ক্লাসিফাইড ফ্রী অ্যাড পোস্টিং (Classified Free AD Posting) মূলত অন-লাইন সেলস অ্যান্ড মার্কেটিং (Online Sales & Marketing) ক্যাটাগরির কাজ। ইন্টারনেটের মাধ্যমে কিছু নির্দিষ্ট ওয়েবসাইটে শ্রেণী (Class) অনুযায়ী কোন নির্দিষ্ট পণ্য (Product) বা সেবা (Service) বিক্রয় বা ক্রয় করার জন্য প্রয়োজনীয় প্রচারনা করার উদ্দেশ্যে Advertisement পোস্ট করারকেই মূলত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলে। সহজ ভাষায় সবচেয়ে সহজ উদাহরন হলঃ সেল-বাজার (Cell Bazar) , বিক্রয় ডট কম (Bikroy.Com) , ও-এল-এক্স ডট কম (OLX.com) , ক্রাইগ লিস্ট (Craiglist) ইত্যাদির মত ওয়েবসাইটে অ্যাড পোস্ট করা। আশাকরি এই সকল ওয়েবসাইটের সাথে সবাই-ই কম-বেশি পরিচিত। বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ওয়েবসাইটগুলোতে ফ্রী-তে অ্যাড পোস্ট করে বিভিন্ন ফ্রীলান্সিং সাইটের (যেমনঃ ওডেস্ক , ইল্যান্স, ফ্রিল্যান্স, গুরু ইত্যাদি) মাধ্যমে প্রচুর পরিমানে আয় করা সম্ভব। ক্লাসিফাইড ফ্রী অ্যাড পোস্টিং -এর মাধ্যমে আয় করতে চাইলে প্রথমেই আপনাকে অ্যাড পোস্টিং করার পদ্ধতি জানতে হবে এবং পরবর্তীতে ক্লাসিফাইড ফ্রী অ্যাড পোস্টিং ওয়েবসাইটের লিস্ট যোগার করতে হবে। তারপর ...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.