এখন পর্যন্ত Windows-10 মাইক্রোসফট এর Latest Version অপারেটিং সিস্টেম।এই নতুন Operating Syestem এসেছে অনেক নতুন চমক নিয়ে। Windows-10 এর উল্লেখযোগ্য পরিবর্তনের মাঝে সবচেয়ে বেশি যে জনিসটা ব্যাবহার-কারি দের মন কেড়েছে সেটি হচ্ছে “Windows-10 এর New Look”
©2017, Copyright Imran Hasan
আরেকটি চমক হচ্ছে এটি আপনার অনুমতি ব্যাতিত Windows এর ফাইল আপডেট করবে,যখন নতুন আপডেট আসবে।
Windows Update এর মাধ্যমে Operating Syestem আরো শক্তিশালী হয়ে উঠে, কিন্তু কারো কারো কাছে এই “Windows Updates” অনেক বিরক্তিকর বা তার ইন্টারনেট কানেকশান এর স্পীড কম থাকার কারনে এই Windows Update দিতে চান না।
Windows Update এর মাধ্যমে Operating Syestem আরো শক্তিশালী হয়ে উঠে, কিন্তু কারো কারো কাছে এই “Windows Updates” অনেক বিরক্তিকর বা তার ইন্টারনেট কানেকশান এর স্পীড কম থাকার কারনে এই Windows Update দিতে চান না।
তাই আজ আমার মূল আলোচনার বিষয় কিভাবে খুব সহজে কম সময়ে এই “Windows Updates” ও আরো কিছু Service বন্ধ করতে পারি। এতে করে Internet Speed ও বেড়ে যাবে কেননা কোন কিছু Background এ Updates চললে স্বাভাকিক নিয়মেই আপনার অন্য কাজের গতি(Internet Speed) কমে যাবে।
Windows-10 এর Auto Updates অনেক ভাবেই বন্ধ করা যায় তবে আজ CMD প্রেমিকদের জন্য এই টিউটোরিয়াল কেননা মাত্র ৩টি কমান্ডের মাঝ্যমে সময়-সাপেক্ষ কাজটি নিমিষেই করতে পারবেন।
যারা “Command Prompt/ CMD” নামটি প্রথম শুনলেন তারা আমার আগের লেখাটি পড়ে সহজের কাজটি করতে পারেন।
Suggest: Command Prompt বা CMD কি?
CMD ব্যাবহার করে Windows-10 এর Auto Updates বন্ধ করার পদ্ধতিঃ
খুব সহজেই নিচের ৩টি Command Line ব্যাবহার করে Windows-Auto Updates বন্ধ করতে পারবেন। প্রথমে Command Prompt ওপেন করুন administrative permissions দিয়ে।
এখন নিচের Command গুলো একের পর একটি লিখে Enter চাপুন, ব্যাস কাজ শেষ।
net stop wuauserv
এই কমান্ড “Windows Update Service” বন্ধ করবে।
net stop bits
এই কমান্ড background intelligent transfer service বন্ধ করবে।
net stop dosvc
এই কমান্ড optimization service বন্ধ করবে।
আবার কিভাবে এই Windows Update Service চালু করবেনঃ
Command Prompt ওপেন করুন administrative permissions দিয়ে।
এখন নিচের Command গুলো একের পর একটি লিখে Enter চাপুন, আবার Windows-Updates চালু হয়ে যাবে।
net start wuauserc
net start bits
net start dosvc
Note: Windows-Update খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যাবহারকারি দের জন্য, এই Updates বন্ধ করা মোটেই উচিত নয়, তবে যারা Updates গুলো একান্ত-ভাবেই চান না বা Internet এর Speed কম তারা Updates বন্ধ করতে পারেন।
CMD/Command Prompt ব্যাবহার করে Wifi-Password হ্যাক(১০০% পরিক্ষিত)
Read More About CMD:
Top 10 Windows run Command
PC Hotspot Supported(Using CMD) কি না?
Windows CMD Command এর A To Z লিস্ট
কিভাবে CMD ব্যাবহার করে কম্পিউটারের ড্রাইভ লোকাবেন।
PC Hotspot Supported(Using CMD) কি না?
Windows CMD Command এর A To Z লিস্ট
কিভাবে CMD ব্যাবহার করে কম্পিউটারের ড্রাইভ লোকাবেন।

Comments
Post a Comment