Friday 29 September 2017

How to Create Complete SSC & HSC Result Sheet in Excel- Bangla Tutorial


অনেকেই আমার এক্সেল বইটি পড়ার পর আমাকে রিকুয়েস্ট করেছিলো একটি সম্পুর্ন রেসাল্ট শিট কিভাবে তৈরী করতে হয় তা নিয়ে একটি পোস্ট করতে, কারণ আমার বইয়ে এইটা ছিলো না। অনেকদিন করবো করবো করেও করা হচ্ছিলো না; তাই গতকাল রাতে একটি ভিডিও বানিয়ে ফেললাম।
ভিডিও এর লিঙ্কটি পোস্টে দেওয়া আছে। যেহেতু প্রথম ভিডিও টিউটোরিয়াল তাই ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে ভুল গুলো ঠিক করতে পারি তা জানালে উপকারিত হবো।


ভিডিওটি দেখলে আপনি যেকোন স্কুল কলেজের রেসাল্ট মাইক্রোসফট এক্সেলে তৈরী করতে পারবেন। ভিডিওতে যেই ফর্মুলা গুলা ব্যবহার করা হয়েছে ঐগুলা নিচে দেওয়া আছে।  







  1.     Formula for calculating Letter Grade- =IF(E7>=80,"A+",IF(E7>=70,"A",IF(E7>=60,"A-",IF(E7>=50,"B",IF(E7>=40,"C",IF(E7>=33,"D","F"))))))
         Formula for Calculating Grade Point in terms of Letter Grade- =IF(F7="A+",5,IF(F7="A",4,IF(F7="A-",3.5,IF(F7="B",3,IF(F7="C",2,IF(F7="D",1,0))))))
         Formula for Calculating Grade Point Average(total GPA)- =IF(G15>2,(G7+G8+G9+G10+G11+G12+G13+G14+G15-2)/8,(G7+G8+G9+G10+G11+G12+G13+G14)/8)



     If you have any questions or comments, just let me know.

Labels: , , , , ,

Thursday 28 September 2017

নিউবাক্স থেকে কিভাবে দৈনিক ৫ ডলার আয় করবেন জেনে নিন (Guaranted)

আমরা অনেকেই হয়তো  Neobux এ কাজ করা শুরু করে দিয়েছি বা অনেক দিন ধরে কাজ করছি কিন্তু ইনকাম করতে পারছি না একেবারেই। অনেকে আবার নিউবাক্সে কাজ  শুরু করব ভাবছি, কেউ আবার ভাবছি জগতে কত পিটিসি সাইটের নামতো শুনলাম, বেশির ভাগই স্ক্যাম করে চলে যায়। কিন্তু ৯৯% নিশ্চয়তা এই সাইটটিতে পাবেন।

আপনি শুরুতেই Neobux থেকে ভাল আয় করবেন এমনটা আশা করা থেকে বিরত থাকুন। ফ্রী মেম্বার হিসেবে যদি আপনি দিনে ২০টি অ্যাড ভিউ করেন তাহলে আপনার আয় হবে মাত্র ২ সেন্ট। তবে পরিকল্পনা করুন কিভাবে এই সেন্টকে ডলারে রূপান্তর করবেন।

সুবিধাসমূহ
১) Withdraw দেয়ার সাথে সাথে  instant টাকা Paid করা হয়।
২) Server অত্যন্ত ভালো ও very high speed ।
৩) মাত্র ২ ডলার হলেই withdraw করা যায়।
৪) Live Support ব্যবস্থায় সরাসরি সমস্যার সমাধান পাওয়া যায়।
৫) কোম্পানির Support ব্যবস্থা Active ।

একাউন্ট খুলার জন্যঃ Click Here
অথবা  ব্যানার এ ক্লিক করুন


অসুবিধাসমূহ
1) একটি কম্পিউটার  দিয়ে একটি একাউন্ট করা যাবে।
2) সেপারেইট IP ব্যবহার করতে হবে।

আয়ের আসল ক্ষেত্র:
PTC সাইট সম্পূর্ণ নির্ভর করে আপনার রেফারাল এর উপর।যার রেফারাল যতো বেশি তার আয় ততো বেশি। তাই আপনার যদি কোন রেফারাল না থাকে তাহলে ১ সেন্টকে ১ ডলারে রূপান্তরিত করতে অনেক সময় লেগে যেতে পারে।। হয়তো বা আপনি ততদিনে এই সাইট থেকে আয়ের আশাই ছেড়ে দিবেন। তাই Neobux এর সব থেকে ভাল দিক হল আপনার Direct রেফারাল  বাড়ানো। আর Direct রেফারাল না থাকলে নিউবাক্স থেকে রেন্ট রেফারেল ভাড়া করতে পারেন।


 নিউবাক্স থেকে দু’টি পদ্ধতিতে আয় করা যায়ঃ
১)Invest না করে আয় করা। (এ পদ্ধতিতে আয় করতে একটু সময় লাগবে। কিন্তু একদিন না একদিন আপনার আয়ের পরিমাণ দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন)
২) Invest করে আয়।

Server Time
আপনি যখন একাউন্ট খুলবেন সেই সময় হলো আপনার লোকাল টাইম ( Local Time ) । আপনি প্রতিদিন নিউবাক্স এর সার্ভার টাইমে ( Server Time ) Click করতে হবে। আমাদের দেশীয় সময় সকাল ১০ ঘটিকার সময় নিউবাক্স এর নতুন দিন শুরু হয়। এবার আপনি প্রতিদিন একাউন্টে ঢুকে এডগুলোতে ক্লিক করতে থাকুন। একদিনও যেন মিছ না হয়। বিশেষ করে হলুদ রংয়ের ৪ টি নির্ধারিত এডে ( Fixed Advertisement ) ক্লিক করবেন। তা না হলে আপনার রেফারেল কমিশন পাবেন না। আজকে যে এডগুলোতে কিালক করবেন তার বিনিময়ে আগামী কালকে আপনার রেফারেল কমিশন দেয়া হবে।

কিভাবে কাজ করবেন:
লগিং করার পর উপরে View Advertisements লিখায় ক্লিক করে প্রতিটি এড দেখা শুরু করবেন। এভাবে সব কয়টি এডে ক্লিক করে এড দেখবেন। বিশেষ করে হলুদ রংয়ের ৪টি (Fixed Advertisements) এডগুলোতে ক্লিক করবেন। তা না করলে আপনার রেফারেল ইনকাম পাবেন না। এডগুলো দেখার সময় কোনো কোনো কম্পিউটারে Flash না থাকলে সমস্যা হবে। এ রকম সমস্যা ধেখা দিলে Flash player টি download করে install করে নিবেন। নিচের লিংকে ক্লিক করলেই এই flash player download করতে পারবেন।

লিংক:   https://get.adobe.com/flashplayer/

আয় বাড়াবেন কিভাবে :
টানা ১৫ দিন কাজ করার পর আপনি রেফারেল ঢুকানোর যো্গ্যতা অর্জন করবেন। তখন আপনার রেফারেল লিংক কপি করে তা বন্ধুদের কাছে অথবা আত্মীযদের কাছে শেয়ার করুন। তাদেরকে আপনার লিংকে ঢুকাতে থাকুন। আস্তে আস্তে আপনার আয় বেড়ে যাবে।যখন আপনার একাউন্টে ৬০০ পয়েন্ট জমা হবে তখন ৩ জন রেন্ট রেফারেল ভাড়া করবেণ।এতে আপনার আয় আরো বেড়ে যাবে। এভাবে টাকা উত্তোলন না করে রেন্ট রেফারেল বাড়াতে থাকুন যতক্ষন না আপনার রেন্ট রেফারেল ( Rental Referrals ) 250 হবে।  250জন রেন্ট রেপারেল হলে 90ডলার দিয়ে চাইলে আপনি গোল্ডেন মেম্ভারশীফ আর্জন করতে পারেন। তাহলে আপনার আয়ের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। রেন্টাল রেফারেল ক্লিক করলে আপনার একাউন্টে ব্যালেন্স জমা হবে। আর যে সকল রেন্টাল রেফারেল ৫ দিন পর্যন্ত ক্লিক না করবে তাদেরকে রিসাইকেল (Recycle)করবেন।

১৫ দিন কাজ করলে কি দাড়াবে?
১৫ দিন কাজ করার কারণে আপনার একাউন্ট ব্যালেন্স হতে পারে:- ৩২ গুণ ০.০০১ গুণ ১৫ দিন = ৪৮০ পেনি। এখনো আপনার ১ ডলার হতে বাকী আছে ৫২০ পেনি।১৫ দিন কাজ করার কারণে আপনি Direct Referrals প্রবেশ করানোর যোগ্যতা অর্জন করলেন। ১৫ দিন পর আপনি কয়েক জন Direct Referrals ঢুকাতে পারেন। যারা কাজ করলে প্রতিদিন আপনার একাউন্টে ব্যালেন্স জমা হবে।ধরুন, আপনি কোনো Direct Referrals ঢুকাতে পারবেন না। তাহলে আপনার আরো ৫ দিনের মতো কাজ করতে হবে। তখন আপনার একাউন্টে ব্যালেন্স হবে:- ৩২ গুণ ০.০০১ গুণ ৫ দিন = ১৬০ পেনি। মোট ব্যালেন্স হবে- ৪৮০+১৬০= ৬৪০ পেনি।

এখন আপনি ৬০০ পেনি দিয়ে ৩০ দিনের জন্য ৩ জন Rent Referrals কিনবেন। এই Rent Referrals এর কেউ যদি একদিন কাজ করে তাহলে আপনার একাউন্টে সাথে সাথে ২০ পেনি জমা হবে। ৩ জন কাজ করলে ২০ গুণ ৩= ৬০ পেনি হবে। এভাবে আপনার আয়ের গতি বাড়তে থাকবে। এদিকে আপনার কাজের আয় তো জমা হবেই।

