Thursday 21 July 2011

ইমেইল চেক করে অনলাইনে আয় করুন (Paisa-Live)

ইন্টারনেটে আয়ের অনেকগুলো পদ্ধতির মধ্যে ইমেল চেক করে টাকা আয় করার পদ্ধতি হল একটি। ইমেল চেক করে টাকা আয় করতে হলে প্রথমে ঐ সকল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ঐ সাইটের ইমেইল চেক করলেই  আপনার অ্যাকাউন্টে অর্থ জমা হয়ে যাবে।
ইমেইল চেক করলেই অর্থ প্রদান করবে এই রকম একটি প্রতিষ্ঠান হল পায়সা-লাইভ। এটি একটি ইন্ডিয়ান প্রতিষ্ঠান। বন্ধুদের রেফার(Refer) করে রেফারাল(Referral) পদ্ধতির মাধ্যমেও আপনি এই ওয়েবসাইট থেকে আয় করতে পারেন।


রেজিস্ট্রেশন করার পদ্ধতিঃ
ধাপ-১: প্রথমে এখানে ক্লিক করুন।

ধাপ-২: উপরের লিংকে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এখানে আপনার নামের প্রথম অংশ, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং দেশ সিলেক্ট করে Register Now!  লেখাটিতে ক্লিক করুন।

ধাপ-৩:  এখন একটি সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এখানে এই ওয়েবসাইটের জন্য পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নামের শেষ অংশ, আপনার বয়স, লিঙ্গ, বাৎসরিক আয়, পেশা, ঠিকানা, শহরের নাম এবং পোস্টাল কোড ঠিক মত পূরণ করে Complete Registration এ ক্লিক করুন। তাহলেই, আপনার রেজিস্ট্রেশন  প্রক্রিয়া সম্পন্ন হবে।


ইমেইল চেক করার পদ্ধতিঃ
ধাপ-১:  প্রথমে এই লিংকে (http://www.paisalive.com) গিয়ে ইমেইল অ্যাড্রেস ও পাসওযার্ড দিয়ে Log-in করুন।

 ধাপ-২:  এখন ওয়েবসাইটের উপরে ডান-দিকে Continue to My PaisaLive Account এ ক্লিক করলেই পায়সা-লাইভ এর হোম-পেজ চলে আসবে।

ধাপ-৩:  এবার পেজের বাম-দিকে উপরের My PaisaLive Inbox এ ক্লিক করলে পেইড-ইমেইল(Paid Email) এর লিংকগুলো পেজের মাঝখানে আসবে।

ধাপ-৪: এখান থেকে প্রথমে একটি পেইড-ইমেইলের লিংকে ক্লিক করলে পায়সা-লাইভ টিম এর পক্ষ থেকে একটি মেইল ওপেন হবে। মেইলটির নিচের Click Here To Open লেখাটিতে ক্লিক করলেই মূল পেইড-ইমেইল ওপেন হবে।

ধাপ-৫: অতঃপর পেইড-ইমেইলে যে কোন অংশে ক্লিক করলে Paid Email is Loading ... ... ... লেখাটি  উঠলেই আপনার অ্যাকাউন্টে সাথে সাথে অর্থ জমা হয়ে যাবে।

***এভাবেই ধাপ-৩,৪,৫ অনুসরন করে প্রতিটি পেইড-ইমেইল প্রতিদিন চেক করে আয় করতে থাকুন।


অর্জিত অর্থ উত্তোলনের পদ্ধতিঃ
এই ওয়েবসাইটটিতে Rs.৫০০ পরিমান অর্থ জমা হলেই আপনি অর্থ তুলতে পারবেন। অর্থ তোলার মাধ্যম গুলো হলঃ
১. চেক্।
২. পে-পাল।




প্রয়োজনীয় লিংকঃ
PTC সাইট থেকে দ্রুত ও নিশ্চিত আয়ের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
১০০% বিশ্বস্ত PTC সাইটের লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
অনলাইনে সক্রিয় স্ক্যাম/ভুয়া PTC সাইটের লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
বন্ধ হয়ে যাওয়া স্ক্যাম বা ভুয়া PTC সাইটের লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
জিমেইলে অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন।
ইয়াহু-তে অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন।
পায়যা (এল্যার্ট-পে) -তে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন।




যে কোন ধরনের তথ্য / অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার উন্নতি ও সফলতাই আমাদের একান্ত কাম্য।

 *** ধন্যবাদ ***

Labels: ,

3 Comments:

At February 28, 2015 4:25 pm , Anonymous anamul haque said...

Thanks nice post for us.

 
At May 20, 2015 11:06 am , Anonymous Reddit24 said...

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 
At November 25, 2015 6:35 pm , Anonymous samad samad said...

thanks

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home