Friday 21 September 2018

কিভাবে ব্লগ তৈরি করবেন ও টাকা কামাবেন? (A-Z Tutorials)

create a blog
আজকে আমরা দেখব কিভাবে গুগল এর ব্লগ তৈরি করতে হয়। এর জন্য আমাদের সর্ব প্রথম দরকার একটি Gmail Adressপ্রথম এ জি-মেইল এর এড্রেস দিয়ে লগিন করে, ব্রাউজারে একটি নতুন ট্যাব এ লিখুন www.blogger.com
এখন নিচের মত একটি পেইজ দেখতে পারবেন।

create a blog


এখানে আপনি আপনার ব্লগ টাইটেল এবং ব্লগ এড্রেস দিন। তারপর Create blog বাটন এ ক্লিক করুন। আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার ব্লগ এর ডিজাইন সিলেক্ট করে দিতে পারবেন। মনে রাখবেন আপনার ব্লগের এড্রেস গল আপনার ব্লগ এর URL লিংক। এই লিঙ্কটি আপনার ব্লগের জন্য একটি।
Create blog বাটন এ ক্লিক করার পর আপনি নিচের মত একটি পেইজ দেখতে পাবেন।

create a blog


এটি হল আপনার ব্লগ এর ড্যাশবোর্ড। এখানে মূলত আপনি আপনার ব্লগের সারমর্ম দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন আপনার ব্লগ কত জন ভিজিটর ভিজিট করেছেন, এছাড়া কমেন্ট এর সকল অপশন গুলো দেখতে পাবেন। কত গুলো পোষ্ট করা আছে এবং আপনার গুগল প্লাস এর ফলোয়ার্স এর সকল সংখ্যা দেখতে পারবেন।
প্রথমে আমরা দেখব কিভাবে একটি নতুন পোষ্ট করতে হয়। এজন্য New Post বাটনে ক্লিক করুন। তারপর নিচের মত একটি পেইজ দেখতে পাবেন।

create a blog


এখান থেকে আপনি আপনার পোষ্ট ইচ্ছে মত লিখতে পারবেন। পোষ্টটি লেখা শেষ হলে সেটা দেখতে কেমন হবে সেটা দেখার জন্য Preview বাটন এ ক্লিক করুন অথবা Publish বাটন এ ক্লিক করে Publish করে দিন।
এরপর যে অপশনটি আসবে সেটি দেখতে নিচের ছবির মতো দেখতে।

create a blog


All অপশন টি হল সকল পোষ্ট এর সংখ্যা। Draft হল যে পোষ্ট গুলো আপনি লিখেছেন কিন্তু এখনো Publish করেননি। আর Publish অপশন হলো যে পোষ্ট গুলো আপনি লিখে Publish করেছেন।
create a blog


এরপর আমরা দেখবো Page অপশন, যেটি দেখতে পোষ্ট অপশন এর মত। এখানেও All অপশন টি হল সকল পেইজের সংখ্যা। Draft হল যে পেইজ গুলো আপনি লিখেছেন কিন্তু এখনো Publish করেন নি। আর Publish হলো যে পেইজ গুলো লিখে Publish করেছেন।
create a blog

এরপর দেখতে পারবেন Commnet অপশন। এখানে মূলত আপনি দেখতে পাবেন, আপনা ব্লগের সকল Commentএখানে আপনি কমেন্ট গুলো Publish করতে পারবেন, রিমুভ করতে পারবেন অথবা চাইলে স্পাম করেতে পারবেন। এছাড়া দেখতে পারবেন কত গুলো কমেন্ট পাবলিশ আছে এবং কতগুলো কমেন্ট স্পাম আছে।
এরপর দেখতে পাবেন আপনার গুগল প্লাস এর প্রোফাইল লিঙ্ক। পেইজটি দেখতে নিচের ছবির মতো হবে।

