Wednesday 15 November 2017

গলায় মাছের কাটা বিধলে করণীয় (কার্যকারী পদ্ধতি)

গলায়+মাছের+কাটা
গলায় কাটা বিধলে আমারা অনেক পদ্ধতি অনুসরণ করি হয়তো কিছু পদ্ধতি ভুল আর কিছু পদ্ধতি সঠিক, তবে আজ আমি আপনাদের সাথে কিছু নিয়ম শেয়ার করব, আশা করি সময়ে অনেক কাজে দিবে।

১) হালকা গরম পানির সাথে অল্প লবন মিশিয়ে পানি পান করুন। কিছুক্ষণের মধ্যে কাটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে।

২) গলায় কাটা বিধলে একটি কলা খান, দেখবেন কলা খেতে খেতে গলা থেকে কাটা নেমে গেছে।
৩) এক টুকরো লেবু নিয়ে তাতে লবন মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন, দেখবেন কিছুক্ষণের ভিতর কাটা নরম হয়ে গলা থেকে নেমে গেছে।
৪) পানির সাথে সামান্য ভিনেগার মিশিষে পান করলেও ঠিক লেবুর মতই কাজ করবে।
৫) অলিভ অয়েল হাতের কাছে থাকলে সামান্য অলিভ অয়েল খেতে পারেন, তাহলে কাটা পিছলে গলা থেকে নেমে যাবে।
৬) এতো কিছু ঝামেলা যদি না পোহাতে চান তবে এক গ্লাস কোকাকোলা পান করেন, কাটা নেমে যাবে।

বিঃদ্রঃ ৬ টি পদ্ধতির যেকোন একটি পরিক্ষা করলেই হবে।

©2017, Copyright Imran Hasan

Labels: , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home