মোটামোটি ভাবে আমরা সবাই “URL” এর সাথে পরিচিত বা এর নাম শুনেছি। এই “URL” টা সাধারনত Web Browser এর এড্রেস বারে দেখতে পাই।
URL কাকে বলে?
উত্তরঃ কোন ওয়েব সাইটের ঠিকানাকে কম্পিউটারের ভাষায় URL বলা হয়। (Adress bar এর ভিতর যে লেখাগুলো থাকে তাইURL)
বিস্তারিতঃ
“URL” এর ফুল ফর্ম হচ্ছে Uniform Resource Locator।
যখন কোন Web-Site এ প্রবেশ করি তখন এড্রেসবারে URL স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে থাকে। Web-Site এ প্রবেশ করার পর এড্রেসবারে লক্ষ করলে দেখা যাবে URL।
যেমনঃ http://allsectionbd.blogspot.com/url-full-form এইটি একটি URL।
“URL” এ সাধারনত ৩টি অংশ থাকে ।
- ১ম পার্ট টি হচ্ছে প্রটোকল , এটি হতে পারে http or https
- ২য় টি Domain name, এটি কখনও কখনও www দিয়ে শুরু হয় আবার কখন ও কখন ও হয়না, যেমন উপরের allsectionbd.blogspot.com এটি একটি ডোমেন নেম । এটি এমন ও হতে পারে www.allsectionbd.blogspot.com
- ৩য় অংশ টি হতে পারে একটি Page আর সবগুলো মিলেই হল একটি URL


Comments
Post a Comment