create a blog


এখন আমরা দেখবো Status অপশন যেখানে দেখতে পাবেন আপনার ব্লগের ভিজিটর এর ডিটেইর্লস। আপনার ব্লগের কোন কোন দেশের ভিজিটর এসেছে, কোন কোন লিঙ্ক ভিজিট করেছে, প্রতিদিন কত জন ভিজিটর ভিজিট করল। একমাসে কত জন ভিজিট করেছে, আপনার ব্লগের ভিজিটর কিভাবে আসছে সেটিও দেখাবে।
নিচের ১ নং চিত্রে আপনার ব্লগের ট্রাফিকের অভারভিউ দেখতে পারবেন। ২ নং চিত্রে দেখতে পারবেন আপনার ব্লগের কোন পোষ্ট থেকে ভিজিটর ভিজিট করছে। ৩ নং চিত্র হতে আপনি দেখতে পাবেন আপনার ব্লগের ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে এসেছে নাকি সরাসরি আপনার ব্লগের URL টাইপ করে এসেছে নাকি অন্য কোন ওয়েব সাইট বা  Directory থেকে  এসেছে। ৪ নং চিত্র থেকে দেখতে পাবেন কোন দেখ থেকে কতজন আপনার ব্লগটি প্রতিদিন ভিজিট করেছে।

create a blog


Earning অপশন থেকে আপনি আপনার ব্লগের Adsense নিয়ন্ত্রণ করতে পারবেন।

create a blog


আপনি যদি আপনার ব্লগের প্রমোশন এর জন্য গুগলকে টাকা দিতে চান তাহলে Campaign অপশন থেকে Campaign তৈরি করতে পারেন।

create a blog


Layout হল আপনার  ব্লগ এর ডিজাইন এর অপশন। এখান থেকে আপনি আপনার ব্লগের ডিজাইন পরিবর্তন করতে পারবেন।
create a blog

এরপর Template অপশন থেকে আপনি আপনার ব্লগের ডিজাইন করতে পারবেন।
create a blog

Setting আপশন থেকে আপনি আপনার ব্লগ এর বিভিন্ন সেটিং পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ব্লগের এসইও করতে পারবেন।
create a blog

এখন আমরা দেখবো কিভাবে আপনি আপনার ব্লগ সাজাবেন। এজন্য প্রথমে আপনাকে যেতে হবে Layout অপশন এ।
প্রথমে আপনি যে অপশন টি দেখতে পারবেন সেটি হল Fabicon

create a blog

এই Favicon হল ১৬×১৬ অথবা ৩২×৩২px  একটি ইমেজ। এই ইমেজ টি আপনাকে আপলোড করতে হবে এজন্য প্রথমে Favicon অপশন এ ক্লিক করে তারপর আপলোড করেত হবে।
create a blog

এরপর যেটি পাবেন সেটি হল Navberযেটি আপনার ব্লগের উপরে থাকবে।

create a blog

এর জন্য আপনাকে যেতে হবে Layout অপশন এ। Navber এর Edit অপশন এ ক্লিক করলে নিভের ছবির মত একটি চিত্র দেখতে পাবেন। এখান থেকে আপনি যেকোন একটি Navber সিলেক্টকরেত পারেন অথবা OFF করে রাখতে পারেন।

create a blog

এখন আমরা ব্লগ এর মেনু বানাব। এজন্য আমাদেরকে Cross-Column এর Add a gadget অপশন এ ক্লিক করতে হবে। তবে তার আগে আমাদেরকে Labels বানাতে হবে। এজন্য আমরা একটি পোষ্ট করব। কিন্তু এ পোষ্ট এ আমরা শুধু Labels এ গিয়ে যে কয়টি মেনু করব সে কয়টি Labels লিখে পাবলিশ করব।
create a blog

মনে রাখতে হবে প্রতিটি Labels কমা চিহ্ন দিয়ে আলাদা করে দিতে হবে। এখন যে পোষ্ট টি Publish করলেন সেটি ভিউ করুন, আপনি যে Labels দিয়ে পোষ্ট টি করেছেন সেটি দেখাচ্ছে।
create a blog

