Wednesday 8 January 2020

কিভাবে গুগল এডসেন্স "Google Adsense" দিয়ে টাকা ইনকাম করা যায়?

make_money_google Adsense_income_bd
গুগল এডসেন্স"Google Adsense" এর প্রথম টিউটোরিয়াল এ জেনেছি গুগল এডসেন্স কি এবং এর মোটামুটি বিস্তারিত ধারনা।

যারা  Tutorial  টি মিস করেছেন তারা দেখে নিন

গুগল এডসেন্স থেকে কয়েকভাবে টাকা ইনকাম করার সুযোগ-সুবিধা রয়েছেঃ
১) Websiteদিয়ে।
২) YouTubechannel দিয়ে।
৩) Apps এর মাধ্যমে।

এই তিনটি প্ল্যাটফর্ম থেকে আপনি যোকোন একটি বা তিনটিই বেছে নিয়ে আপনার ইনকাম শুরু করতে পারবেন।

🔴Website দিয়ে কিভাবে টাকা কামাবেনঃ

আপনি যদি কোন ছোট খাটো Website বা Bolg সাইটের মালিক থেকে থাকেন তবে, গুগল এডসেন্স"Google Adsense" এর জন্য আবেদন করতে পারবেন, তারা কিছুদিন সময় নিয়ে আপনার website টি মনিটরিং করার জন্য, যদি সব কিছু ঠিক ঠাক থাকে তবে, গুগল এডসেন্স"Google Adsense" আপনাকে বিজ্ঞাপন প্রচার করার সুযোগ করে দিবে। বিজ্ঞাপন কোড গুলো নির্দিষ্ট যায়গায় বসিয়ে আপনার কাজ শেষ। মনে রাখবেন যত ভিজিটির আর ক্লিক তত টাকা।

আপনি কি ফ্রি ওয়েবসাইট খুলে যে কোন টপিক নিয়ে কাজ করে টাকা ইনকাম করতে চান??
Google তার ব্যাবিহারকারী দের বিনামূল্যে তাদের sub-domain ব্যাবহার করে ফ্রিতে Website খুলার এবং তা থেকে টাকা কামানোর সুযোগ করে দিয়েছে।
কিভাবে ব্লগতৈরি করবেন ও টাকা কামাবেন? (A-Z Tutorials)


how_to_Earn_money_by_google_adsense_youtube
🔴 YouTube channel দিয়ে আয়ঃ 

এক কথায় বলা যেতে পারে, ভিডিও দেখানোর মাধ্যমে আয় করা। YouTuber এর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, বর্তমানে আমরা যখন YouTube এ কোন ভিডিও দেখি, তখন খেয়েল করবেন, কিছু কিছু Video দেখার সময়, মাঝখানে হুট করেই, টেলিভিশন চ্যানেলগুলোর মতো বিজ্ঞাপন চলে আসে, তার মানে বুঝতে হবেএই YouTube channel টার মালিকগুগল এডসেন্স"Google Adsense" এর বিজ্ঞাপন লাগিয়েছে। গুগল এডসেন্স"Google Adsense" YouTube channel মালিকের ভিডিওতে বিজ্ঞাপন প্রচার করছেন, এবং বিনিময়ে YouTube channel মালিক কে টাকা প্রদান করছেন।


যারা YouTube Channel কিভাবে খুলতে হয় দেখতে চানতারা নিচের লিংকে ক্লিক করুনঃ 
কিভাবে YouTube channel খুলবেন?


mobile_ads_google_adsense
Apps এর মাধ্যমে আয়ঃ


 আমরা আমাদের এনড্রয়েড ফোনে অনেক ধরনের Apps ব্যাবহার করি, কিছু Apps এ গেলে কিছুক্ষণ পর-পর বিজ্ঞাপন দেখা যায়, এইগুলো Google Adsense এর বিজ্ঞাপন। আপনার যদি কোন পপুলার Apps থেকে থাকে তবে, সেই Apps Google adsense এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।






⏩  ১) কিভাবে ব্লগ/ওয়েবসাইট বা ইউটিউবে গুগল এডসেন্স " Google Adsense" এর জন্য আবেদন করবেন?  

Labels: , , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home