ইন্টারনেটের মাধ্যমে আয় করার বিভিন্ন পদ্ধতির মধ্যে ' ফ্রী ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ' হলো অন্যতম। ইন্টারনেটে বিভিন্ন ফ্রীলান্সিং সাইটে এসকল অ্যাড পোস্টিং-এর প্রচুর কাজ পাওয়া যায়, যার মাধ্যমে খুব সহজে প্রচুর পরিমানে ডলার ($) আয় করা সম্ভব। আবার কিছু কিছু ফ্রীলান্সাররা শুধুমাত্র একটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ওয়েবসাইটে অ্যাড পোস্ট করে প্রচুর পরিমানে আয় করে থাকেন, আর সেই সুপরিচিত ওয়েবসাইটটি হলো ক্রাইগ লিস্ট (Craiglist)। আপনি ইচ্ছা করলে এই ক্রাইগ লিস্ট (Craiglist) অথবা অন্যান্য ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে অ্যাড পোস্ট করে সহজেই আয় করতে পারেন। আমার এক বন্ধু মোঃ মাইনুল ইসলাম রোকন এসকল ওয়েবসাইটগুলোতে অ্যাড পোস্ট করে ওডেস্ক প্লাটফর্মের মাধ্যমে প্রতিমাসে প্রায় ৫০,০০০ - ৮০,০০০ টাকা পর্যন্ত আয় করে থাকে। আপনার কাজের দক্ষতা ভালো হলে, ভালো ক্লাইন্ট (Clint) পেলে এবং ভাগ্য ভালো হলে ইন্টারনেটের আয়ের এই অন্যতম সেক্টরটি (উৎসটি) আপনার হাতের মুঠোয় থাকবে। ফ্রী ক্লাসিফাইড অ্যাড পোস্টিং (Free Classified AD Posting) ওয়েবসাইটগুলোতে অ্যাড পোস্ট করতে হলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ ধাপ-১: যে ওয়েব...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.