বিশ্ববিদ্যালয় এবং Medical ভর্তি পরীক্ষার্থীদের জন্য উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান এর exclusive sheet
আসসালামুয়ালাইকুম। কিছুদিন পূর্বে HSC-2013 পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় যারা Pass করেছো তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ভর্তি পরীক্ষার জন্য শুভ কামনা জানাই। আর যারা fail করেছো তাদের বলছি এইবার পাস করো নাই আগামীবার করবে; এই নিয়ে বেশি হতাশ হওয়ার কিছু নেই। আগামী বার ভালো রেজাল্ট করে সবাইকে দেখাও তুমি কি? একটা কথা মনে রাখবে “ Failure is the pillar of success ”. যারা পাস করেছো তাদের সামনে আসবে পড়ালেখা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটি হল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা । অনেকে এর মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আমি আজ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের সম্পূর্ণ লেকচার সীট আপনাদের দিব পিডিএফ আকারে, বিষয় দুটি হলঃ উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান। বই দুটিতে খুব যত্ন সহকারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও খুঁটিনাটি বিষয় সমূহ তুলে ধরা হয়েছে। বইগুলো পড়ে আপনি যে উপকারিত হবেন তা আমি বলবনা, আমি শুধু বলবো বইগুলো ডাউনলোড করে দেখুন তারপর আপনি নিজেই বলুন। অনেকে চিন্তা করছেন বইগুলো ডাউনলোড করে শুধু শুধু মেগাবাইট নষ্ট করে কি লাভ? তাদের জন্য আমি বলবো আপন...