এভাবে ১০ দিন চলতে থাকলে আপনার একাউন্ট ব্যালেন্সে আরো ৩ জন Rent Referrals কেনার টাকা হয়ে যাবে। এই টাকা দিয়ে বার বার Rent Referrals কিনতে থাকুন। আর আপনার নিজের কাজ চালিয়ে যান। এই নিয়মে ২ মাস কাজ করার পর আপনার আয়ের গতি অবশ্যই বেড়ে যাবে।

এতো দিনে আপনিও জেনে যাবেন নিউবাক্সের খুটিনাটি বিষয়াদি। এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা হলো কেবল এডগুলোতে ক্লিক সম্পর্কে। এডে ক্লিক দিয়েতো আয় করবেন সেইসাথে মিনিজব, সার্ভে, পয়েন্ট অফার, কয়েন অফার ইত্যাদি থেকে প্রতি সপ্তাহে ইনকাম করা যাবে অন্তত ১-২ ডলার। আর এই কাজগুলো করার জন্য আপনাকে নিউবাক্স থেকে কিছু পয়েন্ট দেয়া হবে। এই পয়েন্ট দিয়ে আপনি Rent Referral দের Recycle ও Extend করতে পারবেন।

আর এই কাজগুলো করতে হলে আপনাকে নিউবাক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

এভাবে ৩ মাস কাজ করলে আপনার দৈনিক ইনকাম হতে পারে ৩ ডলার এবং মাসিক ইনকাম দাড়াবে ৩ গুণ ৩০= ৯০ ডলার। অর্থাৎ ৭২০০ টাকা।

একাউন্ট খুলার জন্যঃ Click Here অথবা নিচের ব্যানার এ ক্লিক করুন



পরামর্শ:
প্রথমে ২ ডলার উত্তোলন করে পরিক্ষা করবেন। যদি সাথে সাথে টাকা একাউন্টে চলে যায় তাহলে কাজ করবেন, না হলে কাজ বন্ধ করে দিবেন।আর যদি একাউন্টে চলে যায় তাহলে আর কোনো টাকা উত্তোলন না করে Rent Referrals কিনতে থাকবেন।এভাবে কাজ করে যখন আপনার Rent Referrals 250 জন হবেন তখন একাউন্ট আপগ্রেড করার টার্গেট করবেন। একাউন্ট গোল্ডেন না করলে নিউবাক্সে ইনকামের মজা পাবেন না।যেদিন একাউন্ট আপগ্রেড করবেন, মনে রাখবেন আপনার অপেক্ষা ও কষ্টের দিন অনেকটাই কমে গেছে।

একাউন্ট আপগ্রেড করলে কী হয়?
প্রতিদিন আপনাকে ৯টি Fixed Advertisements দেয়া হবে যার ১টির মান হলো ১০ পেনি। আপনি প্রতিদিন পাবেন ১০ গুণ ৯= ৯০ পেনি। আর আরো যে এডগুলো দেয়া হবে এগুলোতো থাকবেই।প্রতি Rent Referrals ক্লিক করলে আপনি পাবেন প্রতিজনে ৪০ পেনি। যদি Rent Referral দের মধ্যে মোট ২৫ জন ক্লিক করে তখন আপনি পাবেন ১ ডলার। এদিকে Direct Referral দের একজন কাজ করলে আপনি জনপ্রতি পাবেন ২০ পেনি। এখন হিসেব মিলিয়ে দেখুন আপনার আয়ের গতি কেমন।

Rent Referrals ক্লিক না করলে কী করবেন?
আপনি Rent Referrals কিনবেন বাংলাদেশের সময় রাত ঠিক ১২টার পর। রাত ১২টা থেকে সাড়ে ১২টার ভিতরেই Rent Referrals কিনবেন। তাহলে আপনি ভালো মানের Rent Referrals পাবেন। এরা সবাই কাজ করবে। এরপরও কিছু Rent Referrals কাজ নাও করতে পারে। তখন প্রতি ৫ দিন পর এদেরকে Recycle করবেন।নিউবাক্সের কিছু টেকনিক আছে আপনাকে সেটা আবিস্কার করতে হবে। তাহলে আপনার জীবনের মোড় পাল্ঠে যাবে।

সামান্য টাকা ইনভেস্ট করবেন।
প্রথমেই বলে রাখি যে, নিউবাক্স-এ টাকা ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই। এটা পৃথিবীর নাম করা ভালো ও বিশ্বস্থ কোম্পানি। আপনি একটি ফ্রি একাউন্ট খুলুন। ফ্রিতে একাউন্ট খুললে আপনি হবেন একজন  Standard Member. তারপর ২০ ডলার দিয়ে ১০০ জন রেন্ট রেফারেল কিনতে হবে।

এরপর টানা ৭দিন কাজ করে যান। ৭দিন কাজ করলে এবং আপনার রেন্ট রেফারেলদের কাজের আয় হিসেব করে যা ডলার হবে এগুলো মিলিয়ে আরো যদি ডলারের দরকার হয় পাইজা একাউন্ট থেকে এনে আরো ২০ ডলার দিয়ে পুনরায় ১০০ জন রেন্ট রেফারেল কিনবেন। এবং আরো ৭দিন কাজ চালিয়ে যাবেন। ৭দিন কাজ করলে আপনার একাউন্টে আশা করি ২০ ডলারের মতো টাকা জমা হয়ে যাবে। এই ২০ ডলার দিয়ে তৃতীয় সপ্তাহে আবার ৫০ জন রেন্ট রেফারেল কিনবেন। কাজেই ২১ দিন অতিবাহিত হওয়ার পর আপনার এখন মোট ২৫০ জন রেন্ট রেফারেল হল। এবার আর রেন্ট রেফারেল না কিনে ৭দিন এদেরকে পরিচালনা করুণ। যে সকল রেন্ট রেফারেল ক্লিক করবে না তাদেরকে রিসাইকেল করুণ। এভাবে ৪র্থ সপ্তাহের মধ্যেই আপনার রেন্ট রেফারেলদের ক্লিক এভারেইজ ভালো পজিশনে নিয়ে যেতে হবে।

এভারেইজ ভালো হলেই ৯০ ডলার দিয়ে আপনার একাউন্ট আপগ্রেড করূণ। একাউন্ট আপগ্রেড করলে কি হবে এটাতো পূর্বে আলোচনা করেছি।এইভাবে রেন্ট রেফারেল কেনা এবং একাউন্ট আপগ্রেড করাতে আপনার ১০ হাজার টাকা খরচ হয়ে যেতে পারে।একাউন্ট আপগ্রেড করার পর প্রতি সপ্তাহে ১০০ জন করে রেন্ট রেফারেল কিনতে পারেন। কিন্তু আমার পরামর্শ হল রেন্ট রেফারেল না কিনে এই ২৫০ রেফারেলদের অন্তত ৩ মাসের জন্য extend করা। সবাই যখন ৩/৮ মাসের জন্য extend করবেন তারপর প্রতি সপ্তাহে ১০০ জন করে রেন্ট করে করে ২০০০ রেন্ট রেফারেল কিনতে থাকবেন। আর হ্যাঁ, রেন্ট রেফারেল ক্লিক না করলে ঘাবড়ানোর কোনো দরকার নেই।তার কারণ নিচে আলোচনা করা হলো:

রেন্ট রেফারেল যদি কাজ না করে?

যদি আপনি গোল্ডেন মেম্বার হন তাহলে রিসাইকেল করার দরকার নেই। কারণ রেন্ট রেফারেল যদি ১৪দিন ক্লিক না করলে গোল্ডেন মেম্বার হিসেবে কোম্পানি আপনাকে বিনা টাকায় এদেরকে রিসাইকেল করে দিবে। এতে আপনার কোনো ফি লাগবে না।আপনি কেবল রেফারেলদেরকে extend করতে থাকুন।

২০০০ রেন্ট রেফারেল হলে আপনার প্রতিদিনের ইনকাম হবে ২৫-৩০ ডলার। গড়ে ২৫ ডলার হলে মাসে হবে ২৫ গুণ ৩০= ৭৫০ ডলার। এই ডলার থেকে রেন্ট রেফারেলদের খরচ বাবদ লাগবে ১০ গুণ ৩০= ৩০০ ডলার। বাকী থাকল ৪৫০ ডলার। তার মানে আপনার মাসিক ইনকাম দাড়ালো ৪৫০ গুণ ৮০= ৩৬০০০ টাকা (আনুমানিক হিসেব ) ।

রেন্টাল রেফারাল Maintenance policy:

প্রথমেই Neobux এ আপনার সার্ভার এর সময় এবং আপনার অ্যাড রিসেট হওয়ার সময় খুজে বের করুন। Neobux এর নিয়ম অনুযায়ী আপনি যদি আপনাকে দেওয়া ৪টি হলুদ রঙের অ্যাড ক্লিক না করেন তাহলে পরবর্তী দিন আপনি আপনার কোন রেফারাল থেকে আয় করতে পারবেন না। এমনকি আপনার Direct Referral থেকেও না।

দৈনিক ৫ ডলার আয় করবেন কীভাবে?

দৈনিক ৫ ডলার ইনকাম করতে চাইলে আপনার কি কি লাগবে?

