১) Cmd/Command Prompt এর কাজগুলো Command লিখে লিখে করা লাগে।
২) CMD/Command Prompt কাজ করতে ভিন্ন-ভিন্ন কমান্ড ব্যাবহার করা হয়।
CMD/Command Prompt এর সুবিধাঃ
এটির সবচেয়ে বড় সুবিধা হল, এই Command Line ব্যাবহার করে মোটামোটি ভাবে সবধরনে কাজ করতে পারবেন(কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার ছাড়া) যা Graphical User Interface করতে পারবেন না।
এটির সবচেয়ে বড় সুবিধা হল, এই Command Line ব্যাবহার করে মোটামোটি ভাবে সবধরনে কাজ করতে পারবেন(কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার ছাড়া) যা Graphical User Interface করতে পারবেন না।
- Command Prompt ব্যাবহার করে কিছু কাজঃ
এতোক্ষনে আপনারা বুঝতে পেরেছেন যে CMD/Command Prompt এ কাজ করতে একেক কাজ এর জন্য একেক কমান্ড ব্যাবহার করা হয়। CMD/Command Promt এর অনেক গুলো কমান্ড রয়েছে যা মুখস্ত করা সম্ভব না। তাই আপনার প্রয়োজন বেশি পরে এমন কমান্ড গুলো মনে রাখুন আর বাকি গুলো PC তে সরক্ষন করে রাখুন। যখন প্রয়োজন তখন বের করে কাজ করে ফেলুন।
Suggest: Windows Command এর A-Z CommandList
CMD/Command Prompt ওপেন করার পদ্ধতিঃ
CMD/Command Prompt ২ ভাবে ওপেন করতে পারেন।
১) Start Menu তে গিয়ে “CMD” লিখে Search দিয়ে।
২) “Windows key+R” একত্রে চাপলে Run Menu ওপেন হবে সেখানে CMD লিখে Ok প্রেস করে।
NB: কিছু কাজের ক্ষেত্রে CMD/Command Prompt কে “Administrator” মোডে ওপেন করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে Start Menu তে গিয়ে “CMD” লিখে Search দেওয়ার পর CMD এর উপর মাউস-পয়েন্টার রেখে Right-button ক্লিক করে “Run as administrator” এ কিল্ক করলেই হবে।
©2017, Copyright Imran Hasan



Comments
Post a Comment