Monday 31 July 2017

ঠিক Time এ বন্ধ হবে আপনার পিসি

আমরা অনেকেই অনেক রকম টিপস খাটিয়ে অটোমেটিক পিসি বন্ধ করার নিয়ম শিখেছি। কিন্তু আজ আমি আপনাদের যে সফট দিব তা কিন্তু কম না।আমার কাছে ভাল লেগেছে। আপনার ভাল না লেগে যাবে কই। আশা করি ভাল লাগবে। 




আমরা সবাই কম বেশি নেট থেকে বড় ফাইল, মুভি , অপারেটিং সিস্টেম ডাউনলোড দেই। এসব এর সাইজ বড় বলে অনেক সময় লাগে। যার ফলে পিসি  কে অনেক সময় ৪,৫ ঘন্টা চালু রাখতে হয়।
 অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে।  এতে পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়। কিন্তু আপনি  একটু বুদ্ধি খাটালেই আপনার পিসি নিজে নিজে বন্ধ করাতে পারেন। তাহলে আসুন নিয়মটা শিখে নেই । 

ধরুন আপনি একটা কিছু ডাউনলোড দিলেন। দেখলেন শেষ হতে 3
 ঘন্টা লাগবে। এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন। তখন আপনাকে যা করতে হবে তা হল।

প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য। তারপর চালু করুন।




Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home