১. একাউন্ট আপগ্রেড থাকতে হবে

২. একটি android  মোবাইল থাকতে হবে

৩. ২৫০ জন রেন্ট রেফারেল থাকতে হবে

৪. Account এর বয়স ৬ মাস হতে হবে

কিভাবে আপনি Neobux এর সার্ভার সময় জানতে পারবেন?
প্রথমে আপনার Neobux এর অ্যাকাউন্ট এ লগিন করুন। তারপর View Advertisement এ ক্লিক করুন। নতুন পেজ আসলে পেজ এর উপরের দিকে বাম দিকে দেখুন আপনার অ্যাড রিসেট এর সময় এবং ডান দিকে বর্তমান সার্ভার এর সময় দেওয়া আছে। এখন আপনি হিসাব করে নিন।
সবথেকে ভাল আপনি একদিন খুব ভাল ভাবে খেয়াল করুন কখন আপনার অ্যাড রিসেট হচ্ছে। মানে বাংলাদেশী সময়ের ঠিক কোন সময় আপনার অ্যাড রিসেট হচ্ছে তাহলে আপনার ক্লিক করতে সুবিধা হবে। প্রতিদিন ঠিক ঐ সময়েই আপনি নতুন অ্যাড পাবেন। যেমন আমার অ্যাড রিসেট হয় প্রতিদিন বাংলাদেশী সময়ে বিকাল ৪ টা ৪৭ মিনিটে।

আমার মনে হয় সার্ভার এর সময় এবং অ্যাড রিসেট সময় সম্পর্কে একটু হলেও আপনাদের ধারনা দিতে পেরেছি। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে তবে এটা নিশ্চিত খুব তাড়াতাড়ি-ই আপনি সব শিখে যাবেন।

**ডিসকাউন্ট**

আপনি Autopay চালু রাখলে ১৫% ডিসকাউন্ট পাবেন। যেমন আপনার প্রতিটি রেফারাল এর জন্য প্রতি মাসে পে করতে হবে ৩০ সেন্ট তবে আপনি যদি অটো পে চালু রাখেন তাহলে পে করতে হবে ২৫.৫ সেন্ট

এবার আসি রিনিউ এর ডিসকাউন্ট এ

১৫ দিনের জন্য ০%
৩০ দিনের জন্য ৫%
৬০ দিনের জন্য ১০%
৯০ দিনের জন্য ১৮%
১৫০ দিনের জন্য ২৫%

২৪০ দিনের জন্য ৩০%

এখন দেখা যাচ্ছে ১৫, ৩০ এবং ৬০ দিনের রিনিউ এর জন্য আমরা যে ডিসকাউন্ট পাচ্ছি তা অটো পে এর ডিসকাউন্ট থেকে কম (১৫%)। তাই অটো পে চালু রাখাই সবচেয়ে ভাল। তবে আপনি যদি ৯০ বা তার চেয়ে বেশি দিনের জন্য রিনিউ করেন তাহলে অটো পে বন্ধ রাখুন এবং আপনার রেফারাল এর মেয়াদ বাড়িয়ে নিন।

এবার বলবো সব থেকে important বিষয় BEP সম্পর্কে।

BEP কি?

BEP মানে হচ্ছে break even point বা আপনার ভাড়া করা রেফারাল এর গড় (avg.)
ক্লিক এর পরিমান। এখন আপনার রেফারাল এর পরিমানের উপর আপনার BEP এর পরিমান কম বেশি হবে। আপনি যদি আপনার BEP এর নিচে থাকেন তাহলে আপনি লস এ আছেন আর যদি BEP এর উপরে থাকেন তাহলে লাভ এ আছেন।

কখন আপনি একটি রেফারাল Recycle করবেন?

এর জন্য প্রথমে আপনাকে আপনার BEP নির্ণয় করতে হবে।
Standard Member বা ফ্রি মেম্বার হিসেবে আপনি নিচের হিসাব অনুসরণ করুন।

আপনার যদি ১ – ২৫০টি রেফারাল থাকে তাহলে রিনিউ এর সময়ের ওপর আপনার BEP কমবে বা বাড়বে।
রেফারাল এর মেয়াদ

Break even point (BEP)
১৫ দিন =১.৩৩৩
৩০ দিন = ১.২৬৭
৬০ দিন = ১.২০০
৯০ দিন = ১.০৮৯
১৫০ দিন = ১.০০
২৪০ দিন = ০.৮৭


একাউন্ট খুলার জন্যঃ Click Here
অথবা নিচের ব্যানার এ ক্লিক করুন


উপরের লিংকে ক্লিক করে আপনি একটি ফ্রি একাউন্ট খুলুন। তারপর টানা ১৫ দিন কাজ করে যান।


©2017, Copyright Imran Hasan

Labels: , , , , , ,

Wednesday 27 September 2017

Minijobs এ প্রতিদিন 2$ আয় করুন (বিস্তারিত)

আমরা ইতিমধ্যে অনেক গুলো ফ্রী-লেন্সিং সাইটের  নাম শুনেছি যেমনঃ freelancer.comhttp://odesk.com আরো অনেক সাইট রয়েছে যাতে কাজ করে মোটা অংকের টাকা আয় করা সম্ভব। কিন্তু এই কাজ গুলো করার জন্য যা দরকার হয়ঃ

১) অবশ্যই আপনাকে যেকোন একটি কাজে অভিজ্ঞ হতে হবে।
২) আপনাকে কাজের জন্য বায়ার এর সাথে ইংরেজীতে কথা বলা লাগতে পারে।
৩) নতুনদের সহজে কাজ দেয় না।
তাই আজকের পোষ্ট টা তাদের জন্য যাদের অভিজ্ঞতা নেই,কিন্তু ইন্টারনেট সম্পর্কে মোটামোটি ধারনা আছে তারা খুব সহজেই প্রতি মাসে ভালো একটা এমাউন্ট আয় করতে পারে।

এখানে ক্লায়েন্টরা ভিবিন্ন ছোট ছোট কাজ দেয়  কাজ গুলো করে দিলে আপনি প্রতিটি কাজের জন্য ১০ সেন্ট থেকে ২ ডলার ও আয় করতে পারবেন ।
এই সাইটটি ১০০ ভাগ ট্রাস্টেড আপনারা নিঃসন্দেহে এই সাইটে কাজ করতে পারেন । পেমেন্ট পাবেন গ্যারান্টি মাত্র ৫ ডলার হলেই পেইজা বা পেপালে আপনার আয়কৃত টাকা উত্তোলন করতে পারবেন ।

যেই যেই কাজগুলো Minijobs এ পাবেনঃ

 ১) File Download করা।
২) Software Install করা।
৩) Wab site এ Sign Up করা।
৪) গুগল সার্চ করে ওয়েব সাইটে ডুকা।
৫) Facebook এ  Add করা অথবা ফলো করা।
৬) ভিবিন্ন সার্ভের কাজ করা।
৭) Post করা ভিবিন্ন সাইটে।
8) ইউটিউবের ভিডিও দেখা।
৯) ফোরাম পোস্ট করা।
১০) ওয়েব সাইট ভিজিট ক...
১১) ইমেইল একাউন্ট খুলে দেওয়া।
আরো অনেক কাজ রয়েছে।

একাউন্ট খুলতে প্রথমে এই লিংকে ক্লিক করুণ 

http://www.minijobz.com/
অথবা সাইন-আপ করতে এই ব্যানার এর উপর ক্লিক করুন

এখন আপনার নাম , ইমেইল ঠিকানা , পাসওয়ার্ড , ক্যাপচা দিন । তারপর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশান ইমেইল যাবে ইমেইল টি তে ক্লিক করে আপনার মিনিজবস একাউন্ট ভেরিফাই করে নিন । ভেরিফাই হয়ে গেলে আপনার একাউন্টে লগিন করুণ ।
এখন jobs এ ক্লিক করুণ একদম উপরে ডান থেকে। এইখানে অনেক গুলো জবস রয়েছে এইগুলো আপনি যদি করতে পারেন  তাহলে ক্লিক করে পরবর্তী page এ  I accept the task এ ক্লিক করুণ তারপরে যেভাবে বলছে কাজটি করে দিন । এইভাবে আপনার একাউন্টে মাত্র ৫ ডলার হলেই আপনি টাকা উঠাতে পারবেন ।
টকা উঠাবেন কিভাবেঃ
১) Paypal.
অথবা
২) Payza.

কাজ করতে সমস্যা বা বুঝতে ঝামেলা মনে হলে আমাকে নক করতে পারেনঃ

১) ################## (অবশ্যই আগে আপনার নাম ও জেলা লিখে একটি SMS দিবেন।
২) সরাসরি মেইল করতে পারেনঃ         Email: imrankhan.ghatail@gmail.com
৩) ফেইজবুকে মেসেজ করতে এখানে ক্লিক করুন


©2017, Copyright Imran Hasan

Labels: , , , , , ,

নারীর শরীর লোভনীয় খাদ্য

রূপা নামের একটি মেয়ের স্বপ্ন কিছু নর পশুর পাশবিকতার কাছে থেমে গেল। কত মেয়ে এ ভাবে প্রতিদিন প্রতি মূহুর্ত নির্যাতিত হয়। অসভ্য চিন্তা চেতনার কাছে।

