, রিসিভার, ভিসিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, সিসি টিভি, নিরাপত্তা সরঞ্জাম এবং গ্যাসের চুলা।

বিঃদ্রঃ শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।


৩) বায়তুল মোকাররম মার্কেট / পাইকারীবাজার
১) দেশের প্রসিদ্ধ বিভিন্ন জুয়েলারী দোকান
৭) ল্যাগেজ
২) ক্যামেরা
৮) ঘড়ি
৩) সিডি
৯) চশমা
৪) প্লেয়ার
১০) ক্রোকারিজ
৫) টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য
১১) জামা-কাপড়, জুতা, খেলনা
৬) ব্যাগ, চশমা
১২) বই বিক্রয় কেন্দ্র
আরো পাচ্ছেন
আতর, টুপি, পাঞ্জাবী, বোরকা, জায়নামাজ প্রভৃতির দোকানও রয়েছে। এছাড়া মসজিদ প্রাঙ্গণে ইসলামী বই, সিডি, ডিভিডি প্রকৃতিও পণ্যে।



৪) ধোলাইখাল / পাইকারীবাজার
এই ধোলাইখাল এ আপনি সন ধরনের নতুন পুরাতন ইলেক্ট্রনিক্স ও ধাতব যন্ত্রপাতি পাবেন, বাংলাদেশের কোথাও কোন পার্টস না পেলে এই যায়গায় অবশ্যই পেয়ে যাবেন।গাডির পার্টস ছাড়াও এখানে ড্রাম শিট, লেদ মেশিন, পুরনো লোহা লক্কড় পেয়ে যাবেন।
এখানে নানা দেশ থেকে তারা রিকন্ডিশন খুচরা পার্টস আমদানি করে বিক্রি করে, এখানে প্রায় সব মডেলের গাড়ির পার্টস পেয়ে যাবেন যেমনঃ টয়োটা, নিশান, হোন্ডা, মিৎসুবিশি, সুজুকি, মারুতির যন্ত্রাংশ বেশি পাওয়া যায়। বাস এবং ট্রাকের মধ্যে বেড ফোর্ড, ইসুজু, নিশান, হিনো, ভলভো, টাটা, অশোক লেল্যান্ড, টারসেল, আইয়ার, ক্যান্টার ইত্যাদি।
যন্ত্রাংশের দাম জেনে রাখুন
১) সেলফ ১,৫০০-২,৫০০ টাকা
১০) ডিস্ট্রিবিউটর ২,০০০-৫,০০০ টাকা
২) ডায়নামো ১,৫০০-২,০০০ টাকা
১১) কার্বোরেটর ২,৫০০-৫,০০০ টাকা
৩) ফ্যান মটর ১,০০০-২,৫০০ টাকা
১২) গিয়ার বক্স ২,০০০-৭,০০০ টাকা
৪) রেডিয়েটর ২,৫০০-৭,০০০ টাকা
১৩) ইঞ্জিন ব্লক ১,৫০০-৩,০০০ টাকা
৫) পিস্টন সেট ১,০০০-২,৫০০ টাকা
১৪) বাল্ব সেট ৫০০-১,৫০০ টাকা
৬) ক্লাচ প্লেট ৫০০-১,০০০ টাকা
১৫) প্রেশার প্লেট ১,৫০০-২,০০০ টাকা
৭) অয়েল পাম্প ১,৫০০-২,০০০ টাকা
১৬) এসি পাম্প ৫০০-৮০০ টাকা
৮) প্লাগ ১,০০০-৩,০০০ টাকা
১৭) ইঞ্জিন পুুলি ৫০০-১,০০০ টাকা
৯) মবিল চেম্বার ১,০০০-২,৫০০ টাকা

বিভিন্ন মডেলের ইঞ্জিন
১) হানড্রেড ভাইভ এ ৩০,০০০ টাকা
৫) নাইন টি ৫০,০০০ টাকা
২) ফোর ই ২৭,০০০ টাকা
৬) নাই টি ফাইভ এ ৩০,০০০ টাকা
৩) ফাইভ কে লাইটএজ ৬০,০০০ টাকা
৭)ক্রাউন এক্স ১,০০,০০০ টাকা
৪) কোরোনা ফোর এক্স এ্যান্ড থ্রি এক্স ৩৫,০০০ টাকা




৫) জিঞ্জিরা / পাইকারীবাজার
গ্রিল কারখানা
প্লেঞ্জার
নাট-বোল্ট, চাইনিজ সাইলেন্সার
তালা
কেলাম
স্ক্রু, টিফিন ক্যারিয়ার
ছাতার জালা
শিট, অ্যালুমিনিয়ামের জগ-মগ
তারকাঁটা, তাওয়া
কব্জা
কয়েল, দরজা
তোপকাটা, ক্রোকারিজ
পাওয়ার প্রেস
ওয়াশার। লোহার জানালা
বালতি, তামা ও পিতলের ডেগ
অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল, কড়াই
টিন, কেচি গেট
ক্লাম, পিতলের বার্নার
জিআই তার
আলতালা, সাটার
হ্যাসবোল্ট, ওয়াশিং টব
দা-বটি
শাবল, নিক্তিকাঁটা
চাপাতি, ডেকোরেটর সামগ্রী
কুড়াল
কোদাল, আশকল ডুম্বরি
কুন্নি, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম


