ইমদাদুল হক মিলন স্যার এর নাম আমরা সাবাই কম বেশি শুনেছি। তিনি বাংলাদেশের একজন কথাসাহিত্যিক ও নাট্যকার। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে। তার বাবার নাম গিয়াসুদ্দিন খান এবং মার নাম আনোয়ারা বেগম। তিনি ১৯৭২ সালে লৌহজং উপজেলার কাজীর পাগলা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৪ সালে তৎকালীন জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৭৯ সালে জগন্নাথ কলেজ থেকেই স্নাতক (সম্মান) সম্পূর্ণ করেন । আজ তার লেখা কিছু বই আপনাদের উপহার দিলাম, আশা রাখি ভালো লাগবে। গোপনে ( প্রেমের উপন্যাস ) ক্লান্ত আসলে কি ঘটেছিল ? দুই মুক্তিযোদ্ধা উপনায়ক কালাকাল পিতা এবং স্বামীর মৃত্যুর পর প্রেমে পড়ার সময় সে ভালবাসে নাকি বাসে না ? প্রিয় সহচর ভূতের নাম রমাকান্ত কুমার ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং ফেইজবুকে শেয়ার করতে ভুলবেন না।
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.