Friday 27 October 2017

Print Button Add করুন আপনার ওয়েব সাইটে


আপনার সাইট যখন কেউ ভিজিট করবে তখন তার কোন কন্টেন্ট যদি পছন্দ হয় যেটা সে Print করে সরক্ষন করতে চাচ্ছে, তাহলে আপনি অবশ্যই চাইবেন যে আপনার রিডার তার ৫ মিনিট ব্যয় করে মাত্র একটি পেইজ Print করুক? তাই এই Print বাটন টি যদি সামনে থাকে যাটা চাপ দেওয়ার সাথে সাথেই Print অপশন চালে আসবে তাহলে কেমন হয়! অবশ্যই খুব একটা খারাপ হবে না, আমার মনে হয়।



নিচের Code গুলো Copy করুন এবং আপনার সাইটের যেইখানে এই Print বাটন টি দেখতে চান যেখানে Add করে সরক্ষন করুন। তারপর আপনার সাইট ভিজিট করুন এবং দেখুন ম্যাজিক আপনি যেখানে Code গুলো add করেছিলেন সেখানে Print বাটন  চলে এসেছে।



অবশ্য আমরা বেশির ভাগ ব্যাবহারকারী জানি যে সাধারন ভাবে কিভাবে Print দিতে হয়। যেমনঃ File > Print > Print Now এইভাবে। তবে আজকের ট্রিক্স টা যেহেতু আরো কম সময় সাপেক্ষ সেক্ষেত্রে আমি সিউর আপনার ভালো লাগবে।

Labels: , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home