৬) চকবাজার / পাইকারীবাজার
ক) পাইকারি কাপড়।
খ) রমজান মাসে রকমারি ইফতারের পশরা।
গ)  চকবাজারের বিখ্যাত কাবাব।



৭) শ্যামবাজার / পাইকারীবাজার


১) আলু, করলা
৫) আম, জাম
২) পেঁয়াজ, মাছ
৬) কলা, লিচু
৩) মরিচ, সবজি
৭) তেঁতুল, আনারস, পেয়ারা
৪) বেগুন, পটল
৮) এছাড়া তেল, লবণ, মসলাও পাওয়া যায়

বিঃদ্রঃ সাধারণত ফজর নামাযের পর থেকে সকাল ১১.০০ টা পর্যন্ত বেশী ভিড় হয়। কোন সাপ্তাহিক বন্ধ নেই।

৮) বাংলাবাজার / পাইকারীবাজার
বাংলাবাজার বইয়ের জন্য বিখ্যাত একটি বাজার তবে একে কেন্দ্র করে কাপড়ের বাজারও পেয়ে যাবেন।


৯) এলিফ্যান্ট রোড / পাইকারীবাজার
এই খানে  জুতা, ব্যাগ, সিরামিকস/চীনামাটির বাসনপত্র, কাপড়, পর্দা, দর্জা জানালার পর্দা, বেডিং সামগ্রী নতুন পূরাতন কম্পিউটার, ক্রয় বিক্রয় ও মেরামত করতে পারবেন। এটিও একটি প্রসিদ্ধ জায়গা।

১০) মাল্টিপ্লান / পাইকারীবাজার
১) কম্পিউটার
৪) ইসলামি বইপত্র
২) ইলেক্ট্রনিক্স
৫) বোরখা, হিজাব, সুগগ্ধি,
৩) ক্যামেরা সামগ্রী
৬) সিডি, অ্যাকুরিয়াম পাখি, কোম্পানি নেমপ্লেট,সাইনবোর্ড ব্যানার প্রিন্ট ব্রান্ডিং সামগ্রী



১১) নিউমার্কেট / পাইকারীবাজার
১) কাপড়-চোপড়
৬) প্রসাধনী সামগ্রী
১১) মাছ, মাংস, ফল-মূল ও সবজি
২) ঔষধ
৭) স্যুভেনির ও শোপিস সামগ্রী
১২) বই-পত্র ও লেখা-লেখির সামগ্রী
৩) টয়লেট সামগ্রী
৮) তৈজসপত্র
১৩) ঘড়ি, চশমা, চামড়ার সামগ্রী ও ভ্রমণের উপকরণাদি
৪) গৃহস্থালি ব্যবহারের টুকি-টাকি দ্রব্যাদি
৯) হালকা বৈদ্যুতিক দ্রব্য ও আসবাবপত্র
বিঃদ্রঃ মোটামোটি চাহিদার সবকিছুই পেয়ে যাবেন এখনে।
৫) দরজি, ফাস্টফুড ও ছবি তোলা ও প্রসেসিং-এর দোকান
১০) মুদি দ্রব্যাদি, কাপড়-চোপড়, অলঙ্কার ও বৈদ্যুতিক দ্রব্যাদি


১২) নীলক্ষেত  / পাইকারীবাজার
১) দেশি-বিদেশি বিভিন্ন লেখকদের বই
৫) ছাপাখানা
৯) নতুন ও পুরাতন বোর্ড বই
২) ফটোকপির দোকান
৬) সাইবার ক্যাফে
১০) রেফারেন্স বুক
৩) বাইন্ডিং অর্থাৎ বাঁধাইয়ের দোকান
৭) অটো ক্যাড প্রিন্টিং
১১) ম্যাগাজিন প্রভৃতি
৪) কম্পিউটারে বিবিধ কাজ করার দোকান
৮) টেইলার্স



১৩) বেনারশী পল্লী / পাইকারীবাজার
বেনারশী শাড়ি
টাঙ্গাঈল হাফ সিল্ক
টাঙ্গাইল তাঁতের শাড়ি
রাজশাহী সিল্ক
কটন
ধুপিয়ান
মসলিন
কাতান
কোটা শাড়ি
ঢাকাই
ব্রোকেট শাড়ি
জামদানী শাড়ি
জর্জেট শাড়ি
এ ছাড়াও আরো নতুন নতুন কালেকশন পল্লীতে তৈরী হয়।


১৪) গুলিস্তান / পাইকারীবাজার
সবধরণের কাপড়
ক্রোকারিজ
জুতা
ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ সব ধরণের জিনিসপত্র পাওয়া যায়
খেলনা



১৫) হযরত শাহজালাল মার্কেট / পাইকারীবাজার
এই মার্কেটে পাইকারীদরে  মেডিক্যাল, ও লেভেল, এ-লেভেল, বিবিএ, এমবিএ, জিম্যাট , স্যাট,টোফেল (T, জিআরই ,আইইলটিস (IELTS) এর প্রয়োজনীয় বই পাওয়া যায়।

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home