আসসালামুয়ালায়কুম। সবাইকে নববর্ষের(একটু দেরি হয়ে গেল আরকি!!) শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি ছেলেবেলায় সোভিয়েত ইউনিয়নের সেই বইগুলো কে কে পড়েছেন ? রূপকথা আর স্বপনকথার আদরে সেই নরম বরফের দেশে কখন হারিয়ে যেতেন মনে পড়ে ? স্নেহমাখা সেই বইগুলো বুকছাড়া করতে ইচ্ছে করত ? সেই ছেলেবেলা চলে গিয়েছে। ছাপাখানার ডাস্টবিনে হারিয়ে গিয়েছে সদাসতেজ সেই বইগুলো। এখনকার ছোটদের ভাগ্যে সেসব কোথায় ? কারও কারও বাড়িতে ধূলোপাহাড়ের নীচে শুয়ে রয়েছে পোকাখাওয়া দু - একটি বই এখনও। বাংলার এবং রাশিয়ার বাংলায় অনূদিত জীর্ণ , মলিন , হলুদ হয়ে যাওয়া বইগুলিকেই নিয়ে এই পোস্টটি সাজানো হল। ধন্যবাদ এই বইগুলোর পিডিএফ নির্মাতাদেরও। ...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.