অনেকে এডসেন্স একাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে এডসেন্স এর শর্তগুলো না মানার কারণে, আর গুগল যেই এডসেন্স একাউন্ট ডিজেবল করে সেটি আর কান্না-কাটি করেও ফিরে পাওয়া যায় না। আজ পর্যন্ত কোন ডিজেবল একাউন্ট পুনরায় ফিরে পাওয়ার ঘটনা আমি দেখি নাই।
তাই আপনার গুগল এডসেন্স কে জীবিত রাখতে এই শর্তগুলো অবশ্যই আপনাকে মানতে হবে, নতুন কোনদিন ঘুম থেকে উঠে দেখবেন ডিজেবল মেইল চলে এসেছে।
তাই আপনার গুগল এডসেন্স কে জীবিত রাখতে এই শর্তগুলো অবশ্যই আপনাকে মানতে হবে, নতুন কোনদিন ঘুম থেকে উঠে দেখবেন ডিজেবল মেইল চলে এসেছে।
১) Website/blog/ YouTube এ নিজের বিজ্ঞাপনের উপর নিজে ক্লিক করা যাবে না।
২) থার্ড-পার্টি বা নিজের কেউ কেই আপনার বিজ্ঞাপনে ক্লিক করার জন্য বলা যাবে না।
৩) সাইটে 18+ কোন কন্টেন্ট ব্যাবহার করা যাবে না, এটা হতে পারে Image/Text.
৪) এমন কোন সাইটে এড বসানো যাবে না যেই সাইটের কন্টেন্ট কপি করা।
৫) আন-সাপোর্টেড ভাষা ব্যাবহার থেকে বিরত থাকুন।
৬) সাইটে ব্লাক-এসইও করা থেকে বিরত থাকুন।
৭) Auto ভিজিটর ব্যাবহার করা যাবে না।
৮) সর্বদা একটি মাত্র এডসেন্স একাউন্ট ব্যাবহার করুন, এক আইপি, একই মোবাইল বা একই কম্পিউটার দিয়ে মাল্টি একাউন্ট খুলার চেষ্টা করবেন না।
সাধারণত এই কয়েকটা নিময় ফলো করলেই চলবে, আরো কিছু নিয়ম কানুন রয়েছে তবে এতোটা জোড়াল নয়। এক কথা কোন অসদ উপায় ব্যাবহার করা যাবে না।
আরো দেখুনঃ

Comments
Post a Comment