রাম রহিম চারশ পুরুষের লিঙ্গ কর্তন করে ছিল, নিজে একা সেবা দাসীদের ভোগ করবে আর লিঙ্গ কাটা নররা পাহারা দিয়ে রাখবে জন্য। এ যেন হারেম আমলের সেই খোজা করা দাসদের গল্প ফিরে এলো নতুন করে। যারা হারেমে নারীদের কাজ করে দিবে কিন্তু পৌরুষত্ব ফলানোর কোন সুযোগ পাবে না।
শিক্ষিত পরিবার এসব সেবা গুরুদের কাছে মেয়েদের জিম্মায় রাখে। শিয়ালের কাছে মুরগি রাখার মতন।
বহু আগে একবার কলকাতার কাছেই এই ধর্মগুরুর আশ্রমে নিয়ে গিয়েছিলেন বেশ শিক্ষিত সংস্কৃতিবান এক কবি দিদি। উনি যখন লম্বা হয়ে ষষ্টাঙ্গে ঘোটৎকোচের মতন দেখতে একটি গামছা পরা গুরুকে প্রণাম করছিলেন আমার শরীর কেমন রিরি করে উঠে ছিল। পছন্দ হয়নি একটুও। এই ধর্ম গুরু মোল্লা মুসল্লিদের যৌন বিষয়ক নানা কীর্তির খবর প্রায়ই দেখা যায়। বাচ্চা না হওয়া নারীরা যখন ধর্মগুরুর কাছে ঘুরে আসে তখন তারা গর্ভবতি হয়ে যায়। অবাক হয়ে ভাবি, মানুষের বিশ্বাসের জায়গা এখনও কোন সনাতন জায়গায় পরে আছে।
অনেক আগে আমাদের শহরে ইয়েমেনের এক পীর এসেছিল। তার আঙ্গুল গুলো মুঠো বন্দী হয়ে গিয়েছিল। সেটা নাকি খোদার বিশাল মহিমা। তার ফু দেয়া পরা পানি খাওয়া থেকে তাকে বিভিন্ন বাড়িতে জামাই আদরে খাওয়ানো, রাখার হিরিক পরে গিয়েছিল। শহরের সব ডাক্তার, কবিরাজ ফেল। কোন রকম চেষ্টা তদবীরের প্রয়োজন নাই, পীরের পানি পরায় সব রোগ বালাই থেকে বিপদ মুশকিল আসানের জন্য শিক্ষিত মানুষরাও বিশ্বাসে আস্তায় গদগদ হয়ে উঠেছিল।
অতপর বেশ কিছুকাল পরে, এই পীর ভণ্ড, প্রমানিত হলো শহরের মানুষের কাছে এবং উত্তম মাধ্যম দিয়ে শহর ছাড়া করল। তবে দেশে আরো অনেক জায়গা খুঁজে নিয়ে সে নিশ্চয়ই তার জীবন কাটিয়ে গেছে। এক ধরনের নার্ভের রোগে আঙ্গুল বাঁকা হয়ে বন্ধ হয়ে যায় খোলা যায় না। জোড় করে খুললেও কুকুরের লেজের মতন বন্ধ হয়ে যায়। এটা হয়ে যায় বিশাল ভেলকি সাধারন মানুষকে ধোঁকা দেয়ার জন্য।
আটরশির পীরের মুরিদ হয়ে কত জনা যে ধন্না দিয়ে কাটিয়েছে সমাজের উচ্চপদের মানুষ সারা জীবনের সুযোগ সুবিধা আর রাজনৈতিক বিশাল পদটি সারা জীবন আকড়ে রাখার জন্য পীরের দোয়ার বরকতে, তার দোয়ায় নিজের সৌভাগ্য গড়ার চিন্তায় অধীর রাজনৈকিদের হাতে আমাদের মতন সাধারন মানুষের ভাগ্য জড়িয়ে আছে। আর জমজমাট ব্যবসা বিশ্বাসের হাত ধরে পৌঁছে যায় পীর মুরিদদের ঘরে।
এক আল্লাহ এবং মোহাম্মদের উম্মত হওয়ার পরও মানুষ এই সব পীর ফকিরদের উপর বিশ্বাস কি ভাবে রাখে কে জানে।
সম্রাট আকবরের সমাধীতে প্রণাম এবং সেজদা দিতে দেখলাম গভীর নিবেদিত ভাবে। ঠিক কি কারণে তাকে প্রণাম বা সেজদা করতে হয় এর অর্থ আমার কাছে নাই। প্রভু বা আল্লার উপর বিশ্বাস থাকলে তার কাছে পৌঁছানোর জন্য মাধ্যম হিসাবে কেন গুরু সাধন করতে হবে। কেন সরাসরি নিজের নিবেদন সর্ব শ্রেষ্ট স্রষ্ঠার কাছে করা যাবে না নিজে নিজে।
আজমীরে গেটের ভিতর ঢুকতেই একদল লোক ছেঁকে ধরল গোলাপের পাপড়ি, তোবারক আরো হাবিজাবী দেয়া ডালা কিনার জন্য ব্যাতি ব্যস্ত করে ফেলল। যার দাম পাঁচ রুপি ,পাঁচশ রুপি থেকে হাজার রুপি পর্যন্ত। আমার মার মনে একটু আশা ছিল একটা ডালা কিনার। কিন্তু আমি কঠিন ভাবে অবজ্ঞা করে গেলাম এই সব লোকদের। এই সব পাপড়ি কবরের উপর ছড়িয়ে কি হয়। খাজা বাবা তো মরে গেছে তার সমস্ত পাপ, পূণ্য নিয়ে। দেখতে চাওয়া ইতিহাস আর বিশ্বাস এক হয়ে মিলে যায় মানুষের কাছে। তার কবর ঘিরে চলে জমজমাট বানিজ্য।
সৈয়দ ওয়ালীউল্লাহ,কত আগেই লালসালু গড়ে উঠার গল্প বলে গেছেন সে গল্প নতুন করে অার কেউ বলে না জানেও না।
এক লোক সন্ধ্যায় বাড়ি ফিরার পথে গোবরে পিছলা খেয়ে পরে গেল তার হাতের কলা আম গোবরে মাখামাখি হয়ে গেছে দেখে সে আর তুলে নিল না। পরের পথিক রাস্তার পাশে কলা আম দেখে নিজে দু পয়সা দিয়ে গেল তার পরের জন আলু বেগুন। এভাবে যে যায় সেই কিছু রেখে যেতে শুরু করল । চোর দেখল বাহ্ বেশ তো। সে তখন লাল সালু পেতে বসে পরল। আয় হতে লাগল দিব্বি অদৃশ্য বিশ্বাসের ইশারায়।
আলৌকিক ইশারায় ধর্মগুরুর আস্থায়, আর নারীকে শপে দেয় নয়। ধর্ম বিশ্বাসের জন্য সয়ং প্রভুর সাথে সরাসরি কথা বলার চিন্তা মাথায় রাখা ভালো।

এখনও কত নারী মেয়ে শিশু জন্ম দেয়ার জন্য নির্যাতিত হয়। অথচ পুরুষ জানেই না। এই ওয়াই ক্রোমজন সেই দিতে পারে নাই বউয়ের গর্ভে, ছেলে জন্ম দেয়ার জন্য। কিন্তু ভোক্ত ভোগী নারী। স্বামী পুরষ ছাড়া নারী শাশুড়িরাও নির্যাতন করে বউটিকে, ছেলে সন্তান জন্ম দিতে না পারার জন্য। আজকাল অনেক মা ভয়ে মেয়ে সন্তানকে ঘরে নিয়ে যায় না।
আইয়েমি জাহেলিয়াত আমলের চেয়ে কোন বিবেচনায় শ্রেষ্ট সময় এখন তা হলে।

ঘরে ঘরে বাচ্চা মেয়ের গায়ে আদরের হাত বুলানো থেকে নানা রকম যৌন অত্যাচার মুখ বুজে সয়ে যায় মেয়ে শিশুটি। এসব বলা যাবে না বলে, মা মহিলাটিও নিরবে মুখ বুজে সয়ে যাবার জন্য অনুমোদন করেন। সব বাড়িতেই মেয়েরা শিক্ষা পায় মুখ বুজে থাকার কথা। পছন্দ না হলেও অস্বস্থি হলেও কিছু না বলা শিখানো হয় মেয়েদেরকে। কিন্তু ছেলেকে শিক্ষা দেয়া হয় সব কিছুতে তেড়ে যাবার। তবে এর মাঝে কিছু পরিবার সন্তানকে সমান ভাবে দেখে, শিক্ষিত করে তুলে। সঠিক মানবিক গুনাবলীতে।
মেয়েরা এখন প্রতিবাদ করছে বলেও আজকাল বেশ কিছু সুবেশী পাঠক প্রতিবাদ করে। অনেক লেখার নিচে মন্তব্য পড়ে বোঝা যায় এই লোকগুলোর চরিত্র কত জঘন্য। অথচ এখনও এমন বাজে মন্তব্যকারীদের কেউ কিছু বলে না। যেন দেখেও দেখে না কেউ। খুব ভালো নৈতিকতার কথা বলে গোপনে মেয়েদেরকে উত্যক্ত করে অনেক পুরুষ।
মেয়েদের উত্যাক্ত করা এই বিষয়টিই আসলে অনেকে মানতে রাজী না।

