Thursday 21 September 2017

কিভাবে কম্পিউটারকে আরো গতিশীল করা যায়

Computer এ আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি। আর এই কাজ করার দরুণ Computer এর C-Drive এ অনেক টেম্পোরারী ফাইল তৈরি হয়ে যায়। এই ফাইল গুলো ক্লিক না করলে কম্পিউটার আগের থেকে স্লো হয়ে যায়।যার ফলে Ram ধীরে ধীরে কাজ করে।


কিভাবে ফাইলগুলো ডিলিট করবঃ
প্রথমেই আমাদের যেতে হবে “Run” এ অথবা Windows+R একত্রে চাপ দিলেও Run বক্স চলে আসবে।
১। Run বক্সে প্রথমে prefetch লিখে এন্টার করুন( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন)।

২। Run বক্সে temp লিখে এন্টার করুন(এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন)।

৩। Run বক্সে %temp% লিখে এন্টার করুন(এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন)

৪। Run বক্সে recent লিখে এন্টার করুন(এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন)

৫। Run বক্সে tree লিখে এন্টার করুন।

এখন প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর Properties এ ক্লিক করুন Disk Cleanup এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।

Labels: , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home