How to Invite All Your Facebook Friends to Your Page
একজন ব্যবসায়ি হিসাবে Facebook Page আপনার ব্যবাসা কে অনেক দূর এগিয়ে নিতে পারে। কাস্টমারদের আপনার ব্যবসায়ের Product সম্পর্কে জানাতে এটি একটি ভালো মাধ্যম। তাই আপনার যদি এইরকম কোন ব্যাবসায়ি হোন তাহলে আপনার ব্যবসায়ের একটি Facebook Page থাকা অত্যাবশ্যকীয়। কেননা প্রতি মাসে প্রায় ৪০০ মিলিয়ন মানুষ হিসাবে ৪০০ ঘন্টা Facebook ব্যাবহার করে।
এখন আসি Facebook পেইজ এ কিভাবে লাইক বাড়াবেন?
সাধারনভাবে এই কাজটি যদি আপনাই বিনামূল্যে করতে চান তাহলে আপনার Facebook একাউন্ট থেকে আপনার Facebook Page এ ডুকে একটি একটি করে Invite করতে হবে, যা অনেক সাময় সাপেক্ষ ও বিরক্তিকরও বটে।
তাই এখন আমরা script code ব্যাবহার করে আমার সকল Facebook Friend এর একসাথে Invite করব।
Steps:
১) আপনার Facebook Page এ Login করুন।
২) এখন আপনার Page এর ডান সাইটে গিয়ে See all এ ক্লিক করুন।
৩) এখন আপনার Browser এর console বক্স ওপেন করুন (CTRL + SHIFT + K (for Firefox browser) or CTRL + SHIFT + J (for Google Chrome Browser) ।
৪) এখন নিচে থেকে Script Coad টা কপি করে console বক্স এ পেস্ট করে ইন্টার চাপুন।
স্কিপ্ট
javascript:var inputs = document.getElementsByClassName('uiButton _1sm');
for(var i=0; i<inputs.length;i++) {
inputs[i].click();
}
৫) এখন আপনার কোন কাজ করতে হবে না, শুধু এই প্রসেসিং টা সম্পন্ন হওয়া পর্যন্ত ওপেক্ষা করুন।
ব্যাস তাহলেই হয়ে যাবে আপনার সকল Facebook বন্ধুদের Invite করা।

Comments
Post a Comment