Saturday 28 October 2017

কিভাবে Blogger, WordPress এবং Tumblr এ Payza Donate Button এড করবেন?


payza-donate-button-bangla
Add caption
বর্তমানে টাকা আদান-প্রদান ও পেমেন্ট এর জন্য PayPal এর পাশাপাশি বিশ্বজুড়ে Payza ব্যাবহার করা হচ্ছে। বিনিময় এর ভালো মাধ্যম হওয়ার জন্য PayPal খুব না কামিয়েছে। কিন্তু PayPal এর একটি সমস্যা হল- কিছু কিছু দেশের জন্য এই PayPal সার্ভিসটি প্রদান করে না। আর আপনি যদি সেইসব দেশের একজন হন তবে Payza Donate বাটন ব্যাবহার করা বুদ্ধিমানের কাজ হবে।


Payza Donate বাটন এর Code সংগ্রহ করার জন্য নিচের ধাপ গুলি অনুসরণ করুনঃ

১) যদি আপনার Payza একাউন্ট না থাকে তবে আগে একটি  Payza একাউন্ট খুলুন এবং একাউন্ট টি Verify করুন ( আপনার একাউন্ট টি যদি Unverified থাকে তবে আপনি Payza  Donate বাটনের কোন Option দেখতে পারবেন না)। আর যদি পূর্বেই আপনার একাউন্ট থেকে থাকে তবে আপনার Payza একাউন্টে Login করুন।
২) Login হওয়ার পর, বাম Corner Panel থেকে Business সিলেক্ট করুন।
৩) এখন Drop down লিস্ট থেকে ‘Payment Buttons’ সিলেক্ট করুন।
৪) এখন Donate Button এর উপরে Add বাটনে ক্লিক করুন।
৫) এখন আপনাকে আপনার কিছু সাধারন তথ্য দিয়ে বলবে যেমনঃ Name Field এর জাযগায় আপনার Blog এর নাম ইত্যাদি ইত্যাদি।
৬) সব তথ্য গুলো সঠিক ভাবে দেওয়ার পর Upadate এ ক্লিক করুন।

৭) Update এ ক্লিক করার পর আপনাকে HTML Code দেওয়া হবে এবং এই HTML Code টি Copy করুন।


Blogger এ Payza বাটন Add করার পদ্ধতিঃ

১) আপনার Blogger ডেসবোর্ডে যাওয়ার পর Layout সিলেক্ট করে Add a Gadget এ ক্লিক করুন।
২) Add a Gadget এ ক্লিক করার পর একটি পপ-আপ পেইজ আসবে, এখন এই পেইজের নিচের দিকে গিয়ে ‘HTML/JavaScript’ সিলেক্ট করুন।
৩) এখন ‘HTML/JavaScript’ বক্সে Payza Donate বাটনের যে HTML Code টা কপি করেছিলাম সেটি Past  করে Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন এবং Blog এ ডুকে দেখুন একটি সুন্দর Donate Button এড হয়ে গেছে।


WordPress এ Payza বাটন Add করার পদ্ধতিঃ

১) Widgets এ গিয়ে নতুন একটি ‘Text widgets’ ড্রাগ করে Widgets এরিয়াতে আনুন।
২) এখন Payza Donate বাটনের কোড গুলো Text Box এ Past করুন।
৩) Save দিয়ে বেরিয়ে আসুন এবং সাইট ভিজিট করে দেখুন।


Tumbler এ Payza বাটন Add করার পদ্ধতিঃ

১) আপনার Tumbler সাইটের গিয়ে Customize এ ক্লিক করুন।
২) এখন Theme এ গিয়ে ‘Use Custom HTML’ সিলেক্ট করুন।
৩) এখন Tumbler Theme Code এ গিয়ে আপনি যখানে Payza Donate বাটন টি দেখতে চান সেখানে Payza Donate বাটনের Code টি Past করুন।


You Can also Read






Labels: , , , , , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home