Skip to main content

আপনার ওয়েবসাইট টি ৫০ টি সার্চ-ইঞ্জিনে যুক্ত করুন (Latest Update)

how-to-submit-your-website-on-search-engine
How to Submit Your Website to Search Engines

সার্চ-ইঞ্জিন(Search Engine) এর গুরুত্ব কতটুকে শুধু আমরাই যানি যারা ছোট খাটো বা বড় কোন ওয়েবসাইট /ব্লগ /ফোরামে কম-বেশি লিখা-লিখি করি। এই পৃথিবিতে হাজার-কোটি ওয়েবসাইট রয়েছে নানান বিষয়ের উপর এই হাজার-কোটি ওয়েবসাইটের নাম কারো পক্ষেই মনে রাখা সম্ভব নয়।

তাই আমরা সার্চ ইঞ্জিনের(Search Engine) সাহায্য নিয়ে থাকি নির্দিষ্ট কোন টপিক এর ওয়েবসাইট খুজার জন্য। 

তাই যাদের ওয়েবসাইট রয়েছে, তাদের ক্ষেত্রে তার ওয়েবসাইট টি Most Popular সার্চ-ইঞ্জিন ওয়েবসাইট গুলোতে যুক্ত করার ভূমিকা অপরসিম। কেননা সার্চ-ইঞ্জিন(Search Engine) এর সাহায্য নিয়েই সাধারন মানুষ আপনার কন্টেন্ট গুলো দেখতে পারবে, আর যদি সার্চ-ইঞ্জিনে(Search Engine) আপনার ওয়েবসাইট টি তে যুক্ত করা না থাকে, কেউ আপনার সাইট টিতে ভিজিট করবে না। আপনার সাইট থেকবে Traffic শুন্য, যা কারো জন্যই ভালো সংবাদ নয়।

তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ৫০ টি সার্চ-ইঞ্জিনের(Search Engine) ডাইরেক্ট লিংক, যার মাধ্যমের আপনি আপনার ওয়েবসাইট টি খুব দ্রুত আর অল্প সময়ের মধ্যে সার্চ-ইঞ্জিনের যুক্ত করতে পারবেন।

বিঃদ্রঃ সার্চ-ইঞ্জিনের(Search Engine) ওয়েবসাইট যুক্ত করার সাথে সাথে ঐ নির্দিষ্ট সার্চ-ইঞ্জিনে আপনার ওয়েবসাইট টি পাবেন না, কননা আপনার সাইট টি যুক্ত হতে কিছুটা সময় লাগবে যতক্ষন না পর্যন্ত ঐ নির্দিষ্ট সাইট টি আপনার ওয়েবসাইট Crawl করছে।


Submit Your Website To Search Engine

1. Google
Bing
3 Yahoo!
31 Anoox
ASR
12 !tzalist
37 Skoobe
13 Subjex
14 9Sites
39 IS
15 Jayde
18 Submission4U
43 Wotbox
44 Skaffe
20 Pegasus Directory
22 Gimpsy
47 SoMuch
23 Amfibi



More Related:

Backlink কি?

keyword research কি?

Nofollow link গুলো চিনার উপায়

Keyword Research করার জনপ্রিয় Tools গুলো

Backling থাকা সত্ত্বেও Search রেজাল্ট খারাপ পওয়ার কারন?

Backlink তৈরি করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট গুলোখুজার পদ্ধতি

Download High Quality Backlink In Excel File(আপডেটেড)

কিভাবে High Quality Backlinks তৈরি করব (৮০ Profile Creation Sites)

জেনে নিন ১০ টি SEO কৌশল(২০১৭-২০১৮)

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং আগ্রহীদের জন্য কিছু টিপস(How to Start Your Freelance Career and be Your Own Boss)

 



 কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে সাহায্য করবেন



Comments

Popular posts from this blog

Backlink তৈরি করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট গুলো খুজার পদ্ধতি

