Thursday 16 August 2018

PC Hotspot Supported(Using CMD) কি না?

বর্তমান সময়ে Wifi নাম টার সাথে আমারা খুবই পরিচিত। আমাদের সবার বাসায় কম্পিউটার আছে। আর কম্পিউটার থাকা মানে-ইন্টারনেট। এখন আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারের ইন্টারনেট শেয়ার করে আপনার ফোনে ইন্টারনেট ব্যাবহার করবেন।


আর আপনি যদি এই ফিচারটা নিতে চান তবে অবশ্যই আপনাকে Cheek করতে হবে আপনার পিসি-টি Hotspot Supprted হতে হবে।

যারা “Command Prompt/ CMD” নামটি প্রথম শুনলেন তারা আমার আগের লেখাটি পড়ে সহজের কাজটি করতে পারেন।
Suggest: Command Prompt বা CMD কি?

আজ আমরা দেখবো PC Hotspot Supported কি না?

) Start Menu তে গিয়ে Search CMD লিখুন তারপর নিম্মের ছবি অনুয়ায়ী right বাটন ক্লিক করেRUN AS ADMINISTRATOR  এ ক্লিক করতে হবে
Hotspot Supported or not using CMD command
CMD



Hotspot Supported or not using CMD command


এখন যে উন্ডোটি আসলো সেটিতে নিচের লিখাটি Copy করে Past করুন বা Type করেও লিখতে পারেন। তারপর Enter প্রেস করুন।
netsh wlan show drivers

Hotspot Supported or not using CMD command



এখন খেয়াল করুন Enter প্রেস করার সাথে সাথে কিছু মেসেজ চলে আসছে। এই মেসেজ গুলো ভালোভাবে পড়ে দেখুন মেসেজ গুলোর ভিতর যদি এই লিখাটি(#Hosted network supported#
) থাকে তবে বুঝতে হবে আপনার PC Hotspot Supported
Hotspot Supported or not using CMD command
CMD Command For Hotspot



Hotspot Supported or not using CMD command


Read More About CMD:

কিভাবে CMD ব্যাবহার করে কম্পিউটারের ড্রাইভ লোকাবেন।

Pendrive দিয়ে Windows Setup করুন( Without any Software)

CMD ব্যাবহার করে Windows-10 এর Auto Updates বন্ধ করার পদ্ধতি।

CMD ব্যাবহার করে Laptop/Notebook এর Battery Health Report দেখুন

CMD/Command Prompt ব্যাবহার করে Wifi-Password হ্যাক(১০০% পরিক্ষিত)




©2017, Copyright Imran Hasan

Labels: , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home