Wednesday 15 January 2020

কিভাবে Keyword Strategy তৈরি করবেন?

latest_Keyword_Strategy
Latest Keyword Strategy 2020


Keyword Search এর মাধ্যমে প্রতিদিন লাখ-লাখ Consumar অনলাইনে ব্যাবসা খুজেন। যে Keyword টি তৈরি করতে চাচ্ছি সেটি যেন আমাদের Busniess/Service এর সাথে সামঞ্জস্য থাকে। যেহেতু এই Keyword টি পৃথিবীর নানান প্রান্ত থেকে কঞ্জুমাররা Search করবেন।
মনে রাখতে হবে যে এই বিশেষ Keyword দিয়েই মানুষ আমাদের Website টি খুজে পাবেন 
 

তাই Keyword টি অবশ্যই সহজ এ সাবলীল হতে হবে। আমাদের Website টি এমনভাবে Optimized করতে হবে যেন আমাদের Website এর বিভিন্ন পজিশান এ আমাদের Keyword টি রিফ্রেক্স করে। আর এই Keyword গুলো অবশ্যই আমাদের Title এবং Description এ রাখতে হবে। সহজভেব বলতে গেলে Keyword গুলো আমাদের সব যায়গায় ব্যাবহার করতে হবে, তাহলেই আমরা কোন Website/Post Rank করতে পারব। মনে রাখতে হবে , Search Engine কে যত বেশি আমাদের Website সম্পর্কে সুষ্ঠ ধারণা দিতে পারব তত ভিজিটর আমাদের Website এ ড্রাইভ করবে।

Keyword হলো যেকোন Website এর প্রাণ, সাঠিক Keyword ব্যাবহারের মাধ্যমে Website কে search Engine এর প্রথম পেইজে আনা কোন ব্যাপার নয়, আর বুঝতেই পেরেছেন, সার্চ-ইঞ্জিনের প্রথম পেইজে আনা মানে প্রচুর ট্রাফিক পাওয়া। 


উদাহরণ সরূপঃ

কোন Website এর Keyword যদি হয়...
Free outsourcing e-books
100 Free outsourcing e-books Forever


আর সাইটটির Description হওয়া উচিত প্রায় এমনঃ

You can Download 100 outsourcing e-books without any kind of Fee.



লক্ষ্য করে দেখবেন, আমি Title আর Description এ কিভাবে Keyword ব্যাবহার করেছি। আমাদের Website এর Description  Keyword এর রিফ্রেক্স ঘটাতে হবে। এতে Search Engine ভালোভাবে ধারনা পাবে আমাদের Website টি সম্পর্কে। আমরা যদি আমাদের website টি ১০০% Search Engine Friendly করতে পারি তবে ব্যাপক ভালো ফলাফল পাব।

আর webite টি ১০০% Search Engine Friendly করতে Seoprofiler.com এ দিয়ে ফ্রি একাউন্ট খুলে নিন। এখান থেকে ফ্রিতে আপনার Website এর Rank দেখতে পারবেন এবং SEO এর জন্য প্রয়োজনীয় Tips পাবেন, শুধু তাই না এই Seoprofiler.com আপনাকে প্রথমিক ভাবে কিছু Backlinks দিয়েও সাহায্য করবে। আর Backlinks একটা সাইটের জন্য ততটা জরুরি, মানুষের বেচে থাকার জন্য অক্সিজেন যতটা জরুরী, আপনার Website এ যতো High Quality Backlinks থাকবে, সার্চ-ইঞ্জিন আপনার Website টি কে তত গুরুত্বপূর্ণ মনে করবে। 


