Skip to main content

Posts

Showing posts from November, 2015

মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট থেকে কোন রকম বিড ছাড়াই ছোট ছোট কাজ করে প্রতিমাসে আয় করুন

ইন্টারনেটে বিভিন্ন আর্নিং পদ্ধতির মধ্যে মাইক্রো ফ্রিল্যান্সিং অন্যতম। এই সাইটগুলোর সবচেয়ে বড় সুবিধা হল এখানে কোন প্রকার বিড করার প্রয়োজন হয়না। তাই সহজেই Available Task থেকে নিজের পছন্দ মত কাজ বেছে নেয়া যায়। আরও একটি বড় সুবিধা হলঃ এখানে প্রতিদিন প্রচুর পরিমানে ছোট ছোট কাজ পাওয়া যায়, যা Complete করতে ২-১০ মিনিটের বেশি সময় লাগে না। আজকে আমি মাইক্রোআর্নাস্‌  (Microearners)  নামক মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট নিয়ে আলোচনা করবো।