মেয়েদের ভালোবাসার কথা বলা যাবে। তাদের গায়ে হাত দেয়া যাবে তারা কাজের জায়গায় হোক বা অপরিচিত হোক বা প্রেমের ছলনায় ফেলে হোক। বিছানায় শোয়া হয়ে গেলে তার প্রয়োজন শেষ। তবে তাকে দিয়ে ব্যবস্যা করা যাবে। এই জন্য রেখে দেওয়া হয় ভালোবাসার সময়ের ছবি, ভিডিও। এরা কতটা জঘন্য মনেবৃত্তি নিয়ে চলে তা প্রমাণ পাওয়ার পরও সমাজ তাদের চট করে কিছু বলে না।
হারেম জীবন থেকে অনেক বিবি রাখার সমাজ। বান্দী তরফ, বিবি তরফের বৈষম্য জীবন যাপন। অনেক কাল থেকে পুরুষরা একক ভাবে ভোগ করে আসছে। নারী শিখেছে নিপীড়িত হতে প্রতিবাদ না করতে। এখন অনেক বিবির জীবন যাপন; পরকিয়া আর গার্ল ফ্রেণ্ড পরিবর্তনের মাঝে এসে থেমেছে। তবে নারী শরীর এক লোভনীয় খাদ্য এই ধারনার পরিবর্তন হয়নি। তাই দাপট দেখিয়ে সুযোগ পেলে চোরা গলি ঘুপচিতে নারীকে নিপীড়ন করা পুরুষের মৌলিক অধিকার বলেই বিবেচিত হয়ে আসছে। অনেক নারীরাও এ ধারনার বাইরে বেরুতে পারে না। এই চিন্তা পরিবর্তন করতে হবে ।
আদমের ছেলে হাবিল এবং কাবিল, একজন যখন ভালো অন্যজন পৃথিবীর প্রথম খুনি। হাবিলকে খুন করেছিল কাবিল। অথচ আমাদের এক ধরনের ধারনা আছে একটি বিষয় দেখে সব বিষয়ে এক রকম ধারনা করার। মানুষ ভাত না, একটা দেখে বুঝা যাবে অন্যটা একই রকম। প্রতিটি মানুষ আলাদা। প্রতিটি মানুষের চাহিদা, চিন্তা ভিন্ন। এক বাড়িতে বাবা, মা এক রকম চিন্তা করে না। ছেলে মেয়ে সবগুলো এ্কই রকম হবে এই আশা করা বৃথা অথচ আমরা সবাইকে এক গোয়ালের গরুর মতনই চিন্তা করি পরিবারে। শিক্ষায় কাজে সবাইকে এক সমান করে ফেলি।
নাইমা তানজিম নামের মেয়েটি বনানী পুলিশকে ধন্যবাদ দিল, গ্যাং রেপের হাত থেকে পুলিশের হস্তক্ষেপে বেঁচে যাওয়ার জন্য। কিন্তু পুলিশ তাকে বেশ্যা নারী ভেবে বসল। এখনও আমাদের চিন্তা ভাবনার মান কত নিম্নমানের; এই একটি উদাহরনে বোঝা যায়।
মেয়েটির গায়ে হাত দেয়ার জন্য যে অসংখ্য মানুষ জমা হয়েছিল যারা ওকে ছিঁড়ে খাবার প্রস্তুতি নিচ্ছিল হায়না বা নেকড়ের মতন। এরা কেন শাস্তি পাবে না। এরা কেন সমাজে ঘরে নিজের অমানবিক পাশবিক চরিত্র নিয়ে সুন্দর জীবন যাপন করবে। এরা কি কখনো এদের মায়ের দিকে বোনের দিকে দেখে না। কখনো রাস্তায় এদের মা বোন আক্রান্ত হলে কি ওরা নিজেরাও লোলুপ জিভ বের করে এগিয়ে যাবে এক ভাবে ভোগ করার জন্য।
নারী শুধুই একটি শরীর লোভনীয় খাদ্য। মোবাইল ফোনের মূল্য নারীর চেয়ে বেশী। মোবাইল ফোন নিয়ে পালাচ্ছে ভেবে লোকটাকে পুরুষরা ধরেছিল। কিন্তু নারী শরীরে হাত দেয়ার কথা শুনে সেটা হয়ে গেল তামাশা। সবাই মিলে মেয়েটির শরীরের হাত দিয়ে তামাশা করতে শুরু করে দিল। যেন সবারই অধিকার এই মেয়েটির শরীরে হাত দেয়া। কেন এমন ধারনা এখনও এইসব নরপশুদের। এদের জন্য এখনও কেন কোন আইন কার্যকরী হয় না সঠিক ভাবে। প্রতিদিন ধর্ষণের একটা নয় কয়েকটা খবর থাকে। আরো কত অজানা থেকে যায় জানার আড়ালে।
নারীরা বিপদে পরলে জরুরী ভাবে যোগাযোগের জন্য একটি নাম্বারে ফোন করলে যেন সাথে সাথে পুলিশ হাজির হয়। কোন কথা বলতে না পারলেও, নাম্বার দেখে লোকেশন ট্রাক করে পুলিশ পৌঁছাবে দ্রুত। কোন প্রশ্ন নারীকে নয় উদ্ধার করতে হবে বিপদ থেকে। এই ব্যবস্থা পুলিশ ব্যবস্থাপনায় জরুরী ভিত্তিতে যোগ করা দরকার। আর কত এ ভাবে নির্যাতিত হবে নারী। শিশুদের অল্প বয়সেই জানাতে হবে পুরুষ দানবদের সম্পর্কে। মহিলাদেরই সচেতন হতে হবে এই সমাজে নিজেকে, মেয়েকে রক্ষা করার জন্য।
রূপা তবু ভাগ্যবতি তনুর মতন হতভাগ্য নয়।
চারদিন পর বেওয়ারিশ লাশ খোঁজে পাওয়ার পর রূপার হত্যাকারী এবং ধর্ষক গুলোকে ধরতে পেরেছে পুলিশ। তনুর মৃত্যুর সাথে সাথে লাশ পাওয়া গেলেও আলামত পাওয়া গেলেও একজন নারী চিকিৎসক, পরীক্ষায় কোন সুরতহাল খুঁজে পেল না অপরাধীর। ধিক্কার জানাই এমন অসম নিয়মকে। এমন সুবিধাবাদী মানুষদের জন্য দোষীদের স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দেয়া বদমানুষদের।
এই সব ধর্ষকদের জন্য কোন জেল নয় যারা মানসিক ভাবে পঙ্গু করে দেয় মানুষকে, তাদের বেঁচে থাকার অধিকার না থাকাই উচিত।
যে শিশু ধর্ষণের বিচার না পেয়ে পালক বাবা পালিত কন্যাসহ আত্মহত্যা করেছিলেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে, সমাজের বিবেকের মুখে লাথী মেরে, তাকে স্যেলুট। পালিত কন্যাকে এ সমাজের নোংরামি থেকে রক্ষা করেছে বাবা অথচ নিজ কন্যাকে ধর্ষণ করে যায়! সে কেমন পিতা।
নিজেদের মেয়েদের জন্য চিন্তিত থাকি। এ কেমন সমাজ যেখানে নারীকে খাবার বস্তু ভাবা হয়।মেয়ে, বাচ্চা থেকে যুবতী কারো কোন নিরাপত্তা নাই। সুযোগ পেলেই লাফিয়ে উঠে পুরুষের ভিতরের পাশবিক দানব। অথচ এই পুরুষরা বিদেশে গেলে সোজা হয়ে যায়। কারণ একটাই আইনের খপ্পোরে পরে গেলে সুবিধা করার কোন উপায় নাই।
পরিবর্তন চাই মানসিকতার। এই সব নিকৃষ্ট ভাবনা সম্পন্ন নরপশুদের থেকে নারীদের বাঁচানোর জন্য পরিবার থেকে শুরু করতে হবে কাজ। । নারীর শরীরে হাত রাখার কোন অধিকার নেই সুযোগ পেলেই।প্রতিটি ছেলে সন্তানকে জানানো শিখানো দরকার নারীদের সম্মান করার।
একটা কথা খুব চালু আছে। সবাইকে বোন ভাবলে বউ কাকে ভাবব। বউ এ ভাবে যোগার হয় না। অসম্মানের মাধ্যমে কোন সম্পর্ক ঠিকে না। সুন্দর হয় না। সমাজে বেশীর ভাগ মানুষ ভালো। বর্তমান সময়ে পরিবারে কিশোর যুবকদের দিকে খুব বেশী নজর রাখতে পারে না অভিভাবক। এবং অর্ন্তজালের অবাধ ব্যবহার । নিষিদ্ধ বিষয়ের প্রতি অতিরিক্ত কৌতুহল। সহজে নিষিদ্ধ জগতে পৌঁছানোর সুযোগ। পর্ণ সাইটের উত্তেজক ছবি বাস্তবতা থেকে কল্পনার জগতে নিয়ে যায় সহজে। একা বা বন্ধুরা মিলে ধর্ষণের মতন বিষয়ে জড়িয়ে পরে সহজে। পরিবার যদি আরেকটু মনোযোগ দেয় তা হলে হয় তো কিছুটা কমবে, ধারনা করি।
মেয়েদের প্রতিবাদ করতে হবে। বলতে হবে আরো বেশী। সোজা হবে এসব নরপশুরা কঠিন আইন হলে আইনের কবলে পরে। যদি সত্যিকার ভাবে এদের বিচার হয় সমাজে। সাথে প্রচলিত ধারনা নারীকে যা খুশি ভাবার এই চিন্তা দূর করতে হবে ।
দু একটা জাস্টিস ফর ওম্যান দিয়ে হবে না। দেশ জুড়ে সরকারী ভাবে এই সব দানব যে পর্যায়ের হোক তাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারন করা হোক যেন দণ্ড নিয়ে আর কখনো মাতব্বরি করতে না পারে।

                                       লেখক
                                       রোকসানা লেইস


©2017, Copyright Imran Hasan

Labels: , ,

Pendrive দিয়ে Windows Setup করুন( Without any Software)

আজ আমরা দেখবো কিভাবে একটি পেনড্রাইভ (Pen-Drive) এর সাহায্যে কোন সফটওয়্যার বা ইউটিলিটি টুল ছাড়া কম্পিউটারে Windows দিতে হয়।

সময়ের বিবির্তনে অনেকের DVD-Driver নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ কম্পিউটার কেনার সময় DVD-Driver এর প্রয়োজনীয়তা কে তুচ্ছ করে দোকানেই ফেলে আসে।
আর যখন Windows এর ফাইল মিস হয় তখন বুঝা যায় DVD-Driver এর প্রয়োজনীয়তা।
পেনড্রাইভ (Pen-Drive) দিয়ে উইন্ডোজ দেওয়ার সুবিধাঃ

১। DVD-Driver এর খট-খট শব্দ থেকে পরিত্রান পাওয়া।
২। ৩ ভাগের ১ ভাগ সময়ে Windows দেওয়া।

কি কি লাগবেঃ

১। একটি  পেনড্রাইভ(৮ জিবির উপরে হলে ভালো হয়)।
২। Windows Setup ফাইল।

চলুন শুরু করি কাজ:

এখন আপনার Pendrive টি আপনার PC তে সংযুক্ত করুন।
Start ম্যেনু থেকে cmd সার্চ দিয়ে cmd এর উপর মাউস পয়েন্টার নিয়ে ডান বাটনে ক্লিক করে “Run as administrator” এ ক্লিক করুন।

এখন Command Prompt এ হুবহু নিচের লিখা গুলো লিখি

Diskpart লিখে Enter চাপুন।
List disk লিখে Enter চাপুন।
Select disk 1 লিখে Enter চাপুন।
Clean লিখে Enter চাপুন।
Creat partition primary লিখে Enter চাপুন।
Select partition 1 লিখে Enter চাপুন।
Format fs = ntfs quick লিখে Enter চাপুন।
Active লিখে Enter চাপুন।
Exit লিখে Enter চাপুন।
Using Cmd For Creating Bootable pendrive

