Saturday 28 July 2018

কিভাবে Windows এবং অপ্রয়োজনিও Apps এর আপডেট বন্ধ করবেন

আমারা মাঝে মাঝে দেখি, আমাদের Internet এর Speed অনেক কিন্তু ব্রাউজিং করতে গেলে মনে হয় 2G তে নেমে গেছি। তার কারন হলো আপনার কম্পিউটারের কোন App Auto Update নিচ্ছে। তার ভিতর ঝামেলাপূর্ন হচ্ছে Windows Update। আপনি চাইলে Windows Update যে Apps গুলো আপনি আপডেট করতে চান না, সেইগুলো অফ করতে পারেন, নিচের পদ্ধতি অনুসরন করে।



আপনার কম্পিউটারের My Computer অথবা This PC এর উপরে মাউস রেখে, মাউসের ডান দিকে একটা ক্লিক দিন। তারপর নিচের ছবির দেখানো জায়গাতে অর্থাৎ Manage এ ক্লিক করুন।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

তারপর Services and Applications এ ডাবল ক্লিক দিন।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

তারপর Services এ ক্লিক করুন।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

এখন Windows Update অপশন টি খুঁজে বের করুন।
এবং সেখানে ডাবল ক্লিক দিন।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

নিচের ছবিতে দেখানো অপশন টা তে Disable সিলেক্ট করে নিন।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

তারপর Stop এ ক্লিক করুন।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

খেয়াল করুন। অল্প একটু সময় লাগছে।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

এখন Apply তে ক্লিক দিন।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

তারপর OK তে ক্লিক দিন।
Turn off automatic updates windows
Turn off automatic updates windows

ব্যাস Windows Update বন্ধ হয়ে গেছে।


মাইক্রোসফট ওয়ার্ড এর Ctrl দিয়ে A-Z শর্টকাট কী।


এখন থেকে কম্পিউটার On/Off হবে রকেট গতিতে




Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home