Saturday 11 June 2011

অনলাইনে আয় করুন (microWorkers)

ইন্টারনেটের বিভিন্ন আর্নিং সাইটের মধ্যে  মাইক্রোওয়ার্কারস্ হল অন্যতম। এটি একটি ফ্রিল্যান্সিং সাইট। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন প্রকৃতির কাজ পাওয়া যায়। এই সাইটের সবচেয়ে বড় সুবিধা হল এখানে কাজ পাবার জন্য কোন বিড করতে হয়না। ফলে নতুন-পুরাতন সবাই-ই কাজ করে অর্থ উপার্জন করতে পারে।
কাজ করার পর এপ্রুভ হলেই  পেমেন্ট পেয়ে যাবেন। সর্বোচ্চ সাত(৭) দিন সময় লাগে কাজ এপ্রুভ হওয়ার জন্য। এমপ্লয়ার যদি এই সময়ের মধ্যে এপ্রুভ না করে তবে আপনি অটোমেটিক ভাবে পেমেন্ট পেয়ে যাবেন। এই সাইটটি তাদের জন্য যারা অনলাইনে স্বল্প পরিশ্রমে আয় করতে চান।
 
মাইক্রোওয়ার্কারস্ এ অ্যাকাউন্ট করার পদ্ধতিঃ

ধাপ-১: মাইক্রোওয়ার্কারস্ এ অ্যাকাউন্ট করতে হলে এখানে ক্লিক করুন

ধাপ-২: ওয়েবসাইটটি  প্রদর্শিত হলে মাইক্রোওয়ার্কারসের ব্যানারের নিচের Register for free লিখাটিতে ক্লিক করুন।

ধাপ-৩: এখন 01 new account information এর যে ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে  Next Step লেখাটিতে ক্লিক করুন।

ধাপ-৪: এখন আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে গিয়ে ইমেলটি ভেরিফাই করে দিলেই  এর অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে।



মাইক্রোওয়ার্কারস্ এ কাজ করার পদ্ধতিঃ

 ধাপ-১: প্রথমে মাইক্রোওয়ার্কারসের ওয়েবসাইটে গিয়ে ইমেল অ্যাড্রেস (Email ID) ও পাসওয়ার্ড (Password) দিয়ে লগ-ইন করুন।

ধাপ-২:  তারপর মাইক্রোওয়ার্কারসের ব্যানারের নিচের Jobs লিখাটিতে ক্লিক করুন, তাহলে বর্তমানে যে সকল কাজ চলমান আছে তা দেখাবে।

ধাপ-৩: এখান থেকে আপনাকে কাজ নির্বাচন করতে হবে। তবে যে কাজ আপনি সম্পূর্ণ সমাধান করতে পারবেন না ,তা নির্বাচন না করাই উত্তম। কোন কাজ করতে চাইলে সেই কাজটির উপর মাউস দিয়ে ক্লিক করুন। তাহলে কাজটি সম্পর্কে সকল তথ্য প্রদর্শন করবে। এ সকল তথ্য দেখে যদি মনে হয় যে আপনি কাজটি করতে পারবেন তাহলে I accept this job (a form will open below) লিখাটিতে ক্লিক করবেন।

ধাপ-৪: প্রদত্ত কাজটি বায়ারের চাহিদা আনুযায়ী সম্পুর্ন করে I confirm that I have completed this task লিখাটিতে ক্লিক করবেন।

 ধাপ-৫: অতঃপর কাজটি বায়ারের এপ্রুভালের জন্য জমা হয়ে যাবে।

** এভাবেই প্রতিটি কাজ সম্পূর্ণ করতে হবে।


অর্থ উত্তলনের পদ্ধতিঃ
মোট  ৯ ডলার আয় হলেই পেপাল, মানিবুকার্স, এলার্ট-পে এবং চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করা যাবে।




প্রয়োজনীয় লিংকঃ
জিমেইলে অ্যাকাউন্ট খুলতে চাইলে  এখানে ক্লিক করুন।
ইয়াহু-তে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।
পায়যা (এল্যার্ট-পে) -তে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন।
v ওডেস্কে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।
ওডেস্কে সফলতার কার্যকারী টিপস জানতে চাইলে এখানে ক্লিক করুন।
oDesk-এর Readiness Test এ A+ (প্রশ্ন + উত্তর) পেতে এখানে ক্লিক করুন।
PTC সাইট থেকে দ্রুত ও নিশ্চিত আয়ের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
১০০% বিশ্বস্ত PTC সাইটের লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
অনলাইনে সক্রিয় স্ক্যাম/ভুয়া PTC সাইটের লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
বন্ধ হয়ে যাওয়া স্ক্যাম বা ভুয়া PTC সাইটের লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।



যে কোন ধরনের তথ্য / অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার উন্নতি ও সফলতাই আমাদের একান্ত কাম্য।

*** ধন্যবাদ ***

Labels:

2 Comments:

At August 12, 2011 7:27 pm , Anonymous Faysal Ahmed said...

ধন্যবাদ কিন্তু আপনার পেমেন্ট প্রুফ যুক্ত করে পোস্ট টা এডিট করে দিবেন আশা করছি ।

 
At October 28, 2011 8:47 am , Anonymous Dr. Aminur Rahman said...

আশা করি আয় করতে পারব। এই পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home