এখন আপনার Hard Disk এ সংরক্ষন করা windows File আপনার Pendrive এ Send করুন। ফাইল গুলো সেন্ড হয়ে গেলে আপনার Computer টি Restart দিন। এখন দেখুন ম্যাজিক কোন সফটওয়্যার ছাড়া আপনি আপনার Pendrive টি Bootable Pendrive তৈরি করে ফেললেন।

নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।


©2017, Copyright Imran Hasan

Labels: , , , , ,

প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলুন (Final Step)

Contact_prime_minister_of_bangladesh
Contact prime minister of bangladesh
আমরা অনেক সময় Google  অথবা অনেক সাইটে গিয়ে দেখি যে “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করবেন”

কিন্তু সেই লিঙ্ক এ গিয়ে দেখা যায় ‘চায়ের দামে সরবত”
এই কারনে আজ আমি আপনাদের কিছু পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন।


আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তবে অবশ্যই আপনার অধিকার রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার। আপনি যদি তাকে কোন Mail বা সরাসরি ফোনে কথা বলতে চান তাহলে সঠিক ভাবে তথ্যগুলো Follow করুন।



১) আপনি যদি “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে Mail পাঠাতে চান তাহলে সরাসরি www.pmo.gov.bd এই Adress এ গিয়ে পাঠাতে পারবেন।

২) আপনি যদি Fax করতে চান তাহলে  Fax: +880 29133722 এই নাম্বাররে।

৩) সাধারন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য এই ৩ টি নাম্বার ব্যবহার করতে পারেন

  • ০১৫৫৫৮৮৮৫৫৫
  • ০১৭১১৫২০০০০
  • ০১৮১৯২৬০৩৭১


কিন্তু কখনো নির্দিষ্ট কারন ছাড়া ফোন দিবেন না।

নিচে একটি ডেমো দেওয়া হল-কিভাবে প্রধানমন্ত্রীর কাছে Mail পাঠাবেন।

Sheikh Hasina, Honorable Prime Minister
Government of the People’s Republic of Bangladesh
Prime Minister's Office
Old Sangsad Bhaban
Tejgaon, Dhaka-1215, Bangladesh
Email: info@pmo.gov.bd; pm@pmo.gov.bd; ps1topm@pmo.gov.bd; psecy@pmo.gov.bd
Fax: +880 2 811 3244 / 3243 / 1015 / 1490
Honorable Prime Minister,
I respectfully request your attention to Global Coal Management Resources’ (GCM)
proposed construction of an open-pit coal mine in Phulbari. I am concerned about the
devastating impacts this project would have on your country’s people and environment.
Along with thousands of Bangladeshi citizens who have protested this project since 2005,
I urge you to ban open-pit coal mining in Phulbari.
As an advocate for human rights, I am very concerned about the thousands of familiesipt
who would be forcibly displaced from their homes and farmlands. Many studies have
shown that cash payments to families displaced by development projects result in their
impoverishment. In Bangladesh, where nearly half the population currently has too little
to eat, it would be cruelly irresponsible to push hard-working families further into
poverty. The mine would also destroy 5,000 hectares of productive agricultural land in
Phulbari, further reducing the food supply.The impact on Indigenous Peoples is of particular concern. According to project documents, at least 2, 200 Indigenous people would be forcibly displaced from their
homes and farmlands, in violation of the U.N. Declaration on the Rights of Indigenous
Peoples. Indigenous leaders say as many as 50,000 Indigenous people in 20 different
tribal groups could eventually lose their lands and livelihoods as mining depletes the
water table. By breaking apart and dispersing the tribal communities, the Phulbari project
could destroy cultures and languages that have sustained tribal peoples in this region for
5,000 years.In addition to these grave human rights considerations, the Phulbari coal mine project should be rejected on environmental grounds. It would pollute the air, soil, and water for centuries to come, destroy river ecosystems, and threaten the Sundarbans mangrove forests that protect Bangladesh from cyclones and provide critical habitat to many endangered species including the Bengal tiger. It would produce greenhouse gases that cause climate change, further endangering Bangladesh’s lowland populations. Whatever short-term gains GCM offers your government for the Phulbari project, the price in human lives and environmental destruction is too high. By rejecting the Phulbari project and banning open-pit coal mining, you will gain the respect and gratitude of your citizens now and for generations to come. Please embrace this historic opportunity to defend the human rights of your people and prevent environmental catastrophe.

Respectfully,
CC:
Advocate Mostafizur Rahman, M.P.
Honourable State Minister
Ministry of Land
Room # 305, 3rd Floor, Building # 4,
Bangladesh Secretariat
Dhaka, Bangladesh
E-mail: state_minister@minland.gov.bd
Dr. Hasan Mahmud, M.P.
Honourable State Minister of Environment and Forests
Government of the People’s Republic of Bangladesh
Bangladesh Secretariat, Dhaka, Bangladesh
E-mail : minister@moef.gov.bd. jsadmin@moef.gov.bd
Michael Anderson, Director General, Policy and Global Issue
Department for International Development,
1 Palace Street, London SW1E 5HE
Fax: + 020 7023 0019
Email: via his Executive Assistant Liz Whitby at: l-whitby@dfid.gov.uk
Richard Calvert, Director General, Finance and Corporate Performance
Department for International Development,
1 Palace Street, London SW1E 5HE
Fax: +020 7023 0019
Email: via his Executive Assistant Kirsten Stewart at: k-stewart@dfid.gov.uk
James F. Moriarty, US Ambassador to Bangladesh
Embassy of the United States Dhaka
Madani Avenue Baridhara
Dhaka Bangladesh 1212
Email: DhakaPA@state.gov

©2017, Copyright Imran Hasan

Labels: , , , ,

Pendrive থেকে “ShortCut Virus”মুক্ত করার কার্যকারী পদ্ধতি

সাধারণত কোন Pendrive  “ShortCut Virus” এ আক্রান্ত হলে Pendrive Format দিলেই এই ShortCut Virus দূর হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এই পদ্ধতি কাজ হয় না। সেক্ষেত্রে নিচের পদ্ধতি টা কাজে লাগাতে পারেন।

১. প্রথমেই Cmd তে যান।
২. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে Enter দিন।
৩. নিচের Coad নির্ভুলভাবে লিখুন।
৪. Coad : attrib-s-h/s/d *.*
৫. Enter key চাপুন।
৬. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা ?
৭. এবার আপনার গুরুত্বপূর্ণ্য Data গুলো Pen drive ফরম্যাট করে দিন।

©2017, Copyright Imran Hasan

Labels: , , , ,

এখন থেকে কম্পিউটার On/Off হবে রকেট গতিতে

Fast computer using CMD
Trun PC faster By using CMD
আমাদের কম্পিউটারে নানান ধরনের Software ব্যাবহার করতে হয়। আর  ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি Software ব্যবহার করলে Computer On/Off হতে অনেক সময় নেয়। যা অত্যান্ত বিরিক্তকর। কিন্তু আমরা চাইলেই সামান্য একটা Setting করে এই Computer Fast On/Off করতে পারি। চলুন দেখে আসি সেই Setting গুলো।

Windows-XP ব্যাবহারকারীদের জন্যঃ

১) Start menu থেকে Run এ গিয়ে msconfig লিখে প্রবেশ করুন।
২) Startup ট্যাব থেকে অপ্রয়োজনীয় Startup আইটেমের টিক চিহৃ তুলে দিন।
৩) যে প্রোগ্রামগুলোর প্রয়োজন নেই সেটার ডান দিকের টিক চিহৃ তুলে দিয়ে Ok এবং Apply করুন।
৪) Restart করতে বললে Exit Without Restart নির্বাচন করুন।
৫) এখন Notepad চালু করে del c:windows/prefetchntosboot *.*  (*.* হচ্ছে এ-সংক্রান্ত সব ফাইল মুছে ফেলবে) কোডটা লিখে ফাইল থেকে Save As চেপে ntosboot.bat নামে ডেস্কটপে সংরক্ষণ করুন।
৬) এখন ডেক্সটপ থেকে ntosboot.bat ফাইলটিকে কপি করে c:/ ড্রাইভে পেস্ট করুন।
ব্যাস কাজ শেষ, এখন শুধু কম্পিউটার On/Off করে চেইক করুন কেমন রকেটের গতিতে কাজ হচ্ছে।



Windows7 & 8 ব্যাবহারকারীদের জন্যঃ

১) প্রথমে Run(windows key+ R=prss) এ গিয়ে gpedit.msc লিখে প্রবেশ করুন।
২) Computer Configuration থেকে Windows Settings-এ ক্লিক করুন।
৩) Scripts (Startup/Shutdown) এ আবার ক্লিক করে সেটি খুলুন।
৪) ডান পাশের Shutdown-এ ডাবল ক্লিক করে সেটি খুলে Add-এ ক্লিক করে Browse থেকে c:/ ড্রাইভে যেয়ে ntosboot.bat ফাইলটি দেখিয়ে দিয়ে OK চেপে Apply-এ ক্লিক করে আবার OK চেপে বের হয়ে আসুন।
৫) এখন Run-এ গিয়ে devmgmt.msc লিখে প্রবেশ করুন।
ব্যাস কাজ শেষ, এখন শুধু কম্পিউটার On/Off করে চেইক করুন কেমন রকেটের গতিতে কাজ হচ্ছে।

©2017, Copyright Imran Hasan

Labels: , , , , , ,

Tuesday 26 September 2017

Top 10 Windows run Command

Top 10 windows Command by Use Cmd
আজ আমি আলোচানা করব Run এর  ১০ টি কমান্ড সম্পর্কে। যার দরুন আপনারা খুব কম সময়ে আপনাদের প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারবেন।


Run ওপেন করে নিন্মের কমান্ড গুলো লিখে ট্রাই করুন/ Windows Key+ R একত্রে চাপ দিলেও Run বক্স চলে আসবে।


