আমরা সবাই জানি ব্লগ থেকে বিভিন্ন অ্যাড এর মাধ্যমে আয় করা যায়। আর এই অ্যাড এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্থ হল গুগল অ্যাডসেন্স (Google AdSense) । কিন্তু গুগল অ্যাডসেন্স পাওয়া এখম যেন সোনার হরিণ, আর পেয়ে গেলেও একে রক্ষা করা যেন হীরার (Diamond) হরিণের মত । এই কথা থেকে স্কুল-কলেজে পড়া একটা ভাবসম্প্রসারন এর কথা মনে পড়ে গেলো- “ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ” । আবার আরও একটা কথাও আছে যে গুগল অ্যাডসেন্স বাংলা ব্লগে সাপোর্ট করে না অর্থাৎ তারা বাংলা ব্লগে অ্যাডসেন্স দেইনা । এখন তাহলে আমরা যারা বাংলা ভাষায় ব্লগিং তারা কি করবে? তাদের জন্য আরও অনেক অ্যাড কোম্পানি আছে তবে তাদের মধ্যে Chitika খুব ভালো পে করে এবং বিশ্বস্থ । Chitika ও PPC অর্থাৎ Pay Per Click, CPM হিসেবে টাকা দেই। অনেকে চিতিকাকে(Chitika) গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসেবে ভাবছেন। আমার এই পোস্টে নিচের বিষয় গুলো নিয়ে আলোচনা করবঃ ১. চিতিকার কিছু সুবিধা ২. কিভাবে চিতিকার অ্যাড পাবেন আপনার ব্লগে ৩. চিতিকা কি পরিমান টাকা দেই...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.