Friday 21 September 2018

Google Chrome ব্রাউজারের সকল শর্ট-কাট কি?

Google chrome short cut key
আমার যখন প্রথম নেটে হাত-খড়ি তখন ব্রাউজার বলতে Firefox কে বুঝতাম। যেটি ঐ সময়ে অনেক ভাল আপডেট ছিলো, কিন্তু সম্প্রতি ‘Google” এর তৈরিকৃত ‘Google Chrome” ব্রাউজার অনেক অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এর নতুন চেহারা, কাজের গতি, আর নতুন নতুন ফিচারের জন্য।
তাই বর্তমানে ব্রাউজারের জগতে এখন শির্সে আছে Google Chrome Browser
Google Chrome ব্রাউজার দিয়ে খুব সহজে এবং খুব তারাতারি কাজ করা যায়, দ্রুত কাজ করার ক্ষেত্রে Shortcut key খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজ Google Chorm Browser এর সকল শর্ট-কার্ট কি এবং এর ব্যাবহার সম্পর্কে আলোচলা করা হল, আশা করি আপনারা উপকৃত হবেন।

Adress-Bar এর সকল শর্ট-কাট(Google Chrome)
কাজ
শর্ট-কাট
১) ডিফল্ট সার্চ ইঞ্জিন দিয়ে খুজার জন্য
Type a search term + Enter
২) অন্য কোন সার্চ-ইঞ্জিন দিয়ে খুজার জন্য
Type a search engine nam + Tab
৩) একই উন্ডোতে www/com ছাড়া টাইপ করে সাইটের প্রবেশ করার জন্য
Type a site name + Ctrl + Enter
৪) নতুন ট্যাবে সার্চ-ইঞ্জিনে কিছু খুজার জন্য
Type a search term + Alt + Enter
৫) সরাসরি Adress বারে লিখার জন্য।
Ctrl + l or Alt + d or F6
৬) পেইজের যে কোন জায়গা থেকা সার্চ করার জন্য।
Ctrl + k or Ctrl + e

Webpage শর্ট-কাট(Google Chrome)
কাজ
শর্ট-কাট
১) বর্তমান পেইজ সরাসরি প্রিন্ট করার জন্য।
Ctrl + p
২) বর্তমান পেইজ Save করে রাখার জন্য।
Ctrl + s
৩) বর্তমান পেইজ Reload করার জন্য।
F5 or Ctrl + r
৪) বর্তমান পেইজ এর Reload থামানোর জন্য।
Esc
৫) পেইজ স্ক্রল করে উপরে নিচে উঠানোর জন্য।
Tab
৬) খুব দ্রুত পেইজ স্ক্রল করে উপরে নিচে উঠানোর জন্য।
Shift + Tab
৭) কম্পিউটার থেকে কোন ফাইল Chorm এ আনার জন্য।
Ctrl + o + Select a file
৮) কোন সাইটের সোর্চ ফাইল দেখার জন্য।
Ctrl + u
৯) বর্তমান সাইট টি বুক-মার্ক করে রাখার জন্য।
Ctrl + d
১০) যতগুলো ট্যাব ওপেন রয়েছে সবগুলো একসাথে বুক-মার্ক করার জন্য।
Ctrl + Shift + d
১১) ব্রাউজার ফুল-স্কীন অন/অফ করার জন্য।
F11
১২) ওয়েব পেইজ Zoom করার জন্য।
Ctrl and +
১৩) ওয়েব পেইজ Small করে দেখার জন্য।
Ctrl and -
১৪) ওয়েব পেইজ ডিফল্ট সাইজে দেখার জন্য।
Ctrl + 0
১৫) ওয়েব পেইজকে নিচের দিকে স্ক্রল করার জন্য।
Space or PgDn
১৬) ওয়েব পেইজকে উপরের দিকে স্ক্রল করার জন্য।
Shift + Space or PgUp
১৭) ওয়েব পেইজের একেবারে উপরে যাওয়ার জন্য।
Home
১৮) ওয়েব পেইজের একেবারে নিচে যাওয়ার জন্য।
End
১৯) বর্তমান ট্যাবে Home পেইজ খুলার জন্য।
Alt + Home

মাউসের শর্ট-কাট(Google Chrome)
কাজ
শর্ট-কাট
১) কোন ওয়েব পেইজের লিঙ্ক ট্যাবে দেওয়ার জন্য।
Drag a link to a tab
২) কোন ওয়েব পেইজের লিঙ্ক ট্যাবে দেওয়ার জন্য।
Ctrl + Click a link
৩) ওয়েব পেইজের লিংক ওপেন ও ঐ পেইজে যাওয়া।
Ctrl + Shift + Click a link
৪) ওয়েব পেইজের লিংক ওপেন ও ঐ পেইজে যাওয়া(শুধু মাউসের মাধ্যমে)।
Drag a link to a blank area of the tab strip
৫) ওয়েব পেইজের লিংক কে নতুন ট্যাবে ওপেন করার জন্য।
Shift + Click a link
৬) ওয়েব পেইজের লিংক কে নতুন ট্যাবে ওপেন করার জন্য(শুধু মাউসের মাধ্যমে)।
Drag the tab out of the tab strip
৭) যেকোন লিঙ্ক ডাউনলোড করার জন্য।
Alt + Click a link
৯) ওয়েব পেইজ Zoom করার জন্য।
Ctrl + Scroll your mousewheel up
৯) ওয়েব পেইজ Small করার জন্য।
Ctrl + Scroll your mousewheel down

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home