আরো দেখতে পারেনঃ


এছাড়া Website এর Link নিয়মিত স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করতে হবে, Facebook, Linkedin, Digg, Reddit, ইত্যাদিতে,  Keyword  এর একটা রিফ্লেক্স ঘটাতে হবে। 
আর Website জন্য যেই স্যোসিয়াল মিডিয়াতে একাউন্ট খুলুন না কেনো, সমসয় লক্ষ্য রাখবেন, প্রফাইলে যত তথ্য চাওয়া হবে সব কিছু দিতে, যেনো কোন টা খালি/ব্লাংক না থাকে। এই ভাবে চালিয়ে যেতে পারবে প্রচুর ভিজিটর পেয়ে যাবেন। একটি Website এর জন্য SEO এর গুরুত্ব অপরসীম। শুধু Website এর লিঙ্ক না, আপনার Website এর পোষ্ট গুলোর link ও নিয়মিত স্যোসিয়াল সাইটগুলোতে শেয়ার করুন। 

কিভাবে শেয়ার করবেন তার কিছু উদাহণ নিতে দেওয়া হলোঃ

Download Latest outsourcing book Here
www.____________.com/_____________

অথবা

Best bangle outsourcing Book-Direct Download
www.____________.com/_____________


Keyword Strategy তৈরিঃ

১) প্রথমে আপনার প্রডাক্ট/সার্ভিস সেই সম্পর্কেই লিখতে চাচ্ছেন সেই সম্পর্কে  কিছু সংগতিপূর্ণ Keyword এর লিষ্ট তৈরি করুন। মনে মনে ভাবুন, যেই বিষয়টি নিয়ে লিখতে চাচ্ছেন, সেই বিষয়টি খুজে পেতে আপনি কি কি লিখে সার্চ-ইঞ্জিনে লিখে সার্চ করতে পারেন???? কেননা কেউ কিছু খুজতে গেলে এই Keyword গুলোই ব্যবাহার করেই সেই বিষয়গুলো পাবে। 
keywod Strategy

২) Keyword নির্বাচনে সবচেয়ে বেশু গুরুত্ব দিতে হবে। আপনার বিজনেস যদি মিডিয়াম/ ছোট আকারে হয়ে থাকে তবে Low competitive Keyword বাছাই করতে হবে। কেননা যদি High Competitive Keyword ব্যাবহার করেন তবে আপনার সাইট/প্রডাক্ট Rank করাতে অনেক সমস্যা হবে। সঠিক Keyword বাছাই করার জন্য হাজার-হাজার Website রয়েছে, তবে সেগুলো ফ্রি-তে কিছুই প্রভাইড করবে না, আপনাকে নির্দিষ্ট পরিমান ডলারদিয়ে ব্যাবহার করতে হবে। তবে ভালো-ভাবে সর্বোত্তম Keyword খুজে বের করতে হলে, Google.com/awords এর Keyword Planner ব্যাবহার করতে হবে, এখন থাকে আপনার Keyword বিশ্লেষণ করতে পারবেন, যেহেতু আপনি ফ্রি-ব্যাবহার করবেন সেক্ষেত্র আপনাকে একটু মাথা খাটাতে হবে। তবে ভালো রেজাল্ট পাবেন এটা ১০০%। keywod Strategy

৩) প্রথমেই বলেছি Keyword নির্বাচন করার পর,  Keyword এর ব্যাবহার করতে হবে বিভিন্ন যায়গায়, শুধু তাই নয়, আপনার Website/Post Rank করাতে ছবি/Image এর ভূমিকা অনেক, তাই সঙ্গতিপূর্ণ ইমেজ ব্যাবহার করুন, এবং ইমেজে Alt Text যুক্ত করুন। এই Alt Text এর Keyword এর রিফ্লেক্স ঘটাতে হবে এবং Title ব্যাবহার করতে হবে। keywod Strategy

আশাকরি Keyword Keyword Strategy সম্পর্কে মোটামোটি একটা ধারনা দিতে পেরেছি, যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোন প্রশ্ন থেকে তবে কমেন্ট এ জানতে ভুলবেন না। ধন্যবাদ।


আরো বিস্তারিত ভাবে
SEO শিখতে এখানে ক্লিক করুন...

Labels: , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home