এখন প্রতিটি Label কে আপনার ব্রাউজারের নিউ ট্যাবে ওপেন করুন তাহলে সবগুলো Label এর লিঙ্ক পেয়েযাবেন।
এখন আমরা Cross-column এ যাব। Edit অপশন এ ক্লিক করলে নিচের চিত্রের মতো একটি পপ আপ মেনু দেখতে পাব।

create a blog

এখনে আমরা Add external link নামে একটা বাটন দেখতে পাব, এখানে ক্লিক করেতে হবে।
তাহলে আমরা নিচের চিত্রের মতো আরো একটি পপ আপ মেনু দেখতে পাব।
create a blog

এখানে page title এ আপনি যে মেনু টি বানাচ্ছেন সেটি লিখবেন এবং তার নিচে URL লিখবেন। যেমন আমরা যদি About Us নামে একটি বাটন দেখতে চাই তাহলে Page title এ গিয়ে লিখতে হবে About Us এখন একটী আগে আপনি যে পোষ্ট টি করেছেন সেখান থেকে About Us label এর যে লিঙ্ক টি পেয়েছেন সেটি Web address(URL) এ দিয়ে দিন।
এখন Save Link এ ক্লিক করুন। এভাবে আপনি আপনার সবগুলো মেনু বানাতে পারবেন।
Main অপশন হল আপনার পোষ্ট এর সেটিং। এখন থেকে Edit অপশন এ ক্লিক করে পোষ্টভ এর সব রকম সেটিং পরিবর্তন করতে পারবেন
create a blog

এছাড়া Sidebar-right-1, footer-1,footer-2-1, footer-2-2 এর Edit অপশন এ ক্লিক করে অনেকগুলো Gadget অ্যাড করতে পারবেন।
Footer অপশন থেকে Copyright Text অ্যাড করতে পারবেন। এজন্য footer এর edit অপশন এ ক্লিক করুন তাহলে Text অ্যাড করার জন্য পপ আপ মেনু আসবে।এখানে আপনি আপনার ব্লগের Copyright অ্যাড করে Save বাটনে ক্লিক করুন।

create a blog

এখানে আপনি আপনার ব্লগ বানিয়ে ফেলতে পারেন।
ব্লগ থেকে আপনি অনেক ভাবে আয় করতে পারেন। যেমন ব্লগ কমেন্ট, ব্লগ বিক্রি করা। তবে সবচেয়ে বেশি আয় করেতে পারেন ব্লগ এ Adsense যুক্ত করে।




আজকের এই ব্লগটি লিখার মূল উদ্দেশ্য
বর্তমানে প্রচুর মানুষ বিশেষ করে বাংলাদেশ ও ইন্ডিয়া তে সার্চ-ইঞ্জিন এ গিয়ে লিখে, online income, make money online, earn money online, how to make money from home, make money from home, ways to make money online, earn money from home, ways to make money from home
কেউকেউতো অবশেষে বাংলাতে লিখে ফেলেন “ কিভাবে আয় করব? কিভাবে ব্লিগিং এর মাধ্যমে টাকা ইনকাম করব???
#অবশেষে ঘাটাঘাটি করে সঠিক কোনা সাইট পর্যন্ত পৌছতে না পেরে, সঠিক গাইডলাইনের অভাবে হতাশা গ্রস্থ হয়ে পড়ি।
তাই আজের টিউটোরিয়াল টা তাদের জন্য বানিয়েছি যারা ব্লগের মাধ্যমে টাকা কামাতে চান, তাদের প্রাথমিক সম্পুর্ণ টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য।



Labels: , , , , , , , , ,

Google Chrome ব্রাউজারের সকল শর্ট-কাট কি?