১) Calculator এর জন্য কমান্ড হলোcalc
Calculator by use Cmd 

২) On-Screen Keyboard সচল করার জন্য কমান্ডosk
Cmd command keyboard
On-Screen Keyboard

৩) Date & Time ডায়ালগ বক্স চালু করার কমান্ডtimedate.cpl
Date & Time

৪) DirectX Diagnostic Tool দেখার জন্যdxdiag
DirectX Diagnostic Tool

৫) System Configuration ইউটিলিটি ডায়ালগ বক্স ওপেন করার জন্যmsconfig
System Configuration

৬) Local Group Policy Editor ডায়ালগ বক্স দেখার জন্যgpedit.msc
৭) Microsoft Paint ডায়ালগ বক্স সচল করতেmspaint
৮) Windows Firewall সচল করতেfirewall.cpl
৯) Event Viewer ডায়ালগ বক্স সচল করতেeventvwr.msc
১০) Remote Desktop Connection সচল করতেmstsc




Read More About CMD:


CMD/Command Prompt ব্যাবহার করে Wifi-Password হ্যাক(১০০% পরিক্ষিত)


Labels: , , , ,

Monday 25 September 2017

Recycle Bin অটো Clean করুন(For Windows10)

আমরা সবাই মোটামোটি ভাবে Recycle Bin সম্পর্কে জানি। Recycle Bin হল একটি ফোল্ডার যেখানে আমারদের Operating System এ ডিলিট কৃত ফাইল জমা হয়। আর এই Recycle Bin থেকে আবার আমরা ফাইল পুনরুদ্ধার করতে পারব।
Windows 10 এ রিসাইকেল বিনের ফাইল ৩০ দিনের বেশি হয়ে গেলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার সুবিধা যোগ করা হয়েছে । Storage sense সুবিধা Active করলে Recycle Bin ফোল্ডারের Data স্বয়ংক্রিয় ডিলিট করার সুবিধাটি পাওয়া যাবে।

১) Start Menu তে গিয়ে Setting এ ক্লিক করুন/ Start Menu তে গিয়ে Setting লিখে সার্চ দিন।

২) এরপর যে উইন্ডোটি আসবে সেখান থেকে Systeam এ ক্লিক করুন।
৩) Systeam Setting এর বাঁয়ের Menu থেকে Storage এ ক্লিক করুন।

৪) এখন Storage sense বিভাগের নিচের off এ ক্লিক করে সেটি আবার On করে দিন।

৫) Storage sense বিভাগের নিচে Change how we free up space লিংকে ক্লিক করুন।

৬) এখন যে উইন্ডোটি আসলো সেখান থেকে Delete files that have been in the recycle bin for over 30 days এর নিচের Off বোতামে ক্লিক করে সেটিকে on করে দিন।

ব্যাস হয়ে গেল, এখন থেকে Recycle Bin জমা থাকা ফাইল যদি ৩০ দিনে বেশি হয়ে যায়, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
আপনার মতামত জানাতে চাইলে অবশ্যই কমেন্ট করুন । কেননা আপনারদের মতামতের উপর নির্ভর করে পরবর্তী পোষ্ট টপিকগুলো নিবার্চন করা হয়।

©2017, Copyright Imran Hasan

Labels: , , ,

Sunday 24 September 2017

অস্থির ৩ টা ভিডিও এডিটিং সফটওয়্যার For Android

আজ এমন ৩ টি Apps  এর কথা বলবো যার নাম আমরা হয়তো অনেকেই শুনেছি। এই তিনটিই Paid Apps। মানুষ বলে না “ভালো জিনিসের দাম টা সবসময় বেশিই হয়”। এই Apps গুলোও এমন। অস্থির অস্থির কাজ করা যায়, এই Apps গুলো দিয়ে।


১। Factune: এই এপসটি আমার খুবই প্রিয় আর এটি একটি Paid App যার মুল্য হচ্ছে ৪.১৯ ডলার। খুব সহজেই আপনি আপনার ছবির সকল দরকারি Editing এখান থেকে করে নিতে পারেন। যেমন- মুখের দাগ দূর করা, ব্রাইটনেস এডজাস্ট, দাত সাদা করা, স্কিন পরিস্কার ও সুন্দর করা, রেড আই, চুল ঠিক করা, ভ্রু ডিজাইন করা, ফেইস রিশেপ ও ম্যাকাপ ইত্যাদি আর ও অনেক কিছুই করতে পারবেন এই এপস টি দিয়ে।

ডাউনলোড করুনঃ এখান থেকে- Download


২। PS Touch (5.99$) এডোব ফটোশপ এর এন্ড্রয়েড এর Paid Version হচ্ছে “PS Touch”। PS photoshop নামে এটির একটি ফ্রি ভার্সন ও আছে প্লে স্টোর এ তবে তা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না। এই এপসটি দিয়ে আপনি ফটোশপের মতই ফটোশপের অনেক দরকারি কাজ এখন আপনার ফোনেই করে নিতে পারবেন। যেমন- পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ,ক্লোন করা, নতুন ট্যাব খুলে কাজ করা, এক ছবির সাথে অন্য ছবি কেটে এনে বসানো, টেক্সট যোগ করা ছবির সাথে, মুখের দাগ দূর করা ইতাদি সহ আর ও অনেক কিছু।

ডাউনলোড করুন এখান থেকেঃ Download


৩। AfterFocus Pro (1.99$) ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য অসাধারন একটি App হচ্ছে “AfterFocus Pro”। এটির সাহায্যে আপনি খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। ফিল্টার ইফেক্ট, অটো ফোকাস ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ব্লার সহ ব্লার ইফেক্টের সব রকম কাজ আপনি এই একটি মাত্র এপস দিয়েই সেরে নিতে পারবেন।
ডাউনলোড করুন এখান থেকে- Download

আপনি ইচ্ছে করলে এই Apps গুলো ফ্রিতে ব্যাবহার করতে পারেন। www.google.com এ সার্চ দিয়ে দেখেন অনেক ফ্রি পোর্টাল পেয়ে যাবেন। ব্যাস ডাউনলোড করুন আর ব্যাবহার করুন।
বুঝার সার্থে নিচে কিছু Video দেওয়া হলঃ



Labels: , , , ,

Thursday 21 September 2017

কিভাবে কম্পিউটারকে আরো গতিশীল করা যায়

Computer এ আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি। আর এই কাজ করার দরুণ Computer এর C-Drive এ অনেক টেম্পোরারী ফাইল তৈরি হয়ে যায়। এই ফাইল গুলো ক্লিক না করলে কম্পিউটার আগের থেকে স্লো হয়ে যায়।যার ফলে Ram ধীরে ধীরে কাজ করে।


কিভাবে ফাইলগুলো ডিলিট করবঃ
প্রথমেই আমাদের যেতে হবে “Run” এ অথবা Windows+R একত্রে চাপ দিলেও Run বক্স চলে আসবে।
১। Run বক্সে প্রথমে prefetch লিখে এন্টার করুন( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন)।

২। Run বক্সে temp লিখে এন্টার করুন(এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন)।

৩। Run বক্সে %temp% লিখে এন্টার করুন(এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন)

৪। Run বক্সে recent লিখে এন্টার করুন(এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন)

৫। Run বক্সে tree লিখে এন্টার করুন।

এখন প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর Properties এ ক্লিক করুন Disk Cleanup এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।

Labels: , , , , , , ,

Wednesday 20 September 2017

কেনো সাপের কামড়ে ঘোড়া মরে না(আজব-তথ্য)

দীর্ঘদিন ধরে সাপের বিষ থেকে মানুষের রক্ষার ক্ষেত্রে বিষ প্রতিষেধক তৈরি করা হয়ে থাকে ঘোড়ার রক্তের সিরাম দিয়ে। একটি ঘোড়াকে যদি সাপে ছোবল মারে তবে ঘোড়ার এতে কিছুই হয়না। সাধারণত খুব বেশি বিষাক্ত সাপের ছোবলে ঘোড়া দুই এক দিন একটু দুর্বল থাকে।


ঘোড়াকে সাপ ছোবল দিলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিশেষ বিষ প্রতিরোধী এন্টি ভ্যানম। এই এন্টি ভ্যানম সাপের বিষের কার্যকারিতা নষ্ট করে দিতে কাজ করে। ফলে ঘোড়ার শরীরে তৈরি হওয়া এই এন্টি ভ্যানম মানুষকে যদি সাপে ছোবল দেয় তবে প্রতিষেধক হিসেবে কাজ করে।

মূলত, সাপের বিষ প্রতিরোধে তৈরি হওয়া এন্টি ভ্যানম যা মানুষকে সাপে কামড় দিলে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়, তা তৈরি করতে সমগ্র বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য সাপের বিষ প্রতিষেধক তৈরির এন্টি ভ্যানম কোম্পানি। এদের মূল কাজ হচ্ছে ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ এবং পরবর্তীতে ঘোড়ার শরীরে তৈরি হওয়া এন্টি ভ্যানম থেকে মানুষের জন্য সাপের ছোবলের বিষ প্রতিরোধী ভ্যাক্সিন প্রস্তুত করা।


ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ করলে দুই এক দিনের মাঝেই ঘোড়ার রক্তে ঐ বিষ বিনষ্টকারী এন্টি ভ্যানম তৈরি হয়। এসময় ভ্যাক্সিন তৈরিকারী কোম্পানিরা ঐ সব ঘোড়া থেকে রক্ত সংগ্রহ করে রক্তের লোহিত এবং শ্বেত রক্ত কনিকা আলাদা করে শুধু সিরামটাই নেয়। এই সিরাম পরবর্তীতে আরও প্রক্রিয়াজাত হয়ে তৈরি হয় সাপের বিষ প্রতিরোধী এন্টি ভ্যক্সিন হিসেবে।

