All Windows Narrator Keyboard Command Keys এই পোষ্টটি দেখার পর আপনি অবশ্যই ভাববেন যে , আমার কম্পিউটারে Windows Narrator চালু রয়েছে কিন্তু এর এতো অসাধারন কমান্ড রয়েছে যা আগে জানা ছিলো না ?? Windows 10 এ এই ফিচারটা বিশেষ করে অন্ধ মনুষদের জন্য বানানো হয়েছে , যাতে করে তারা একজন সাধারন মানুষের মত করেই কম্পিউটারে সকল কাজ করতে পারে। তাই আমার কাছে যতগুলি কমান্ড ছিলো তা নিচের টেবিল এ দেওয়া হল। কোন কমান্ড যদি আপনারা কেও জানেন যেটি এই টেবিলে দেওয়া হয় নি , তাহলে নচের কমেন্ট বক্স এ কমেন্ট করে জানাবেন এবং অন্যকে নতুন কিছু শিখাতে বা জানাতে সাহায্য করবেন। KEYBOARD COMMAND KEY FUNCTION Ctrl Stop reading Caps Lock + Space bar Do primary action Caps Lock + Right Arrow Move to next item Caps Lock + Left Arrow Move to previous item Caps Lock + Up Arrow Change View Caps Lock + Down Arrow Change View Caps Lock + F1 ...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.