হুমায়ুন আহমেদ আমাদের সাহিত্যে যা কিছু সৃষ্টি করে গেছেন তা অবিনশ্বর। আমাদের নতুন প্রজন্ম যেন তার লেখা থেকে ভালো কিছু শিক্ষা লাভ করতে পারে এটাই আমাদের কাম্য । অনেকদিন ধরেই ভাবছিলাম হুমায়ুন আহমেদ সমগ্র বের করব। ভাবতেই পারিনি মানুষটি এভাবে চলে যাবেন। কিন্তু এটাই সৃষ্টির কঠিন নিয়ম। তাঁর লেখার মাধ্যমে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাই তাঁর লেখাগুলো সবার মাঝে পৌঁছে দেয়ার ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র। হুমায়ুন আহমেদ এর সব লেখাগুলো নির্ঘুম রাত কাটিয়ে নেট ঘেঁটে ঘেঁটে বের করা কঠিন ছিল কিন্তু অসম্ভব কিছু ছিল না। মিসির আলি আর হিমু সিরিজ এ আমি চেষ্টা করেছি সিরিয়ালটা বজায় রাখতে। যাতে সবাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন। আমি নিজে সবগুলো বই পড়ি নি। তাই সিরিয়াল গুলো সঠিক কিনা বলতে পারবো না। কোনও জায়গায় ভুল হলে আমাদের জানাবেন কোনও বই বাদ পরে গেলে এবং বইটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে প্লিজ বইটি আমাদের সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করেছি বেস্ট পিডিএফ প্রিন্ট গুলো সংগ্রহ করতে। জানি না কতটুকু সফল হয়েছি। হয়তো অনেক বই বাদ পড়েছে, হয়তো সাজানোয় ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল, তাই ভুল গুল...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.