Backling   তৈরি করার জন্য আমাদের দরকার ভালো মানের ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইট আমারা পাব কোথায় ? এখন অবশ্য আমরা  Search Engine  এর কথা ভাবতেছি যেমনঃ-  Google, Yahoo, Bingo  ইত্যাদি। যদি তাই ভেবে থাকেন তবে আপনি একজন জিনিয়াস। তবে এইখানে কিছু সমস্যা আছে আর রয়েছে  Technic । সাধারণত আমরা কি করি ? আমারা যদি  Technology  সম্পর্কিত কোন  Forum  খুজতে চাই তাহলে হয়তো বা আমরা  Search Engine  এ গিয়ে লিখব ” All Technology Forum List ”   তবে সত্য বলতে এতে আপনি ভালো ফলাফল বা আপনাভ চাহিদা পূরন হবে না। # Forum Site  খুজার  Technic:- KEYWORDS  এর জায়গায় আপনার  KEYWORD  লিখুন যেমনঃ- আমি  Technology  বিষয়ক  Forum  সার্চ করব , তাহলে আমি  KEYWORD  এর জায়গায়  Technoloy  লিখে সার্চ দিব। ১।  KEYWORDS “ powered by phpbb ” inurl:/forum ২।  KEYWORDS “ powered by vbulletin ” inurl:/forum ৩।  KEYWORDS “ powered by smf ” site: /forum ৪।  KEYWORDS “ ...

Pendrive থেকে “ShortCut Virus”মুক্ত করার কার্যকারী পদ্ধতি

সাধারণত কোন Pendrive  “ShortCut Virus” এ আক্রান্ত হলে Pendrive Format দিলেই এই ShortCut Virus দূর হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এই পদ্ধতি কাজ হয় না। সেক্ষেত্রে নিচের পদ্ধতি টা কাজে লাগাতে পারেন। ১. প্রথমেই Cmd তে যান। ২. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে Enter দিন। ৩. নিচের Coad নির্ভুলভাবে লিখুন। ৪. Coad : attrib-s-h/s/d *.* ৫. Enter key চাপুন। ৬. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা ? ৭. এবার আপনার গুরুত্বপূর্ণ্য Data গুলো Pen drive ফরম্যাট করে দিন। ©2017, Copyright Imran Hasan

Recycle Bin অটো Clean করুন(For Windows10)

আমরা সবাই মোটামোটি ভাবে Recycle Bin সম্পর্কে জানি। Recycle Bin হল একটি ফোল্ডার যেখানে আমারদের Operating System এ ডিলিট কৃত ফাইল জমা হয়। আর এই Recycle Bin থেকে আবার আমরা ফাইল পুনরুদ্ধার করতে পারব। Windows 10 এ রিসাইকেল বিনের ফাইল ৩০ দিনের বেশি হয়ে গেলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার সুবিধা যোগ করা হয়েছে । Storage sense সুবিধা Active করলে Recycle Bin ফোল্ডারের Data স্বয়ংক্রিয় ডিলিট করার সুবিধাটি পাওয়া যাবে। ১) Start Menu তে গিয়ে Setting এ ক্লিক করুন/ Start Menu তে গিয়ে Setting লিখে সার্চ দিন। ২) এরপর যে উইন্ডোটি আসবে সেখান থেকে Systeam এ ক্লিক করুন। ৩) Systeam Setting এর বাঁয়ের Menu থেকে Storage এ ক্লিক করুন। ৪) এখন Storage sense বিভাগের নিচের off এ ক্লিক করে সেটি আবার On করে দিন। ৫) Storage sense বিভাগের নিচে Change how we free up space লিংকে ক্লিক করুন। ৬) এখন যে উইন্ডোটি আসলো সেখান থেকে Delete files that have been in the recycle bin for over 30 days এর নিচের Off বোতামে ক্লিক করে সেটিকে on করে দিন। ব্যাস হয়ে গেল, এখন থেকে Recycle Bin জমা থাকা ফাইল যদি ৩০ দিনে বেশি হয়ে যায়, তাহলে সেটি...