Google chrome short cut key
আমার যখন প্রথম নেটে হাত-খড়ি তখন ব্রাউজার বলতে Firefox কে বুঝতাম। যেটি ঐ সময়ে অনেক ভাল আপডেট ছিলো, কিন্তু সম্প্রতি ‘Google” এর তৈরিকৃত ‘Google Chrome” ব্রাউজার অনেক অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এর নতুন চেহারা, কাজের গতি, আর নতুন নতুন ফিচারের জন্য।
তাই বর্তমানে ব্রাউজারের জগতে এখন শির্সে আছে Google Chrome Browser
Google Chrome ব্রাউজার দিয়ে খুব সহজে এবং খুব তারাতারি কাজ করা যায়, দ্রুত কাজ করার ক্ষেত্রে Shortcut key খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজ Google Chorm Browser এর সকল শর্ট-কার্ট কি এবং এর ব্যাবহার সম্পর্কে আলোচলা করা হল, আশা করি আপনারা উপকৃত হবেন।

Adress-Bar এর সকল শর্ট-কাট(Google Chrome)
কাজ
শর্ট-কাট
১) ডিফল্ট সার্চ ইঞ্জিন দিয়ে খুজার জন্য
Type a search term + Enter
২) অন্য কোন সার্চ-ইঞ্জিন দিয়ে খুজার জন্য
Type a search engine nam + Tab
৩) একই উন্ডোতে www/com ছাড়া টাইপ করে সাইটের প্রবেশ করার জন্য
Type a site name + Ctrl + Enter
৪) নতুন ট্যাবে সার্চ-ইঞ্জিনে কিছু খুজার জন্য
Type a search term + Alt + Enter
৫) সরাসরি Adress বারে লিখার জন্য।
Ctrl + l or Alt + d or F6
৬) পেইজের যে কোন জায়গা থেকা সার্চ করার জন্য।
Ctrl + k or Ctrl + e

Webpage শর্ট-কাট(Google Chrome)
কাজ
শর্ট-কাট
১) বর্তমান পেইজ সরাসরি প্রিন্ট করার জন্য।
Ctrl + p
২) বর্তমান পেইজ Save করে রাখার জন্য।
Ctrl + s
৩) বর্তমান পেইজ Reload করার জন্য।
F5 or Ctrl + r
৪) বর্তমান পেইজ এর Reload থামানোর জন্য।
Esc
৫) পেইজ স্ক্রল করে উপরে নিচে উঠানোর জন্য।
Tab
৬) খুব দ্রুত পেইজ স্ক্রল করে উপরে নিচে উঠানোর জন্য।
Shift + Tab
৭) কম্পিউটার থেকে কোন ফাইল Chorm এ আনার জন্য।
Ctrl + o + Select a file
৮) কোন সাইটের সোর্চ ফাইল দেখার জন্য।
Ctrl + u
৯) বর্তমান সাইট টি বুক-মার্ক করে রাখার জন্য।
Ctrl + d
১০) যতগুলো ট্যাব ওপেন রয়েছে সবগুলো একসাথে বুক-মার্ক করার জন্য।
Ctrl + Shift + d
১১) ব্রাউজার ফুল-স্কীন অন/অফ করার জন্য।
F11
১২) ওয়েব পেইজ Zoom করার জন্য।
Ctrl and +
১৩) ওয়েব পেইজ Small করে দেখার জন্য।
Ctrl and -
১৪) ওয়েব পেইজ ডিফল্ট সাইজে দেখার জন্য।
Ctrl + 0
১৫) ওয়েব পেইজকে নিচের দিকে স্ক্রল করার জন্য।
Space or PgDn
১৬) ওয়েব পেইজকে উপরের দিকে স্ক্রল করার জন্য।
Shift + Space or PgUp
১৭) ওয়েব পেইজের একেবারে উপরে যাওয়ার জন্য।
Home
১৮) ওয়েব পেইজের একেবারে নিচে যাওয়ার জন্য।
End
১৯) বর্তমান ট্যাবে Home পেইজ খুলার জন্য।
Alt + Home

