Monday 13 January 2020

প্রধানমন্ত্রীর বেতন কত?

প্রধানমন্ত্রীর-বেতন-কত-সুযোগ-সুবিধা-কি
শেখ হাসিনা বেতন
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন নিয়ে আমাদের অনেকের মনের ভেতর প্রশ্ন ঘোড়-পাক খায়কেননা প্রশ্নটা অস্বাভিক নয়। এক সময় আমারো এই কথাটি বেশ কিছুদিন ঘোড়পাক খেয়েছে।


প্রধানমন্ত্রীর বেতন নির্ধারণ করা হয় জাতীয় বেতন কাঠামো অনুযায়ী।







সর্বশেষ বেতন কাঠামো অনুযায়ী বাংলাদশের প্রধানমন্ত্রীর বেতন নির্ধারণ করা হয়েছেঃ
,১৫,০০০৳ (এক লক্ষ পনের হাজার টাকা মাত্র)



এই বেতন বাদে যে সব সুবিধা পেয়ে থাকেন প্রধানমন্ত্রীঃ

১) দৈনিক ভাতা: ৩,০০০৳ (তিন হাজার টাকা মাত্র)।
২) নিয়ামক ভাতা: মাসিক ১০,০০০৳ (দশ হাজার টাকা মাত্র)।
৩) বাড়ি ভাড়াঃ মাসিক ১,০০,০০০৳ (এক লক্ষ টাকা মাত্র)
৪) স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা।
৫)মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা।


Read More:



৬) প্রধানমন্ত্রী বা মন্ত্রীপ্রতিমন্ত্রী বা উপমন্ত্রী  তাদের বেতনের কোন টাকা সরকারকে কর প্রধান করতে হয় না।
৭) প্রধানমন্ত্রী তার নিজের ব্যাবহার করার লক্ষ্যে বাহিরের দেশ থেকে গাড়ি বিনা শুল্কে নিয়ে আসতে পারবেন।


বিদুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল সহ যাবতীয় খরচ সরকার বহন করে।


Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home