Thursday 4 March 2021

Dhusar Pandulipi - ধূসর পাণ্ডুলিপি(কবি জীবানান্দ দাস)

Dhusar Pandulipi By Jibanananda Das- ধূসর পাণ্ডুলিপি-কবি জীবানান্দ দাস


কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুল শিক্ষক ও সমাজ সেবক এবং তিনি ‘ব্রহ্মবাদী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার মা  কুসুম কুমারী ছিলেনএকজন বিখ্যাত কবি। তার মেয়ের কাছ থেকেই মূলত তার হাতে খড়ি নিয়েছিলেন। জীবনানন্দ দাসের কাব্যচর্চার শুরু হয় অল্প বয়স থেকেই। জীবনানন্দ দাসের প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্যহ্মবাদী পত্রিকায়  বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯খ্রি:) প্রকাশিত হয়। জীবনানন্দ দাসের বিখ্যাত লেখাগুলোর মধ্যে Dhusar Pandulipi - ধূসর পাণ্ডুলিপি অন্যতম।

তাই কবিতাপ্রেমীদের জন্য আজ নিয়ে আসলাম সেই বিখ্যাত Dhusar Pandulipi - ধূসর পাণ্ডুলিপি, এই সম্পূর্ণ বইটি পাচ্ছেন বিনামূল্যে ও এক ক্লিক্লেই ডাউনলোড অপশনে।

Dhusar Pandulipi By Jibanananda Das- ধূসর পাণ্ডুলিপি-কবি জীবানান্দ দাস


Dhusar Pandulipi - ধূসর পাণ্ডুলিপি বইয়ের তথ্যঃ

  • বইয়ের নামঃ Dhusar Pandulipi - ধূসর পাণ্ডুলিপি
  • লেখকঃ কবি জীবানান্দ দাস
  • বিভাগঃ কবিতা
  • বইয়ের মোট পৃষ্ঠাঃ ৪৯ টি।
  • PDF ফাইল সাইজঃ ২ এমবি।



Dhusar Pandulipi By Jibanananda Das- ধূসর পাণ্ডুলিপি-কবি জীবানান্দ দাস
Dhusar Pandulipi By Jibanananda Das- ধূসর পাণ্ডুলিপি-কবি জীবানান্দ দাস


কবি জীবানান্দ দাস এর Dhusar Pandulipi - ধূসর পাণ্ডুলিপি বইটি ডাউনলোড করতে কোন সমস্যা হলে, নিচের কমেন্ট-বক্স এ কমেন্ট করে অবগত করুন। ১২ ঘন্টার মধ্যে যে কোন সমস্যার সমাধান দেওয়া হবে।  কবি জীবানান্দ দাস সহ আরো বিখ্যাত কবি, গল্পকারের PDF Bangla Book Download করতে আমাদের সাইটের ক্যাটাগরি সেকশনে ভিজিট করুন, ধন্যবাদ “Dhusar Pandulipi - ধূসর পাণ্ডুলিপি” বইটি পড়ার আগ্রহ প্রকাশ করায়।


Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home