![]() |
| Buy online Train Titcket BD |
বাংলাদেশে মোটামোটি অনেকদিন আগে থেকেই ট্রেনের অনলাইন টিকিট ক্রয়(Buy online Train Titcket) করার সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু অনেক মানুষই এই ব্যাবপারে অজ্ঞ নয়, কিভাবে টিকিট কাটবে বা ট্রেনে উঠে টি-টি কে কিভাবে প্রমাণ দিবে সে টিকিট কেটেছে নির্দিষ্ট সিটের জন্য?? তাই আজকে এই ব্যাবপারে বিস্তারিত আলোচনা করব।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার ২টি পদ্ধতি রয়েছেঃ
১) Apps এর মাধ্যমে, যেটি আপনি GooglePlay Store এ পেয়ে যাবেন খুব সহজেই।
২) ওয়েব এর মাধ্যমে, যেকোন Browser ব্যাবহার করে। আজ আমি আলোচনা করব, কিভাবে Web এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে হবে।
যে যে সুবিধাগুলো পাচ্ছেনঃ
১) আপনার নির্দিষ্ট স্থান এ যেতে কত টাকা ভাড়া লাগবে তা দেখতে পারবেন।
২) আপনি যে তারিখে ভ্রমণ করবেন তার সর্বোচ্চ ১০ দিন আগে টিকিট ক্রয় করতে পাবেন।
৩) আপনার পছন্দমতো সিট বাছাই করতে পারবেন(যদি না আগে থেই কেউ ক্রয় করে না থাকে)।
৪) অনলাইনে টিকিট কেনা টাকা পরিশোধ করতে পারবেন bkash, Rocket, Debit card অথবা Credit card এর মাধ্যমে।
### প্রথমেই যাবেন Bangladesh Railway এর অফিশিয়াল সাইট এ... https://www.esheba.cnsbd.com
এখন ছবিতে দেখানো যায়গায় ক্লিক করে Register করতে হবে(শুধুমাত্র প্রথম বার টিকেট কাটার জন্য, পরবর্তিতে শুধু Login করার মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
# যাবতিয় তথ্য দিয়ে ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন।
# আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে, সেটি নির্ভুল্ভাবে উপরের আসা পেইজটি দিতে Verify করুন।
# রেজিষ্ট্রেশন এর প্রক্রিয়া শেষ, এখন আপনি কোথায় থেকে কোথায় যাবেন, কয় তারিখের টিকিট নিবেন, কয়জন পেসেঞ্জার এর টিকিট ক্রয় করতে চান, অপ্রাপ্ত বয়ষ্ক বাচ্চা আছে কিনা, সব তথ্য সঠিক মতো দিয়ে Find এ ক্লিক করুন।
# এখন আপনি আপনার গন্তব্যস্থান এর জন্য কয়টি ট্রেন রয়েছে, কয়টায় ট্রেন রয়েছে, বিস্তারিত তথ্য দেখতে পারবেন(ভাড়া সহ)। আপনি যেই সময়ে যেতে চাচ্ছেন সেই সিডিউলের উপর Details এ ক্লিক করবেন।
# Purchase এ ক্লিক করুন।
# Buy Titcket এ ক্লিক করুন।
# Payment যেটিদিয়ে করবেন সেটি সিলেক্ট করুন।
# এখন ছবিতে দেখানো যায়গায় ক্লিক করে Register করতে হবে(শুধুমাত্র প্রথম বার টিকেট কাটার জন্য, পরবর্তিতে শুধু Login করার মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
যাবতিয় তথ্য দিয়ে পেমেন্ট করার পর। আপনার Email চেইক করুন, ই-মেইলে আসা টিকিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
বিঃদ্রঃ আপনি নিজে যদি ভ্রমণ করেন তবে শুধু প্রিন্টেড কপিটি নিয়ে ট্রেনে ভ্রমণ করতে পারেন, কিন্তু আপনি যদি অন্যকারো জন্য টিকিট ক্রয় করেন, তবে সেই ব্যাক্তি কে, প্রিন্টেড কপিটি নিয়ে ভ্রমণের আগে টিকিট কাউন্টার থেকে কপি দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে।











Nice Content
ReplyDeleteবলছি আমার একটা নিউজ ব্লগে rank korche na
ReplyDeleteবলছি স্যার, একটা ব্লগ বানাতে চাই একটা ভালো কীওয়ার্ড দেখে দেবেন
Deleteবাংলা টেক ব্লগ বানাতে চাই,পুরো blogger Bangladesh.com er moto
ReplyDeleteআপনকে কি বলে ধন্যবাদ জানাই যে
DeleteSir,bolchi kono education blogger templates ache je ta seo friendly abong dekhte professional dekhte lage
ReplyDelete