Skip to main content

Posts

Showing posts from July, 2018

কিভাবে Windows এবং অপ্রয়োজনিও Apps এর আপডেট বন্ধ করবেন

আমারা মাঝে মাঝে দেখি, আমাদের  Internet  এর  Speed  অনেক কিন্তু ব্রাউজিং করতে গেলে মনে হয়  2G  তে নেমে গেছি। তার কারন হলো আপনার কম্পিউটারের কোন  App Auto Update  নিচ্ছে। তার ভিতর ঝামেলাপূর্ন হচ্ছে  Windows Update ।  আপনি চাইলে  Windows Update  যে  Apps  গুলো আপনি আপডেট করতে চান না, সেইগুলো অফ করতে পারেন, নিচের পদ্ধতি অনুসরন করে। আপনার কম্পিউটারের My Computer অথবা This PC এর উপরে মাউস রেখে , মাউসের ডান দিকে একটা ক্লিক দিন। তারপর নিচের ছবির দেখানো জায়গাতে অর্থাৎ Manage এ ক্লিক করুন। Turn off automatic updates windows তারপর Services and Applications এ ডাবল ক্লিক দিন। Turn off automatic updates windows তারপর Services এ ক্লিক করুন। Turn off automatic updates windows এখন Windows Update অপশন টি খুঁজে বের করুন। এবং সেখানে ডাবল ক্লিক দিন। Turn off automatic updates windows নিচের ছবিতে দেখানো অপশন টা তে Disable সিলেক্ট করে নিন। Turn off automatic updates windows তারপর Stop এ ক্লিক করুন। Turn off automatic updates windows খেয়াল ক...

সহজে ইংরেজী শিক্ষার ৪৫ টা বাংলা বই PDF File(ডাউওনলোড)

English Learning PDF Book Download ইংরেজি শিক্ষার জন্য মোট ৪৫টা PDF বই Direct Download Link এ দেওয়া হলো। এই বইগুলো আয়ত্ত করতে পারলে আপনি ইংরেজিতে হবেন সেকান্ডার। বই গুলো খুব ভালো টিউটোরিয়াল যার ফলে আপনাকে অন্য কারো সাহায্য প্রয়োজন হবে না। ইংরেজি ভাষার সংক্ষিপ্ত ইতিহাস  ১০৬৬ সালে উত্তর ফ্রান্সের নরমঁদি অঞ্চলে বসবাসকারী নর্মান জাতি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড আক্রমণ করে। নর্মানদের ইংল্যান্ড বিজয়ের পর প্রায় ৩০০ বছর ধরে ইংল্যান্ডের রাজারা ছিলেন নর্মান বংশোদ্ভূত এবং এসময় রাজকীয় ও প্রশাসনিক কাজকর্ম কেবল নর্মানদের কথ্য এক ধরনের প্রাচীন ফরাসি ভাষায় সম্পন্ন হত। এই যুগে বিপুল পরিমাণ ফরাসি শব্দ প্রাচীন ইংরেজি ভাষায় আত্মীকৃত হয়ে যায় ,  ইংরেজি ভাষার বেশির ভাগ বিভক্তি লুপ্ত হয় এবং ফলস্বরূপ মধ্য ইংরেজি ভাষার আবির্ভাব ঘটে। প্রাচীন ও মধ্য ইংরেজির সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে আছে বেওউল্ফ এবং চসারের দ্য ক্যান্টারবেরি টেলস। ১৫০০ সালের দিকে বিরাট স্বরধ্বনি সরণ সংঘটিত হয় এবং আধুনিক ইংরেজির উদ্ভব ঘটে। শেক্‌সপিয়ারের রচনাসহ আধুনিক ইংরেজি সাহিত্যের পুরোটাই এই আধুনিক ইংরেজিতে ...