Wednesday 8 January 2020

গুগল এডসেন্স "Google Adsense" এর অপশন পরিচিতি

google_adsense_CTR_CPC_CPM
যাদের গুগল এডসেন্স রয়েছে, তারা নতুন অবস্থায় Google Adsene এ লগিন করলে অনেক হাবি-জাবি লিখা তাকে ডিপ্রেশনে ফালিয়ে দেয়। তাই এইসব লিখা মানে নিয়ে লিখতে আসলাম, যাতে কবে আপনাদের কিছুটা হলেও জানতে সাহায্য করতে পারি।


Click (ক্লিক)ঃ Google Adsene  এ লগিন করলে ক্লিক লিখাটি চোখে পড়ে, এই ক্লিক এ আবার নানান ধরনের সংখ্যা দেখতে পাওয়া যায়। যারা সরাসরি Google Adsene এর বিজ্ঞাপনে ক্লিক করে তাদের কে ক্লিক এর আউতায় আনা হয়। যাদি আপনার Adsene একাউন্টে ক্লিক “Click” ২০ দেখায় তাহলে বুঝতে হবে আপনার সাইটের বিজ্ঞাপনে সরাসরি ২০ টা ক্লিক পড়েছে।

Impression (ইমপ্রেশন)ঃ Impression বলতে মূলত Page View, Ads View, Individual Ads view কে বুঝানো হয়।

Page Views (পেইজ ভিউ)ঃসাধারণত এটি কাউন্ট করা হয়, ওয়েবসাইটে বসানো Ads কতজন ভিজিটর দেখতে পেরেছে। উদাহরন হিসাবে বলা যায়, কারো ওয়েবসাইটের পেইজে যদি ৬ টি বিজ্ঞাপন থাকে , উপরে থেকে নিতে পর্যন্ত, আর ভিজিটর আপনার পেইজের নিচে পর্যন্ত গেল না, অর্ধেক পেইজ পর্যন্ত গিয়ে বের হয়ে আসল, তাহলে সেই অর্ধেক পেইজে যদি ৩ টি বিজ্ঞাপন দেখে থাকে তবে, Page Views ৩।

Ad Impression (এড-ইমপ্রেশন)ঃ সহজ কথায় আপনার একটি পেইজে যদি ৬ টি বিজ্ঞাপন থাকে যেগুলো মোট ১০ বার দেখা হয়েছে, তবে ইমপ্রেশন হবে ১০X৬=৬০। তাহলে আপনার সেই পেইজের এডস ইমপ্রেশন দাড়ালো ৬০ এ।

CTR (সিটিআর)ঃ CTR মানে Click Through Rate, সর্বোমোট ভিউ এর মধ্যে কতবার এড এ ক্লিক পরেছে সেটি বুঝায় CTR, উদাহরন হিসাবে বলা যায়, ১০০ টা ভিউ এর মাধ্যে যদি ক্লিক হয় ১০ টা তবে , আপনার CTR ১০%।

CPC (সিপিসি)ঃ CPC মানে Cost Per Click, প্রতিটা ক্লিক এর বিনিময়ে Google Adsene আপনাকে কত ডলার দিচ্ছে সেটি বুঝাইয় CPC দিয়ে।

RPM (আর পি এম)ঃ RPM মানে হল Revenue Per Mile, আপনাকে ক্লিক ছাড়াই শুধুমাত্র ১,০০০ পেইজ ভিউ এ Google Adsense আপনাকে যে পরিমান অর্থ প্রদান করে সেটি বুঝাতে RPM.
ভাষাগুলো সংক্ষিপ্ত হলেও,আশা রাখি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, কেউ কোন টা বুঝতে না পারলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স এ জানান, যতদ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।

গুগল এডসেন্স "Google Adsense" এই ধারাবাহিক টিউটোরিয়াল গুলো বিশেষ যে টপিকগুলো পাচ্ছেনঃ



Labels: , , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home