এভাবেই ঘোড়ার শরীরে বিষ প্রয়গের মাধ্যমেই যুগ যুগ ধরে মানুষকে সাপের বিষ থেকে রক্ষা করতে তৈরি হয়ে আসছে ভ্যক্সিন।


মশার রক্ত খাওয়ার পিছনের মজার কাহিনীগুলো(Click Here)

Labels: , , ,

Monday 18 September 2017

৫০% ফিরে পান Viewcash.org তে Deposit করা টাকা

সতর্কতাঃ এখন আর এই অফারটি চালু নেই। তাই তাদের মেইল এ টাকা পাঠাবেন না।
আমারা সবাই খুব দুঃখিত যে আমাদের মাঝে Viewcash তার লুক নিয়ে আর কখনো ফিরবে না।

কিছু হ্যাকার Viewcsh এর সিকিউরিটি ইঙ্ক্রেপ্ট ভেঙ্গে তাদের ১৫% ডাটা এবং Money লুট করেছে। তাই  viewcash অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গিয়েছে।
কিন্তু Viewcash আমাদের কে কখনো ঠকায় নাই। আর এখনো ঠকাচ্ছে না।
কিভাবে ঠকাচ্ছে না?
কেননা Viewcash.org তাদের গ্রাহকের ৫০% টাকা ফেতর দিচ্ছে।

অবশ্য এতে কিছু ধারাবাধা নিয়ম এটে দিয়েছেনঃ
১। আপনাকে কোম্পানিকে ১০% পে করতে হবে এই অফারটি পাওয়ার জন্য।
২। আপনাকে পেইজা তে পেমেন্ট করতে হবে।
৩। আপনি আপনার ৫০% ডিপজিট Money পেইজা/স্ক্রিল এর মাধ্যমে তুলতে হবে।
৪। আপনাকে অবশ্যই Viewcash  এর রিয়েল ইউজার হতে হবে।

Step 1:  প্রথমেই আপনাকে একটি মেইল দিয়ে সিউওর হতে হবে যে আপনি এই অফারের অন্তভুক্ত কি না? এটি জানতে আপনার মেইল থেকে Viewcashrecovery@yahoo.com এ আপনার শুধু Id নাম্বার লিখে মেইল করে দিন।

যদি আপনি এই অফারটি পান তাহলে এমন একটি মেইল আসবে।


কি কি লাগবে তা মেইলের ইন্সট্রাকশনে লেখা থাকবে।
কারো যদি পেইজা একাউন্ট না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ Viewcash.org কে আমাদের এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য।

সতর্কতাঃ এখন আর এই অফারটি চালু নেই। তাই তাদের মেইল এ টাকা পাঠাবেন না।




Labels: , , , , , ,

Thursday 14 September 2017

ক্লোন করুন যে কোন এন্ড্রয়েড এপ্স নিজ এন্ড্রয়েড ফোন দিয়ে।

আমাদের দেশের অধিকাংশ স্মার্ট ফোন ইউজারই এন্ড্রয়েড ইউজার। আর যার অধিকাংশই দুই সিম বা ডুয়েল সিম সাপোর্ট করে। ডুয়েল সিম সাপোর্ট করলেও স্মার্ট ফোন গুলোতে একি এপস দুইটা ইউস করা যায় না।

 কিন্তু দেখা যায় অনেক সময় একি এপস দুই বা তার অধিক প্রয়োজন হয়ে পরে। যেমন ধরুন ফেসবুকএপস টি বা ম্যাসেঞ্জারএপসটি।
আমাদের অনেকের একের অধিক ফেসবুক আইডি থাকে। কিন্তু একের অধিক ফেসবুক এপ্স ব্যবহার করা সম্ভব নয় একি ফোনে।
আজ তাই আপনাদের জন্য আমি নিয়ে এলাম এমন একটি এপস যার মাধ্যমে আপনি সহজেই যে কোন এপ্স সহজেই ক্লোন করতে পারবেন।

আর ইউজ করতে পারবেন একের অধিক যেকোন আইডি। একি সাথে আপনি এই এপ্স দিয়েই আপনার ক্লোন করা এপ্স গুলোর আইকোন ও নাম চেঞ্জ করে নিতে পারবেন। যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটি আসল এপ্স কোনটি ক্লোন।
এর নাম App Cloner Download
Play Store : Download

আর আমি আপনাদের যেই লিংকটি দিচ্ছি তা এই এপের প্রিমিয়াম ভার্সন। যা সম্পুর্ন ফ্রীতে।

এপটি ইউজ খুবিই সহজ তবুও যদি না বুঝে থাকেন তবে ইউটিউবে ভিডিওটি দেখতে পারেন। এর ফলে আপনার কাছে আরো সহজ বধ্য হয়ে এপটি ইউজ করা।

Labels: , , , ,

Tuesday 12 September 2017

https ও http কী? (বিস্তারিত)


“HTTP” হল একটি প্রটোকল। পুর্ণ রুপঃ HyperText Transfer Protocol। HyperText Transfer করবার জন্য যে প্রটোকল তাই “HTTP”


প্রশ্নঃ HyperText কি?

উত্তরঃ Hypertext বলতে আসলে ওয়েবের টেক্সট, লিংক এবং পাশাপাশি ওয়েব বেজড কন্টেন্ট যেমন ছবি, অডিও, ভিডিও ইত্যাদি কে বোঝায়।

https

 HyperText Transfer Protocol  secure।সহজ কথায় বলা যায় https হচ্ছে http-এর চেয়ে অধিকতর নিরাপদ। যখন ক্লায়েন্ট (Browser) ও সার্ভারের মধ্যে যোগাযোগ হয়, তখন http প্রটোকল ব্যবহার করলে মাঝে কোনো তৃতীয় পক্ষের দ্বারা ক্লায়েন্ট-সার্ভারের মধ্যে যেসব মেসেজ আদান-প্রদান হচ্ছে, সেগুলো পড়ে ফেলা সম্ভব। এতে নিরাপত্তার ঝুঁকি অনেক বেড়ে যায়।
 স্পর্শকাতর তথ্য যেমন ক্রেডিট কার্ড, পাসওয়ার্ড এগুলো চুরি করা সম্ভব হয়। আর যখন https ব্যবহার করা হয়, তখন ক্লায়েন্ট-সার্ভারের মধ্যে যোগাযোগটা এনক্রিপ্টেড (encrypted) থাকে। তাই তৃতীয় পক্ষের দ্বারা সেসব মেসেজ পড়ে মর্মার্থ উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এটি অনেক নিরাপদ।
আর তাই আজকাল  অনেক ওয়েব সাইট ই  https প্রটোকল  ব্যবহার করে থাকে, বিশেষ করে যে সমস্ত ওয়েব সাইট – এ পেমেন্ট সিস্টেম আছে কিংবা বিভিন্য ব্যাংক গুলো । পাশাপাশি ইমেইল সার্ভিস প্রভাইডার কিংবা সোস্যাল মিডিয়া ওয়েব সাইট গুলোও HTTPS Protocol ব্যবহার করে।

যেসব ওয়েবসাইট HTTPS Protocol ব্যবহার করে, এড্রেস বারে তাদের এড্রেসএর আগে দেখবেন সবুজ রং এ তাদের পুরো নাম দেয়া থাকে এবং এর উপর মাউস নিয়ে গেলে দেখায় কার কাছ থেকে এই সাইট টি ভেরিফাইট করা হয়েছে । এবং সামনে একটি সবুজ তালা ও থাকে।



HTTP

http এর মানে হচ্ছে Hyper Text Transfer Protocol। এটা এক ধরনের প্রোটোকল যা দিয়ে ইন্টারনেটে কমিউনিকেশন করতে হয়। কোন ওয়েবসাইট দেখার সময় এটি এখন ব্রাউজারে নিজে থেকেই ব্যবহার হয়ে থাকে তাই আলাদা ভাবে দেওয়া লাগবে না। HTTPS: আর https হচ্ছে Hypertext Transfer Protocol over Secure Socket Layer, অথবা HTTP over SSL, এটি নেটস্কেপ এর ডেভেলপড একটি সিস্টেম যা আপনার রিকোয়েস্ট এনক্রিপ্ট ও দিস্ক্রিপ্ট করে সার্ভারের সাথে তথ্য আদান প্রদান করবে। একই ভাবে সে সার্ভারের তথ্য ও এনক্রিপ্ট ও ডিসক্রিপ্ট করবে।

Labels: , , , , ,

URL কী(বিস্তারিত)

মোটামোটি ভাবে আমরা সবাই “URL” এর সাথে পরিচিত বা এর নাম শুনেছি। এই “URL” টা সাধারনত Web Browser এর এড্রেস বারে দেখতে পাই।


URL কাকে বলে?

উত্তরঃ কোন ওয়েব সাইটের ঠিকানাকে কম্পিউটারের ভাষায় URL বলা হয়। (Adress bar এর ভিতর যে লেখাগুলো থাকে তাইURL)


বিস্তারিতঃ
“URL” এর ফুল ফর্ম হচ্ছে  Uniform Resource Locator
যখন কোন Web-Site প্রবেশ করি তখন এড্রেসবারে URL স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে থাকে Web-Site প্রবেশ করার পর   এড্রেসবারে  লক্ষ করলে দেখা যাবে URL 
যেমনঃ http://allsectionbd.blogspot.com/url-full-form এইটি একটি URL

URL” সাধারনত ৩টি অংশ থাকে

  1. ১ম পার্ট টি হচ্ছে প্রটোকল , এটি হতে পারে http or https
  2. ২য় টি Domain name, এটি কখনও কখনও www দিয়ে শুরু হয় আবার কখন ও কখন ও হয়না, যেমন  উপরের allsectionbd.blogspot.com এটি একটি ডোমেন নেম এটি এমন ও হতে পারে www.allsectionbd.blogspot.com
  3. ৩য় অংশ টি হতে পারে একটি Page আর সবগুলো মিলেই হল একটি URL

Labels: , , , , , ,