অনেকেই আমার এক্সেল বইটি পড়ার পর আমাকে রিকুয়েস্ট করেছিলো একটি সম্পুর্ন রেসাল্ট শিট কিভাবে তৈরী করতে হয় তা নিয়ে একটি পোস্ট করতে, কারণ আমার বইয়ে এইটা ছিলো না। অনেকদিন করবো করবো করেও করা হচ্ছিলো না; তাই গতকাল রাতে একটি ভিডিও বানিয়ে ফেললাম। ভিডিও এর লিঙ্কটি পোস্টে দেওয়া আছে। যেহেতু প্রথম ভিডিও টিউটোরিয়াল তাই ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে ভুল গুলো ঠিক করতে পারি তা জানালে উপকারিত হবো। ভিডিওটি দেখলে আপনি যেকোন স্কুল কলেজের রেসাল্ট মাইক্রোসফট এক্সেলে তৈরী করতে পারবেন। ভিডিওতে যেই ফর্মুলা গুলা ব্যবহার করা হয়েছে ঐগুলা নিচে দেওয়া আছে। Formula for calculating Letter Grade- =IF(E7>=80,"A+",IF(E7>=70,"A",IF(E7>=60,"A-",IF(E7>=50,"B",IF(E7>=40,"C",IF(E7>=33,"D","F")))))) Formula for Calculating Grade Point in terms of Letter Grade- =IF(F7="A+",5,IF(F7="A",4,IF(F7="A-",3.5,IF(F7="B",3,IF(F7="C",2,IF(F7="D",1,0)))))...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.