Saturday 29 July 2017

নতুনরা যেভাবে ব্লগিং করে ইনকাম করবেন



প্রথমে আপনাকে Decision নিতে হবে আপনি কোন প্লাটফর্মে কাজ করবেন। ওয়ার্ডপ্রেস এ নাকি ব্লগারে। এখন যারা নতুন ব্লগিং এ আসতেছে সবাই ওয়ার্ডপ্রেস দিয়ে ই সাইট বানাচ্ছে। আর এদের প্রায় ৮২ মিলিয়ন একটিভ মেম্বার রয়েছে, আরো রয়েছে অনেক প্লাগিন, এড-অন্স, যা দিয়ে আপনি আপনার সাইটকে ফুললি কাস্টমাইজ করতে পারবেন, আরো অনেক ফ্রি থিম ও পাবেন।


আপনি চাইলে গুগোল এর ব্লগার ও ব্যাবহার করতে পারেন এটাতেও অনেক ফিচার রয়েছে। তবে আমি বলব ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে ই-সাইট খুলতে।
  তারপর আপনার দরকার হবে ডোমেইল হোস্টং এরডোমেন হল একটি নাম। আপনার একটি নাম আছে যেই নামটি ধরে আপনাকে সবাই ডাকে ঠিক এমনিভাবে ওয়েবসাইট এর ও একটি নাম থাকে এই নামটিকেই বলা হয় ডোমেইন।  আর হোস্টিং হল এক কথায় বলতে গেলে ওয়েব হোস্টং হল একটি জায়গা যেখানে ওয়েব সাইট টি রাখা হয়। আর একটু যদি সহজ ভাবে বলা যায় তাহলে বলা যায়, একটি ওয়েব সাইট একটি কম্পিউটারে সংরক্ষন করা হয়। যেইভাবে আপনার বাড়িতে কোন জিনিস সংগ্রহ করেন। আপনারা Bluehost, HostGator, godady থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন।


কেমন ইনকাম হয় ব্লগিং করে ??
·        আপনারা যারা মোটামোটি ইন্টারনেট ব্যাহার করেন সাবাই  techcrunch ওয়েব সাইট টি চিনেন এটা একটা পপুলার ব্লগসাইট এই সাইটের প্রতি বছর ইনকাম  $1,000000 ডলার, তারপর mashble.com, perehilton.com, huffington post ও সেইম এমাউন্ট ইনকাম করে থাকে। এরা সাইট চালাতে পেইড রাইটার হায়ার করে তাদের সাইটে লেখার জন্য আর আমাদের বাংলাদেশে ও অনেক সফল ব্লগার আছে যারা কিনা মোটামোটি ৫-৬ হাজার ডলার ইনকাম করে থাকে প্রতিমাসে শুধু মাত্র ব্লগিং করে।

এখন আপনি কি কি টপিক নিয়ে ব্লগিং করলে সফল হবেন তারাতারি ??
১।  How to, আমরা যাখন কিছু শিখতে চাই তখন গুগল বা ইউটিউবে গিয়ে সার্চ দেই how to ব্লা ব্লা ব্লা, এটা একটা পপুলার হট টপিক। এই টপিক নিয়ে ব্লগিং করতে পারেন।
২। Politics এটিও একটি পপুলার টপিক। রাজনৈতিক টপিকটা সারা বছর ই কোন না কোন দেশে লেগেই থাকে। এই টা একটা টপিক।
৩। Beginner guides এটাও একটা হট টপিক।আপনি অনলাইনে ইনকাম এর অনেক উপায় জানেন তাহলে এই গুলোর উপর আপনি ব্লগিং করতে পারেন। তখন লিখবেন অমুক কাজের বিগেনার গাইড।
৪। Product reviews যে কোন নতুন পণ্য যেমন নতুন মোবাইল, নতুন পিসি, লেপটপ এই গুলোর রিভিও দিতে পারেন। যারা এমাজন নিয়ে কাজ করে তাদের এই ধরনের পোডাক্ট রিভিও সাইটের প্রয়োজন হয়।
৫। Tech Support যদি টেকনোলজি নিয়ে সাপর্ট দিতে চান তাহলে বিভিন্ন কম্পানির হার্ডওয়্যার, সফটওয়্যার এর টেকনোলজি সাপোর্ট নিয়েও ব্লগিং করতে পারেন।
রেগুলার পোস্টঃ

যখন আপনি ব্লগ খুলে ফেলবেন তখন সেখানে রেগুলার পোস্ট দিতে হবে এতে করে আপনার ব্লগের পাঠকেরা আপনার সাইটেই থাকবে উপরে যে সাইট গুলো দিলাম ভিজিট করে দেখবেন তারা প্রতিদিন নতুন নতুন পোস্ট দিতেছে।যার কারনে তারা এতো জনপ্রিয়তা পেয়েছে।
আপনার ব্লগ সাইট প্রমোট করবেন যেভাবেঃ

শুধু সাইট বানিয়ে বসে থাকলেই চলবেনা এটাকে সবখানে ছাড়তে হবে আর না হয় ভিজিটর আসবেনা। আর ভিজিটর না আসলে আপনার ইনকাম ও হবে না। ব্লগ কমেন, আপনার ব্লগ সাইট রিলেটেড সাইটে আপনি ব্লগ কমেন্ট করতে পারেন, আর যখন কমেন্ট করবেন আপনার সাইটের লিংক টা ও দিয়ে দিবেন।
Guest blog:

যাদের ভাল ও পপুলার ব্লগ আছে আপনি তাদের সাথে কন্টাক করে বলতে পারেন যে আপনি তার জন্য ফ্রিতে আর্টিকেল লিখে দিবেন আর সে যখন পোষ্ট করবে তখন বলবেন আপনার সাইটের লিংটি যেনো দিয়ে দেয়। তবে সেই লোকের সাইট আর আপনার সাইট রিলেটেড হতে হবে। ফেইজবুক,টুইটার, ইউটিউব, এ প্রসার ঘটাতে পারেন।
Social bookmarking site:

 এই সাইটগুলোতে আপনি আপনার লিংক শেয়ার করতে পারেন সাইটগুলো হল dig, stumbleupon, buzz, yahho, fark, mix.com এতে করে আপনার সাইটের ভিজিটর বাড়বে।

কিভাবে আপনার ব্লগ সাইট থেকে ইনকাম করবেনঃ
১। ভালো কন্টেন্ট।
২। অনেক ভিজিটর।
এইগুলি যদি থাকে তাহলে আপনার সাইটে আপনি গুগোল এডসেন্স ব্যাবহার করতে পারেন। এটি ব্যাবহার করার জন্য আপনার সাইটে ভালো ভিজিটর লাগবে , মান সম্মত কপি পেস্ট ছাড়া আর্টিকেল পাবলিশ করতে হবে। আর ৭০% ট্রাফিক সার্জ ইঞ্জিন থেকে আসতে হবে আর আপনার ভালো এসইও জানতে হবে, ভয় পাওয়ার কিছুই নেই SEO নিয়ে google.com এ গিয়ে লিখবেন Seo bangle tutorial সব আপনার সামনে চলে আসবে।
ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে।  _______________জল তরঙ্গ_______  



Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home