মাউসের শর্ট-কাট(Google Chrome)
কাজ
শর্ট-কাট
১) কোন ওয়েব পেইজের লিঙ্ক ট্যাবে দেওয়ার জন্য।
Drag a link to a tab
২) কোন ওয়েব পেইজের লিঙ্ক ট্যাবে দেওয়ার জন্য।
Ctrl + Click a link
৩) ওয়েব পেইজের লিংক ওপেন ও ঐ পেইজে যাওয়া।
Ctrl + Shift + Click a link
৪) ওয়েব পেইজের লিংক ওপেন ও ঐ পেইজে যাওয়া(শুধু মাউসের মাধ্যমে)।
Drag a link to a blank area of the tab strip
৫) ওয়েব পেইজের লিংক কে নতুন ট্যাবে ওপেন করার জন্য।
Shift + Click a link
৬) ওয়েব পেইজের লিংক কে নতুন ট্যাবে ওপেন করার জন্য(শুধু মাউসের মাধ্যমে)।
Drag the tab out of the tab strip
৭) যেকোন লিঙ্ক ডাউনলোড করার জন্য।
Alt + Click a link
৯) ওয়েব পেইজ Zoom করার জন্য।
Ctrl + Scroll your mousewheel up
৯) ওয়েব পেইজ Small করার জন্য।
Ctrl + Scroll your mousewheel down

Labels: , , , ,

Tuesday 18 September 2018

Solaimanlipi সহ সকল বাংলা ফ্রন্ট ইন্সটেলেশন ও ডাউনলোড(মেগা-পোষ্ট)


আমরা মোটামোটি সবাই বাংলা লিখি।
আর এই বাংলা লিখতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমনঃ বাংলা লেখা ভাঙ্গা ভাঙ্গা দেখা, অন্য কারো কাছে থেকে ফাইল নিয়ে এসে ওপেন করলে বাংলা দেখতে না পাওয়া, ওয়েব-ব্রাউজার এ ফ্রন্ট এর সমস্যা আরো কত কি?



আমরা সাধারণত এই বর্তমান সময়ে ২ টা কী-বোর্ড বেশি ব্যাবহার করিঃ
১। আভ্র কী-বোর্ড(Avro Keyboard)
২। বিজয় কী-বোর্ড(Bijoy Keyboard)

# অভ্র কী-বোর্ড(Avro Keyboard)
বর্তমান সময়ে বাংলা লিখার জন্য বিপ্লব ঘটিয়েছে অভ্র কী-বোর্ড(Avro Keyboard)। অভ্র কী-বোর্ডের মাধ্যমে খুব সহজ আর কম সময়ে Microsoft Office ও যেকোন Browser এ লিখা-লিখি করা যায়। আর এই আভ্র কী-বোর্ড(Avro Keyboard) এর আরেকটি বড় সুবিধা হলো Phonetic Keyboard।

সাধারণত আভ্র কী-বোর্ড(Avro Keyboard) এ সিয়াম রুপালি ইন্সটল করা থাকে। যার জন্য অন্য কী-বোর্ডের ফ্রন্ট গুলোর ফাইল ওপেন করলে লিখা গুলো বুঝা যায় না। তাই আরো কিছু ফ্রন্ট ইন্সটল করে নিন, এতে করে আপনার সমস্যা গুলো দূর হবে এবং লিখাকে দিতে পারবেন
একটি 
Smart Look। যাদের আভ্র কী-বোর্ড(Avro Keyboard) নেই তারা এই লিঙ্কে গিয়ে ডাউওলোড করে ইন্সটল করে নিন

১) সোলেমানলিপি(solaimanlipi): সোলেমানলিপির(solaimanlipi) ৪ টি ফন্ট ভার্সন Zip File এ (১)solaimanlipi_29-05-06 (২)solaimanlipi_22-02-2012 (৩)solaimanlipi_bold_10-03-12 ৪) 49- SolaimanLipi_Normal_Regular
২) আদর্শলিপি(Adorso Lipi)
(৩)সোলায়মান লিপি(solaimanlip)
৪) কালপুরুষ(Kalpurush) Zip File 
৫) সোনার বাংলা(Shoner Bangla)

# এই ৫টি ফ্রন্ট একবারে ডাউলোড করতে এখানে ক্লিক
করুন।

বিঃদ্রঃ ব্যাক্তিগত ভাবে আমি আপনার ২ টা ফ্রন্ট ব্যাবহার করার পারামর্শ দিব সোলেমানলিপি(solaimanlipi)/ সিয়ামরূপালি(Siyam Rupali) কেননা এই ২টি ফ্রন্ট সবখানে মানিয়ে নিতে পারে ও দেখতে সুন্দর।

