Skip to main content

Posts

Showing posts from April, 2013

C/C++ Compiler Software for Android Mobile

আসসালামুয়ালাইকুম। শুভ নববর্ষ ১৪২০ :) । সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভাল আছেন ।  আজকে আপনাদের জন্য আমি নববর্ষের উপহার হিসেবে Android এর অসাধারন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা যারা অনেকেই C programming করেন তাদের জন্য এই সফটওয়্যারটি। এখন আপনারা আপনাদের Android মোবাইলটিতে সি প্রোগ্রামিং কোড লিখতে পারবেন এবং রান/কম্পাইল ও করতে পারবেন। আমাদের দেশের কারেন্ট এর যেই অবস্থা একটা কোড লিখতে গেলে তিনবার যায় কারেন্ট আবার যারা সারাক্ষন কম্পিউটার এর সামনে বসতে পছন্দ করেন না তাই এখন কম্পিউটারে কোড লিখতে না পারলেও Android মোবাইলে পারা যাবে।   Android version 2.2 থেকে উপরের সব ভার্সন এ Support করবে। সফটওয়্যারটি চালাতে এবং কোড রান করতে কোন ইন্টারনেট কানেকশন লাগবে না । সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি দেখতে পারেন--- https://play.google.com/store/apps/details?id=GDE.Main&feature=search_result সফটওয়্যারটির মূল্য 1.8$ এর কাছাকাছি তবে আমি আপনাদের জন্য ফ্রী দিয়ে দিলা...