Thursday 16 August 2018

CMD ব্যাবহার করে Laptop/Notebook এর Battery Health Report দেখুন

সাধারনত আমরা যারা পোর্টেবল কম্পিউটার ব্যাবহার করি(ল্যাপটপ বা নোটবুক) তাদের ক্ষেত্রে Battery খুবই গুরুত্তপূর্ণ একটি অংশবর্তমান বাজারের Macbooks Or Standerd Windows notebook গুলোর “Battery” গড়ে ৬-৭ ঘন্টা Backup দেয়।
যাইহোক, তারপর ও কিছু “দামি ব্যাটারি রয়েছে যেগুলো একবার চার্য দিলে ১০-১২ ঘন্টা Backup দিতে সক্ষম।


এই Battery গুলো বেশির ভাগই  “lithium-ion” টাইপের Batteryদেখা যায় নতুন অবস্থায় যেই Laptop গুলো ৬ ঘন্টা Backup দিয়ে সক্ষম সেটি কয়েক বছর যাওয়ার পর ২ ঘন্টা Backup দেয়, কারন যতদিন যাবে Battery তার কার্যক্ষমতা হারাবে।
যদিও আপনি Battery এর কার্যক্ষমতা ধরে রাখতে পারবেন না কেননা Battery গুলোর নীতিই এটি। কিন্তু আপনি ইচ্ছে করলে Battery এর বর্তমান অবস্থা খুব সহজেই দেখে নিতে পারেন যার ফলে আপনি আগে থেকেই বুঝতে পারবেন কখন আপনার Battery-dead হয়ে যাবে এবং সময়মতো পরিবর্তন করতে পারবেন।

তাই আমারা আজ দেখব কিভাবে Command line utillity(POWERCFG) ব্যাবহার করে ল্যাপটপ বা নোটবুক এ Battery HealthGenerate Energy Report দেখা যায়।

এই কাজটি Command Prompt বা CMD দিয়ে করব। আশা করি “Command Prompt/ CMD” এর ব্যাবহার করে কিভাবে কাজ করতে হয় তা আপনাদের আগে থেকে জানা রয়েছে, তবে যারা “Command Prompt/ CMD” নামটি প্রথম শুনলেন তারা আমার আগের লেখাটি পড়ে সহজের কাজটি করতে পারেন।

SuggestCommand Prompt বা CMD কি?

Using POWERCFG command:

১) CMD বের করে মাউসের ডান-বাটনে ক্লিক করে Administrator মোডে নিয়ে যান( Run As Administrator-এই লিখাটি থাকবে
) নিচের Command টি লিখে Enter চাপুন এবং ৬০ সেকেন্ড অপেক্ষা করুন Report টি তৈরি হওয়ার জন্য।
powercfg/energy

৩) এখন এই Report টা দেখতে Run এ গিয়ে নিচের লোকেশান টি লিখে Ok প্রেস করুন।(Run মেনু আনতে Windows+R প্রেস করলেও আসবে)
C:\WINDOWS\system32\energy-report.html

Battery Capacity

Windows-10 ব্যাবহারকারী রা যেভাবে দেখবেনঃ
১) CMD বের করে মাউসের ডান-বাটনে ক্লিক করে Administrator মোডে নিয়ে যান( Run As Administrator-এই লিখাটি থাকবে
) নিচের Command টি লিখে Enter চাপুন এবং ৬০ সেকেন্ড অপেক্ষা করুন Report টি তৈরি হওয়ার জন্য।
powercfg/energy

৩) এখন এই Report টা দেখতে Run এ গিয়ে নিচের লোকেশান টি লিখে Ok প্রেস করুন।(Run মেনু আনতে Windows+R প্রেস করলেও আসবে)
C:\WINDOWS\system32\battery-report.html




Note: এই পদ্ধতি টা Windows 7,8,8.1,10 এ পরিক্ষিত।



©2017, Copyright Imran Hasan

Labels: , , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home