কিভাবে Fonts Install করবেনঃ
১। ডাউনলোড কৃত ফাইল-গুলো Copy করে Control Panel >>>Appearance and Personalization>>> Fonts ফোল্ডার এ ডুকে Past করুন।







২। এখন আভ্র কী-বোর্ড(Avro Keyboard) এর Setting থেকে Font Fixer: Set default Bangla font সিলেক্ট করলে
Font Fixer নামে যে মেনু আসবে সেখানে সোলেমানলিপি(solaimanlipi)/ সিয়ামরূপালি(Siyam Rupali)/ আদর্শলিপি(Adorso Lipi) সিলেক্ট করে 
Fix It এ ক্লিক করতে হবে।





বিঃদ্রঃ কম্পিউটার Restart হতে চাইলে Restart দিন।

ইন্টানেট ব্রাউজারে সোলেমানলিপি(solaimanlipi) দেখতে চাইলেঃ

# ফায়াফক্স( FireFox): Tools থেকে Option  এ যান। Option মেনু থেকে Content নিচের ছবির মতো সব কিছু ঠিক-ঠাক করে দিন। আমার ফ্রন্ট হিসাবে Siyam Rupali দেওয়া আছে, সোলেমানলিপি(solaimanlipi) ফ্রন্ট দেখতে চাইলে solaimanlipi font সিলেক্ট করুন। 






গুগল ক্রম(Google Chorm): Setting থেকে Show Advanced Setting>>>Web content সেটিং>>> Customize Fonts এ ক্লিক করে নিচের ছবির মতো সোলেমানলিপি(solaimanlipi) font সিলেক্ট করে Ok দিন।









#বিজয় কী-বোর্ড(Bijoy Keyboard)
একসময় ছিলো যখন এই বাংলা লিখার জগতে বিজয় কী-বোর্ড(Bijoy Keyboard) এক চটিয়া ব্যাবহার করত। তবে এখনো এই কী-বোর্ডের ব্যাবহারকারী খুব কম নয়।
বিজয় কী-বোর্ড(
Bijoy Keyboard) এর Fonts Install করা খুব সহজ।

১) প্রথমে Bijoy keyboard এর সকল ফ্রন্ট ডাউনলোড করে নিন। আপনারদের সুবিধার্থে Zip File এ বিজয় কী-বোর্ডের ৯১৫ টা ফ্রন্ট দেওয়া হলো SutonnyMJ font সহ।


২) Download করার fonts গুলো আন-জিপ করে সবগুলো Copy করে Control Panel >>>Appearance and Personalization>>> Fonts ফোল্ডার এ ডুকে Past করুন।

এখন যে Word এ গিয়ে যে Font এ লিখতে চান তা সিলেক্ট করুন আর লিখুন। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের বুঝাতে সফল হয়েছি। যদি কোন প্রশ্ন থাকে বা fonts Install করতে সমস্যার সম্মুখীন হন, তবে কমেন্ট করে জানাতে দ্বিধাবোধ করবেন না। ধন্যবাদ।




Details of SolaimanLipi.ttf
Font Family :
SolaimanLipi
Subfamily :
Normal
Identifier :
SolaimanLipi
Full Name :
SolaimanLipi
Version :
Various
Postscript Name :
SolaimanLipi
Copyright :
Designed by Solaiman Karim. Redistributed By Altruists International.  2003 Altruists International All Rights Reserved.




আমার ব্লগ টি আপনার পছন্দের তালিকায় থাকলে অবশ্যই, হোম পেইজের উপরের দিকে Subscription  Box এ আপনার  Email দিয়ে সাবস্ক্রাইব করে, ইমেইলে ভেরিভাই করে নিন এবং আমার এই ব্লক টির নিচের দিকে Follow বাটনে ক্লিক করতে ভুলবেন না।ধন্যবাদ।

Labels: , , , , , , , , , , ,