Skip to main content

Posts

Showing posts from November, 2014

জানার আছে অনেক কিছু--আপনি কি এই তথ্য গুলো জানেন?

আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সবসময় নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে কৌতূহল থাকে। জানার যেমন কোন শেষ নেই তেমনি জানতে চাওয়ারও শেষ হয় না। আমরা সবসময় জানতে আগ্রহী। তাই আপনাদের জন্য কিছু অজানা বিষয় (অনেকের ক্ষেত্রে অবশ্যই জানা হতে পারে) নিয়ে এই পোস্ট সাঝালাম। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। বি.দ্র.- পোস্টটি একটু বড় তাই এর  PDF মিডিয়াফায়ারে আপলোড করা হয়েছে। ডাউনলোড লিঙ্কঃ  http://www.mediafire.com/download/z92e3920wwtq19d/Post-Janar+ache+onek+kichu.pdf ·        একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ১৩০ কেজি ওজনের মানুষের রক্তের পরিমাণ হল ১০ কেজি। ·        দেহে অক্সিজেন সরবারহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে। ·        রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘণ্টা বাঁচে। ·        দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় এক...