![]() |
| Google Adsense |
গুগুল এডসেন্স এমন একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক যার সাথে অন্য কোন বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যায় না। আমরা এই এড নেটওয়ার্ক থেকে কি কি পদ্ধতিতি টাকা ইনকাম করতে পারি তা পূর্বের আর্টিকেল এ বিস্তারিত তুলে ধরা হয়েছে।
আপনার ওয়েব সাইট/ব্লগ/ ইউটিউট চ্যানেলের অন্য আবেদন করতে হলে, খুব বেশি কিছু লাগবে না, কারন সব রকম ইন্সট্রাকশন এডসেন্স এর সাইটেই দেওয়া রয়েছে।
Google Adsense একাউন্ট ২ ধরনের
১) হোষ্টেড একাউন্ট
২) নন-হোষ্টেড একাউন্ট।
হোষ্টেড একাউন্ট: Youtube ব্যাভারকারীরা যেই এডসেন্স একাউন্ট পাবেন সেটি হচ্ছে “হোষ্টেড একাউন্ট।
নন-হোষ্টেড একাউন্ট: যারা ব্লগ/ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স একাউন্ট পাবেন সেই একাউন্ট কে বলা হয় নন-হোষ্টেড একাউন্ট।
প্রথমেই বলে রাখি, যেইটির জন্যই আবেদন করুন না কেনো, আপনার অবশ্যই G-mail একাউন্ট থাকতে হবে।
YouTube এর জন্য যে ভাবে Adsense আবেদন করবেনঃ
প্রথমেই আপনার ব্যাউজারে গিয়ে gmail এ লগিন করে নিন। তাহলে দেখবেন আটোমেটিক
YouTube channel টি YouTube.com এ এড হয়ে গিয়েছে, যদি এড না হয় তবে YouTube.com এ গিয়ে Add Account এ গিয়ে আপনার YouTube channel এর Gmail এবং পাওয়ার্ড দিয়ে Login করেন।
Login করার পর channel আইকন এ ক্লিক করে Creator Studio তে ক্লিক করুন।
তারপর Channel লিখাটির উপরে ক্লিক করুন।
Channel এ ক্লিক করার পর নিচের ছবির মতো মনিটাইজ অপশন আসবে, এখন আমাএর কাজ এই মনিটাইজ অপশন টা চালু/ এনাবল করে দিতে হবে।
এর পর ষ্টেপ বাই ষ্টেপ, আপনার সঠিক তথ্য দিয়ে ফর্মগুলো পূরণ করুন।
Website এর জন্য যে ভাবে Adsense আবেদন করবেনঃ
প্রথমে আপনাকে Google AdSense এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি ঠিকঠাকভাবে ফিলাপ করে সাইন-আপ করতে হবে। তারপর আপনার Website টি এড করার অপশন পাবেন, সেখান থেকে আপনার Website টি এড করে নিন, এবং অপেক্ষা করুন যতদিন না পর্যন্ত আপনার সাইটটি Google Adsense Approved করছে।

Khub helpful Content
ReplyDeleteSir, Apnar Bloger theme tar nam ki?
ReplyDelete