Friday 22 July 2011

ফাইল আপলোড করে অনলাইনে আয় করুন (Ziddu)



ইন্টারনেটে আয়ের অনেকগুলো পদ্ধতির মধ্যে ফাইল আপলোড করে আয় হল অন্যতম। ফাইল আপলোড করে আয় করতে হলে প্রথমে আপনাকে এই সাইটে রেজিস্ট্রেশন করে আপনার ফাইল আপলোড করতে হবে। আপনার আপলোডকৃত ফাইল সমূহ যত ডাউনলোড হবে ততোই আপনার আয় বৃদ্ধি পাবে। অবশ্য বন্ধুদের রেফার(Refer) করে রেফারাল(Referral) পদ্ধতির মাধ্যমেও আপনি এই ওয়েবসাইট থেকে আয় করতে পারেন।



রেজিস্ট্রেশন করার পদ্ধতিঃ 
ধাপ-১: প্রথমে এখানে ক্লিককরুন
ধাপ-২: যে রেজিস্ট্রেশন ফর্ম-টি আসবে তাতে আপনার সম্পূর্ণ নাম, ইমেল অ্যাড্রেস, পাস্ওয়ার্ড, কনফার্ম পাস্ওয়ার্ড এবং ভেরিফিকেশন কোড-টি পূরণ করে   I Agree Terms and Conditions এ ক্লিক করে সবশেষে Submit এ ক্লিক করুন।
ধাপ-৩: অতঃপর Go to your account এ ক্লিক করে আপনার অ্যাকাউন্ট এ প্রবেশ করুন। 


ফাইল আপলোড করার পদ্ধতিঃ
ধাপ-১: প্রথমে জিদ্দুর (Ziddu) ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ-২: এখন ওয়েবসাইট-টির উপরে ডান দিকে Login লেখাটিতে ক্লিক করুন।
ধাপ-৩: এবার যে লগ-ইন ফর্ম-টি আসবে তাতে আপনার ইমেল অ্যাড্রেস ও পাস্ওয়ার্ড দিয়ে আবারও Login লেখাটিতে ক্লিক করুন।
ধাপ-৪: আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পর Upload file এ ক্লিক করুন।
ধাপ-৫:  এখন Multiple Files Upload এর বক্সে যেই কয়টি ফাইল আপলোড করতে চান তা লিখুন। তবে এখানে আগে থেকেই 1 সিলেক্ট করা থাকে। তাই একটি ফাইল আপলোড করার জন্য এই ফিচারটি ব্যবহার না করলেও চলে। এখন Browse এ ক্লিক করে আপনার কম্পিউটার হতে যে ফাইলটি আপলোড করবেন তা সিলেক্ট করুন। তারপর, Upload লেখাটিতে ক্লিক করুন।
 ধাপ-৬:  ফাইল-টি আপলোড হয়ে গেলে ফাইল-টির একটি ডাউনলোড লিংক আসবে, যা আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন। আর এই ডাউনলোড লিংক থেকে যত ডাউনলোড হবে ততোই আপনার আয় বৃদ্ধি পাবে।


অর্জিত অর্থ উত্তোলনের পদ্ধতিঃ
এই ওয়েবসাইটটিতে ১০$ পরিমান অর্থ জমা হলেই আপনি অর্থ তুলতে পারবেন। অর্থ তোলার মাধ্যম গুলো হলঃ
১. পে-পাল।
২. মানি-বুকার্স।




প্রয়োজনীয় লিংকঃ
জিমেইলে অ্যাকাউন্ট খুলতে চাইলে  এখানে ক্লিক করুন
ইয়াহু-তে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন




যে কোন ধরনের তথ্য / অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার উন্নতি ও সফলতাই আমাদের একান্ত কাম্য।


Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home